ধন্যবাদ, মামা।
এরকম কিছু হয় নি কিন্তু। আমি আগের মতোই আছি।
যার যেটা নেই সেটা নিয়ে আবেগের কমতি থাকে না। বাড়ি থেকে আধাঘন্টার দূরত্বে তিস্তা, এক ঘন্টার দূরত্বে তিস্তা সেতু। দুই জায়গায়ই বছরের অনেকটা সময় নৌকা পাওয়া যায়। তাছাড়া আমি মোটামুটি চালাতেও পারি।
ধন্যবাদ, মামা।
এরকম কিছু হয় নি কিন্তু। আমি আগের মতোই আছি।
যার যেটা নেই সেটা নিয়ে আবেগের কমতি থাকে না। বাড়ি থেকে আধাঘন্টার দূরত্বে তিস্তা, এক ঘন্টার দূরত্বে তিস্তা সেতু। দুই জায়গায়ই বছরের অনেকটা সময় নৌকা পাওয়া যায়। তাছাড়া আমি মোটামুটি চালাতেও পারি।
আগের দিন রাত জেগে খেলা শেষ করে টিভির পর্দা থেকে চোখ সরিয়েছিলাম। বাংলার দামাল ছেলেরা লোভ লাগিয়ে দিয়েছিলো। লোভে পড়ে আজও খেলা দেখতে বসেছিলাম। কিছুক্ষণ আগে হতাশ হয়ে ফিরে আসতে হলো... বিনোদনের জন্য আমার আড্ডাঘর, আমার নির্জন মেলাই সেরা... এখানে হতাশাও নেই, কস্টও পেতে হয় না !!