আপন
কতজন কত অপ্রত্যাশিত কত কিছুই না করে, নিজের জন্য বা অন্যের জন্য। কখনও সে সেটা করেই তৃপ্তি পায় কখনও অন্যকে তৃপ্তি দেয়। তৃপ্তি দেয়ার ব্যাপারটা কখনও সে বীঝে আবার কখনও তার না বোঝাতেই সীমাবদ্ধ থাকে। কেও একজন গণপিটুনি খেয়েছে, একজন দূর থেকে দেখে দুঃখ প্রকাশ করেছে, একজন পালিয়ে বেঁচেছে (যেন বুঝতে না পারে সে এখানে ছিল এটা ভুক্তভুগি না বোঝে) আরেকজন একটু ভালোবাসার মলম লাগিয়ে আশা জাগিয়ে রেখেছে। প্রেরনা দিয়েছে, সাহস জুগিয়েছে। এতো কথা বলছি আপন খোঁজার জন্য। পেয়েছেন কি?
কাল অফিস শেষ করে ডেরায় ফেরার সাথে সাথে তেমনই একজন কথা বলেছে অনেক্ষন। কথা যেন শেষই হয়না, না আমার না তার। মনে হচ্ছিল দুজন পাশাপাশি বসেই গল্প করছি। মনটাই ভাল হয়ে গেল। অনুভুতির রেষটা এই লেখার সময়ও অটুট ছিল। আপনজন গণ ভাল থাকুন, সুস্থ থাকুন।
কথা বলার সময় আমার কাছেও আপনার মতোই মনে হয়েছে...