What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (3 Viewers)

Status
Not open for further replies.
জি মামা, আমারও একি কথা, মামায় নস্টালজিয়ার ভুবনে নিয়া
গিয়া, আবার টাইনা হিঁচড়া আবার কঠিন বাস্তবে নামিয়ে আনলেন।

এইতো জীবন মামা...
 
আমার মতে স্নানের সাথে করোনার কোন যোগ নাই মামা।

একমত মামা...

আর্ণ মামা ঠিকই ধরেছেন, সত্যিই আমি পরিস্থিতি বলতে করোনা পরিস্থিতি বুঝিয়েছি...
সকালে সাবান ডলে গোসল করে কাজে যাই, কাজ শেষে সন্ধ্যায়/রাত্রে আবার সাবান ডলে গোসল করি...
দিনে অনেক কিছু ধরতে হয়, তাই কয়েকবার হাত ধুই, স্যানিটাইজার, হ্যান্ড রাব ইউজ করি, তবু ভয় কাটে না...

এখন মহা সৃষ্টিকর্তা যদি রক্ষা করেন, শুধু তাহলেই বাচা যাবে...
 
কি জানি মামা কিসে এতো বেস্ত, এইটা মামার স্বাভাবিক ব্যবহার না এইটা জানি।
আপনারা মামার সাথে যোগাযোগ রাখেন, আপনারা ভাল বলতে পারবেন কি কারন।

মামা হয়তো ব্যস্ত, হয়তো উৎসাহ পাচ্ছেন না, কখনো এমন হয় যে - কোন কিছুতে মন বসে না, এরকম কিছু হবে হয়তো...
মামা এসে দুরন্ত বেগে আবার ফোরাম মাতাবেন আশা রাখছি...
 
সামনে কি মামার কোন বিশেষ পরিক্ষা আছে নাকি,
করোনা পরিস্থিতিতে আমাদের দেশে স্কুল কলেজে
পঠন পাঠন বন্ধ, কিন্তু পরিক্ষা হচ্ছে বিশেষ বাবস্থা
নিয়ে, সেরকম কিছু কি?????

মামা বয়সে, অভিজ্ঞতায়, জ্ঞানে আমার অনেক সিনিয়র...
বিস্তারিত জিজ্ঞাসা করা হয়নি...
যা বুঝলাম নতুন পেশাগত দায়িত্ব ও হায়ার স্টাডিজ নিয়ে ব্যস্ত সময় কাটছে ওনার...
 
আমারও একি মত, সে চুরি হোক বা দিতিও বিবাহ, রিস্ক না নেওয়াই উচিৎ। ধরা পরলে হেনস্থার অন্ত নাই।

ঠিক তাই মামা...
 
আমি আবার মোবাইল ভালই জানি, কিন্তু ফোরামে পোস্ট করতে পিসি ভরসা, সেটা আমি
আবার মোবাইলে একদমি পারি না। আমার মোবাইল আর পিসি দুটোই আলাদা আলাদা
ভাবে ব্যবহার করি, দরকার পরলে পিসির অনেক কাজ মোবাইলে চালিয়ে নিতেও পারি।
তবে সেটা সম্পূর্ণ ঠেকনা দেওয়া ধরনের কাজ, আর জুবি মামায় জেভাবে ফোরামের
সকল কাজে মোবাইল ব্যবহার করেন আমি সেরকম ভাবে পারি না।

জানা হলো মামা...
 
একমত মামা...

আর্ণ মামা ঠিকই ধরেছেন, সত্যিই আমি পরিস্থিতি বলতে করোনা পরিস্থিতি বুঝিয়েছি...
সকালে সাবান ডলে গোসল করে কাজে যাই, কাজ শেষে সন্ধ্যায়/রাত্রে আবার সাবান ডলে গোসল করি...
দিনে অনেক কিছু ধরতে হয়, তাই কয়েকবার হাত ধুই, স্যানিটাইজার, হ্যান্ড রাব ইউজ করি, তবু ভয় কাটে না...

এখন মহা সৃষ্টিকর্তা যদি রক্ষা করেন, শুধু তাহলেই বাচা যাবে...



চিন্তা নাই মামা, আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, ফলাফল এখনো অন্য সকল
ভ্যাকসিন যেমন Pfizer- BioNTech বা অন্যান্য ভ্যাকসিন থেকে অনেক সস্তা ও সফল, এখনো
অবধি ফাইজার এর ভাক্সিনে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সাইড এফেক্ট এর খবর আসলেও আমাদের
Bharat Biotech এর Covaxin খুবি সফল, এখনো কোন সাইড এফেক্ট আসে নি, তাছারাও এটি
এখন প্রজন্ত সবচে সস্তা, পরিবহনে ও স্টোর করতে সহজ, Pfizer- এর মত -৭০ ডিগ্রি তাপমাত্রায়
রাখতে হয় না, সাধারন ফ্রিজে রাখা যায়, তাছারা আরেকটি ভ্যাকসিন আমাদের দেশে দেওয়া হচ্ছে
সেটি Oxford/AstraZeneca ও ভারতের serum research institute এর তৈরি ভাক্সিন Covishield।
এতিও WHO ও অন্যান্য অনেক প্রতিষ্ঠান দারা স্বীকৃত ভ্যাকসিন।
আর যেহেতু ভারতের সাথে বাংলাদের সম্পর্ক বেশ ভাল, ও আমাদের সরকার ও বাংলাদেশ সরকার
দুজনের মধ্যে সম্পরকের ওপর বলা যায় ভারতের পর বাংলাদেশেও এই ভ্যাকসিন খুব শীঘ্রই দেয়া
হবে। হয়তবা বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারের সাথে এই নিয়ে কিছু আলোচনাও করে
ফেলেছেন। একটু সময়ের অপেক্ষা আর কি।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top