What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (4 Viewers)

Status
Not open for further replies.
আমি মজা করছিলাম...

যাই হোক দৌড় যখন দিবেনই, জোরে দৌড়াবেন, মেডেল যেন মিস না হয়...

তা আর বলতে...
যখন পূর্ণোদ্যমে দৌড়াবো তখন পিছনে দেখার সময় পাবো না !
 
আচ্ছা ভাই আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাই, নির্জনমেলাতে কি কি এবং কেমন আচরণ করলে ব‍্যান হতে হবে সে সম্পর্কে বলা আছে কিন্তু একবার ব‍্যান হলে পুনরায় সেই একাউন্ট কিভাবে ফিরে পাবো সে সম্পর্কে তো কিছু লেখা দেখলাম না।আপনারা কেউ কি একাউন্ট ফিরে পাবার পদ্ধতি সম্পর্কে কিছু জানেন?জানলে বলবেন প্লিজ🙏🙏🙏
অগ্ৰীম ধন্যবাদ😀
মামা,
প্রথমেই Forum Rules টা ভাল করে পড়ে নিন।
সেই সাথে Member of The Month টাও পড়ে নিন।
আর পড়ুন Posting Guideline

আমার মনে হয় না এটুকু পড়লে আর মেনে চললে আপনি আর কোন সমস্যাতে পড়বেন
 
আমার‌ও তাই মনে হয় ভাই।বিশেষ করে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না করা,ফর্ম হারিয়ে খুঁজতে থাকা সাকিব আল হাসানের ব‍্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা,মুশফিকুর রহিমকে কিপিং থেকে বাদ দেয়া এসব কিছুই দলে কিছুটা হলেও প্রভাব ফেলবে।আল্লাহ ই ভালো জানে বিশ্বকাপে আমাদের অবস্থা কি হয়!!!নিজ দেশের কন্ডিশনে দুটি বড় দলকে হারিয়ে র‍্যাংকিং এ পাঁচ এ ওঠার আত্মতৃপ্তিই নাকি শেষ পর্যন্ত আমাদের জন্য সার হয়😥😥😥

দুটি বড় দলকে নয়, বরং দুটি বড় দলের ছায়াকে আমরা আমদের পিচ, কন্ডিশন, হোম গ্রাউন্ডের এডভান্টেজ এসব কাজে লাগিয়ে আংশিক পরাজিত করতে সক্ষম হয়েছি। এতে হয়তো আমরা আত্নতৃপ্তি পেতে পারি, তবে এর জন্য আমাদের বেশ কিছুটা খেসারতও দিতে হতে পারে। যেখানে আমরা বিশ্বকাপের জন্য জায়গা করতে খেলতে যাবো সেখানকার পিচ আর কন্ডিশন কিন্তু এরকম হবে না। তার মানেই হচ্ছে গতো দুটো সিরিজে যারা ভালো করেছে তাদের কাছ থেকে বিপরীত পারফরম্যান্সই আমরা হয়তো দেখবো।
সিনিয়র ক্রিকেটাররা ধারাবাহিক হতে পারছেন না। তদুপরি সিনিয়রদের সাথে বোর্ড অফিসিয়ালদের দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। জুনিয়ররা এখনো তাদের দিশা ঠিক করতে পারছে না। এমতাবস্থায় শুরু থেকে আবার ভেবে দেখতে হবে অনেক কিছুই...
 
শুভ সকাল...
কেমন আছেন সবাই...

শুভ সন্ধ্যা, মামা।
আলহামদুলিল্লাহ !
আল্লাহর মেহেরবানীতে আমি ভালো আছি, মামা।
 
আপনের যদি চিপায় যাওনের শখ থাকে, তাইলে আমি আর কি করতে পারি !!

কোন চিপার কথা কইলেন ?
এমনিতেই তো চিপায় পইড়া জান বাইর হইয়া যাইতেছে...
সারাদিনের মাঝে একবারের জন্যও এই ঘরে আসতে পারি নাই।
 
সারাংশ না বুঝলেও সারমর্ম বুঝছি: চুই ঝাল আমাদের জন্য অপেক্ষা করতেছে।

চুই ঝালের কথা দেইখ্যাই আমার লোল পড়তেছে...
 
ক্যামনে কি?

মাঝে বেশ কিছুদিন ঐ সেকশনের কোনো নোটিফিকেশন পাইনি। সেজন্যই আর ওদিকে যাওয়া হয়নি। আমি ভেবেছিলাম, কোনো কারনে হয়তো ঐ থ্রেডটা আর আপডেট হচ্ছে না।
কাল গিয়ে দেখলাম আমি আসলে এই ক'দিন অন্ধকারে ছিলাম...
 
আমরা শর্টকাট জাতি, ভালো ফল চাই, কিন্তু তার জন্য যে পরিকল্পনা, পরিশ্রম, প্রনোদনা, বিনিয়োগ দরকার তা করতে অনিচ্ছুক...

আর এই কারনেই পাইপলাইনে দিন দিন কোয়ালিটি ক্রিকেটারের অভাব বেড়েই চলেছে...
মনে আছে, একদা বাংলাদেশের তৎকালীন একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ফুটবল দল ইউরোপের দুটি টুর্ণামেন্ট ডানা কাপ ও গোথিয়া কাপ জয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলো ? তখন অনেকেই ভাবতে বসেছিলো এই টিম একদিন বাংলাদেশকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিবে। পরবর্তীতে আমরা কি দেখলাম ? ঐ টিম থেকে মাসুদ রানা, জুয়েল রানা আর বখতিয়ার ছাড়া আর কেউ সামনে এগুতে পারেনি।
এরকমই হয়...
অনুর্ধ ১৯ দলের ক্রিকেটার সহ দেশের অন্যান্য সম্ভাবনাময় খেলোয়াড়দের ব্যাপারে আমাদের যা করণীয় আমরা কি তা করতে পারছি ?
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top