What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (3 Viewers)

Status
Not open for further replies.
জেমস মামু কনসার্টে আসছে অনেক দিন পরে

ভালো একটা খেলা হবে মনে হচ্ছে
আসসালামু আলাইকুম মামা
কেমন আছেন?

জেমস এর কনসার্ট মানেই সেই মানের খেলা হবে এতে কোন সন্দেহ নেই। তয় আমার খুশি হয়েও লাভ নেই। যে চাকরি করি তাতে জেমস এর কনসার্ট স্বপ্নেই দেখতে হবে
 
যাক, অবশেষে একটা বাস্তব প্রমান যে পাওয়া গেলো...
যদিও এই বিদ্যা জানা নেই বলে আমার বিশ্বাস ঐ পর্যন্তই !
আজ যদি সেই গণিতের সুত্রগুলি মুখস্থ থাকত তাহলে কত কিছুই না করতে পারতাম।
এই যেমন সেদিন আমাদের কাছে একটি ট্যাংক এসেছে আমাকে প্রমান করতে হবে ট্যাংক এ ৫০০০ লিটার তৈল ধরবে। আমি ৫০০০ লিটার পানির হিসাব করে দিলাম, যা ভুল ছিল। এখানে তৈলের ভিস্কোসিটির ব্যাপারটি আমি হিসেবে রাখিনাই। এক পরিমাপেই, বীজগণিত, জিওমেট্রি, ফিজিক্স আর ক্যামিস্ট্রি ব্যবহার হয়েছে।
 
এটা কারে নিয়ে লেখা?

একটা বিরাট লোক আছে তার
বিরুপ বড় পেট,
ডজন ডজন ডিমের বাজার
করে সেথায় সেট।

হাত দুটি তার মোটকা পাইপ
বোচকা বাঁকা নাক,
পেটের ভাঁজে মাংশগুলো
বসলে পড়ে থাক।

হুট করে তার মেজাজ চড়ে
লোহাতে দেয় কিল,
টনটনে হাত ব্যাথায় চোঁ চোঁ
করছে এখন ফিল।

হাসলে গায়ের চামড়া দোলে
থত্থরে দেয় কাঁপ,
রাগ হলে তার বাচ্চা-বুড়ো
পায়না যে কেও মাফ।

গলার আওয়াজ শুনেই কাঁদে
বাচ্চাগুলোর গাল,
গর্জনে মুখ-বুকের ছাতি
খায় খালিরে টাল!

লোকটি মোটা কাজ করেনা
কাজ করেনা কাজ,
কথায় কথায় বউকে দেখায়
কারন ছাড়াই ঝাঁঝ।

কী ভয়ানক চেহারা তবু
টুকরো দুটি চোখ,
খাওয়ার জোরেই আছে বেঁচে
আজব মোটা লোক!

ঘর হলো তার সব পৃথিবী
পৃথিবী তার ঘর,
এখান থেকেই বাড়ছে ভুড়ি

আকাশ সমান্তর।
এই কবিতাটা কি আরন মামাকে উৎসর্গ করছে 🙄😜
 
এটা কারে নিয়ে লেখা?

একটা বিরাট লোক আছে তার
বিরুপ বড় পেট,
ডজন ডজন ডিমের বাজার
করে সেথায় সেট।

হাত দুটি তার মোটকা পাইপ
বোচকা বাঁকা নাক,
পেটের ভাঁজে মাংশগুলো
বসলে পড়ে থাক।

হুট করে তার মেজাজ চড়ে
লোহাতে দেয় কিল,
টনটনে হাত ব্যাথায় চোঁ চোঁ
করছে এখন ফিল।

হাসলে গায়ের চামড়া দোলে
থত্থরে দেয় কাঁপ,
রাগ হলে তার বাচ্চা-বুড়ো
পায়না যে কেও মাফ।

গলার আওয়াজ শুনেই কাঁদে
বাচ্চাগুলোর গাল,
গর্জনে মুখ-বুকের ছাতি
খায় খালিরে টাল!

লোকটি মোটা কাজ করেনা
কাজ করেনা কাজ,
কথায় কথায় বউকে দেখায়
কারন ছাড়াই ঝাঁঝ।

কী ভয়ানক চেহারা তবু
টুকরো দুটি চোখ,
খাওয়ার জোরেই আছে বেঁচে
আজব মোটা লোক!

ঘর হলো তার সব পৃথিবী
পৃথিবী তার ঘর,
এখান থেকেই বাড়ছে ভুড়ি

আকাশ সমান্তর।
বাহ, দারুন হইছে মামা।

আর্ন মামায় খুশি হইবো।
 
বীজগণিত করার সময় মনে হতো 'এত এত সুত্র মুখস্থ করে যে অংকগুলো করছি, ওগুলো আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে'

মামা আজকে দেখিয়েই দিলেন।
দেখছেন, নিশ্চিত ??
 
