What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (7 Viewers)

Status
Not open for further replies.
শুধু আমাদের দেশেই নয়, পৃথিবী জুড়েই এই অবস্থা...

ঠিক কথা, মামা।
মডার্ণ টকিং কিংবা বনি-এম ব্যান্ড তখন যেসব গান করেছে আজ এতোদিন পরেও তাদেরকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি...
 
বাস্তবিকই তাই...
সেইসাথে এখন লাখো মিডিয়ার আনুকূল্যে মোটামুটি আওয়াজ করতে পারলেই যে কেউ শিল্পী...
আগের মত সাধনা, অনুশীলন, চর্চা, রেওয়াজ এইগুলিকে বাহুল্য মনে করা হয়...

বশির আহমেদ আর খুরশীদ আলমের দুটো এক্সক্লোসিভ ইন্টারভিউয়ের কপি আছে আমার কাছে। মাঝে মধ্যে দেখি। এক ঘন্টা করে সেই ইন্টারভিউয়ে তারা তাদের সাধনার কথা বলেছিলেন। কতো কস্ট আর ত্যাগের বিনিময়েই না তারা একেকজন শিল্পী হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আজকের দিনে জোরে চিল্লাতে পারলেই তাকে শিল্পী হিসাবে তকমা দিয়ে দেয়া হয় !!
 
দোষ কাটানোর নির্দোষ উপায় আছে মামা, ঐগুলাকে মালাইকারী, রসমালাই, সন্দেশ এইসব নানা নামে ডাকে...

তাই নাকি ?
আমার জানা ছিলো না, মামা।
 
গতো মাসের শুরুর দিকে আমার বন্ধু জামানের ডেঙ্গু হয়েছিলো। জামানকে আপনারা অনেকেই চিনেন তাই তাকে আর নতুন করে চিনিয়ে দিলাম না।
এখনো এতো দূর্বল যে বিছানা থেকে নেমে দু'কদমও হাটতে পারে না।
সময় লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে।
ধৈর্য্য ধরে অপেক্ষা করেন, সময়ই সব কিছু ঠিক করে দিবে, মামা।
ইনশাআল্লাহ
 
পুরাতন আড্ডাবাজদের মধ্যে আমি, দীপু মামা আর ছোটম মামাই এখন এঘরে আছি। এর মাঝে সব থেকে পুরনো দীপু মামা। আমারও বয়স প্রায় এক যুগ পেরিয়ে গেছে। বলা যায় ফোরামের শুরু থেকেই এঘরে পড়ে আছি। তখন আমি যেরকম ছিলাম আজও সেরকমই আছি। শুধু অনেক কাছের বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছে। নাম বলতে গেলে তালিকাটা নেহায়েত কম বড় হবে না। তাই ওদিকে যাচ্ছি না। তবে নিকট অতীতে ছেড়ে যাওয়া মনি মামা আর যুবি মামাকে খুব বেশী মিস করি...

মনের কথা খুব সুন্দর করে বলেছেন...
 

'বাংলা শব্দ গঠনের খেলা' থ্রেডে আর্ন মামার 'নীল নয়ন অনেক ভালো লাগে' পড়ে বহুদিন আগে শোনা শেখ ইশতিয়াক এর 'নীলাঞ্জনা' গানটা ইউটিউবে আবারো শুনলাম...

তখন ছোট ক্যাসেট প্লেয়ারে ও ওয়াকম্যানে এই গানগুলি কত শতবার যে শুনেছি, বহুদিন গানটা শোনা হয়নি...

ঐ থ্রেডে এত কথা বলা ঠিক হবে কিনা জানিনা, তাই আড্ডার আশ্রয় নিলাম + লিংকটাও দিলাম...


নীলাঞ্জনা,
ওই নীল নীল চোখে চেয়ে দেখ না;
তোমার ওই দুটি চোখে, আমি হারিয়ে গেছি

আমি বোঝাতে তো কিছু পারি না;
নীলাঞ্জনা...

To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.
 
চমৎকার বলেছেন, মামা।
এই কারনেই আমাদের মতো পুরাতন আমলের লোকেদের কাছে বর্তমান সময়ের বেশীরভাগ গানই পছন্দ হয় না।
কিন্তু একথাটি বর্তমান প্রজন্মের কাউকে বুঝানোই যাবে না...

যুগে যুগে এ ধারাই বহমান...

'ওল্ড ফ্যাশনড' বলে একটা কথা আছে না...

কৈশর বেলায় আমাদের দুষ্টু বন্ধুমহলে আড়ালে বাবা-চাচাদের 'ব্রিটিশ' বলার একটা চল ছিলো...

আমাদের অবস্থা আরো খারাপ, এখনকার প্রজন্মের কাছে আমরাতো 'ব্রিটিশ'ও না, আমরা 'প্রাগৈতিহাসিক'...
 
ওনি এতোদিন স্বর্ণের জন্য দৌড়াইছিলেন।
এখন স্বর্ণকারের জন্য অতিরিক্ত প্র্যাকটিস করে যাচ্ছেন...

সেই লাকি স্বর্ণকার/মনিকারটা কে...
 
রস মলাই !
আমি তো মালাইকারীর কথা কইছিলাম !

ঐ হইলো, মালাইকারী বা রসমালাই আর ছানার সন্দেশ যেটাই আনতে চাইছিলেন মিলনমেলায় নিয়া আইসেন...

খুব বেশী আনার দরকার নাই, যা আনার প্ল্যান ছিলো তার সাথে অতিরিক্ত ২ হাড়ি করে আনলেই হবে...


হা. হা. হাহা...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top