What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২২ (7 Viewers)

Status
Not open for further replies.
তাইলে মনে হয় আপনে যে দীপু মামারে ফুসলাইতেছেন সেইটা আসলেই দীপু মামা জানে না।
না জাইন্যাই দাওয়াখানায় আইতে চাইতেছে...
লগ্নিকারী কি কখনো দাওয়াখানায় যায়??
 
একেতো কাজের চাপ
তার উপর প্রচন্ড মাথা ব্যাথা

আপনারা হয়তো জানেন না, আমি সেই আনন্দঘন দিনের পর থেকে বেশ অসুস্থ। বিশেষজ্ঞ ডাক্তারের স্বরনাপন্ন হতে হয়েছিল। বেশ কিছু পরিক্ষা নিরিক্ষা করার পর সমস্যা পাওয়া গেছে এলার্জিতে। স্বাভাবিক পরিনত মানুষের থাকে ১০০ বা তার কাছাকাছি, আর আমার বর্তমানে আছে ১৩৪৮। বেশ কিছু এন্টি বায়োটিক চলছে। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।
মহান আল্লাহর কাছে দোয়া রইলো তিনি যেন আপনাকে দ্রুত সুস্থ্য করে দেন।

এই এলার্জি আমারসহ আমার পুরো পরিবারের সবাইকে গত বছর থেকে ভুগাচ্ছে। অনেক ডাক্তার দেখানোর পরও ঠিক হচ্ছেনা। একজন ডাক্তারের পরামর্শ হচ্ছে গরম থেকে দুরে থাকতে হবে। এবছর গরম শুরু হতে না হতেই আবারও সবাইকে পেয়ে বসেছে এই সমস্যা। এবার মনে হয় বেশি ভুগাবে।
 
ইদানিং প্রায় প্রতিদিনই সন্ধ্যায় ঝড় হচ্ছে
সেই সাথে হচ্ছে মুষলধারে বৃষ্টিও,
সবাই দেখছে ঝড়-বৃষ্টির সেই তান্ডবলীলা
পথের মাঝে উপড়ে ফেলা বৃক্ষের শাখাও।

জানো, আমার হৃদয়েও বইছে ঝড়
হৃদয় হয়েছে ক্ষতবিক্ষত,
কেউ দেখেনা বিরহ যাতনা
অদৃশ্য ক্রন্দন অবিরত।

শুভ রাত্রি

সামলে, মামা !
মনের দিক থেকে সিংহের মতো বিশাল হৃদয়ের অধিকারী হলেও বাস্তবে তো সেই চড়ুইয়ের মতোই বুক।
হৃদয়ে বয়ে যাওয়া ঝড়ে না আবার সে বুকটাও তছনছ হয়ে যায়...
 
নারে মামু, সেই উপায় থাকলেতো কোন কথাই ছিলো না। এইডা কামের চাপ না, কাজের চাপ আছিলো।

বলতে দ্বিধা নেই, আপনার সম্মন্ধে সব সময় আমার এরকমই ধারনা।
এর বাইরে কিছুই কখনো ভাবিনি, সম্ভবত কখনো ভাবনায় আসবেও না !
 
জি না, আমার ড্রাইভিং লাইসেন্স নাই।

হের লাইগ্যাই তো খাড়া ইউ টার্ণ লইতে পারছেন।
লাইসেন্স থাকলে কি আর খাড়া লইতে পারতেন ? !!
 
মহান আল্লাহর কাছে দোয়া রইলো তিনি যেন আপনাকে দ্রুত সুস্থ্য করে দেন।

এই এলার্জি আমারসহ আমার পুরো পরিবারের সবাইকে গত বছর থেকে ভুগাচ্ছে। অনেক ডাক্তার দেখানোর পরও ঠিক হচ্ছেনা। একজন ডাক্তারের পরামর্শ হচ্ছে গরম থেকে দুরে থাকতে হবে। এবছর গরম শুরু হতে না হতেই আবারও সবাইকে পেয়ে বসেছে এই সমস্যা। এবার মনে হয় বেশি ভুগাবে।

আল্লাহর মেহেরবানীতে আমাদের আবার এই সমস্যা নেই।
ইতিমধ্যেই যে জটিল অবস্থায় পড়ে আছি, এর সাথে যদি এলার্জীর সমস্যাও যোগ হতো তবে অবস্থা না জানি কতোটা ভয়াবহ হতো...
আল্লাহ সবাইকে এই রোগ থেকে শেফায়ে কামেলা নসিব করেন !
 
@Able31 মামাকেও যে ক'দিন ধরে দেখছি না !
শুধু হাজিরাতেই ওনাকে আটকে রেখেছেন কেনো সেটাই বুঝতে পারতেছি না !
@Able31 মামা আওয়াজ দেন।
পিকনিক করতে বগুড়া গেছিলাম। বাড়ি এসে গোসল সারলাম কেবল।
 
পিকনিক করতে বগুড়া গেছিলাম। বাড়ি এসে গোসল সারলাম কেবল।
পিকনিকের সাথে গোসলের সম্পর্ক কি, বোধগম্য হল না।
নাকি brazzers এর পিকনিকে?
 
পিকনিক করতে বগুড়া গেছিলাম। বাড়ি এসে গোসল সারলাম কেবল।

বগুড়া যাবার আগে জানিয়ে গেলে অপু মামা আপনাকে ছাড়তো বলে মনে হয় না।
এই সুযোগে অপু মামার ওখানেও একটা পিকনিক সেরে আসতে পারতেন...
 
পিকনিকের সাথে গোসলের সম্পর্ক কি, বোধগম্য হল না।
নাকি brazzers এর পিকনিকে?

এভাবেই পিকনিকের ধরনটা আমাদের সবাইকে জানিয়ে দিলো আরকি...
হে হে হে...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top