এখন আগেরটি ঠিক হয়ে গেছে।এইটা বাদে আর অন্য কোনো আমার নামে একাউন্ট থাকলে সেগুলো ডিলিট করে দিবেন
ডিলেট করে দেয়া হয়েছে।
 
সকাল থেকে ভুড়ি নিয়ে অনেক গবেষণা করলাম;
তারই একটা earki তে পেলাম @arn43 মামা কাজে লাগিয়েছেন মনেহয় আগেই। দেখা যাক কতগুলি মেলে;

১# সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে ভূড়িকে কাজে লাগাতে পারেন। ৩ ফুট দূরত্ব না হোক, একটা মানসম্পন্ন ভূড়ি অন্তত আপনার ১ ফুটের মধ্যে কাউকে আসতে দিবে না।

২# বসে থাকা অবস্থায় ভুড়ির উত্তল সারফেসে চায়ের কাপ, নুডুলসের বাটি ইত্যাদি রেখে নিশ্চিন্তে খেতে পারবেন।

৩# গান শুনতে শুনতে হঠাৎ করে ঢোল বা ড্রাম বাজাতে ইচ্ছা করলে কাজে লাগাতে পারেন আপনার ভূড়িকে। ভরা কলসি ভালো না বাজলেও, ভরা ভুড়ি ভালোই বাজে। কে জানে, বাজাতে বাজাতে হয়তো আপনি একদিন বিখ্যাত ভুড়ি-মিউজিশিয়ান হয়ে যেতে পারেন।

৪# একটা মানসম্পন্ন ভুড়ি থাকলে কাউকে কনফিডেন্স নিয়ে 'কাঁচা খায়া ফালামু' থ্রেট দিতে পারবেন। রেফারেন্স হিসেবে ভুড়ির সাইজ দেখিয়ে দিলেই হবে।

৫# একটা দারুণ ভুড়ি আপনাকে বাংলা সিনেমার নায়ক বানিয়ে দিতে পারে। লকডাউন শেষ হলে সোজা অডিশন দিতে চলে যাবেন এফডিসির দিকে। এমনিতেই শাকিব খানের ক্যারিয়ারের অবস্থা ভালো না...

৬# ওয়াড্রোব, ড্রেসিং টেবিল ইত্যাদির ড্রয়ার বন্ধ করতে ভুড়িকে কাজে লাগাতে পারেন। এতে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। আবার কম পরিশ্রম করতে হওয়ায় ভুড়ি বাড়তে থাকবে আরও। টাকায় যেমন টাকা আনে, ভুড়িও তেমনি আনে ভুড়ি...

৭# বাড়তি ভুড়িকে বিক্রয় ডটকম বা daraz এ বেচে দিয়ে কিছু টাকাও কামাতে পারেন। কোনো নো কোনো শুকনো হাড় জিরজিরা (পাখির মত)
কাস্টমার নিশ্চয়ই এমন সুঠাম ভুড়ি খুঁজছে...

৮# বাসায় ছোটভাই কিংবা সন্তান সন্ততি থাকলে ভুড়িকে তাদের হাতে সপে দিন। খেলনা হিসেবে ওরাই আপনার ভুড়িকে কাজে লাগাবে। তবে একটু বেশি মোটা বাচ্চাদের হাতে আপনার প্রিয় ভুড়িটি অবাধে ছেড়ে দিয়েন না যেন...

৯# স্বর্ণ চোরাচালান কিংবা মাদকদ্রব্যের বাহক হিসেবে কাজ করতে পারেন। ভুড়ি বড় হওয়ায় সেখানে প্রচুর মাল ধরবে। তবে, ধরা খেয়ে ভুড়ি যদি ছুরির নিচে পড়ে, তাইলে আমাদের কোন দায় নাই!

১০# একটা ভুড়ি থাকা সত্ত্বেও জীবনে এত কিছু করা এবং সুখী হওয়ার পর আপনি নিশ্চিন্তে একজন মোটিভেশনাল স্পিকার হয়ে যেতে পারবেন। আপনার স্পিচ শুনতে তখন ভুড়িওয়ালাদের পাশাপাশি সিক্সপ্যাকওয়ালারাও আসবে!
 
ঠিক কিনা?

১# সেলুনের আয়নার দিকে তাকানোর পর হুট করে চুলের প্রতি আপনার এক পৃথিবী মায়া তৈরি হবে। মনে হবে, এই চুলেই আপনাকে অসম্ভব স্মার্ট লাগছে। কাটার কী দরকার? পুরোই ভেতর বলে থাকুক না, বাহির বলে কাটুক না অবস্থা।

২# প্রথম দফা চুল সাইজ করার পর মনে হবে একটু বেশিই বড় থেকে গেছে৷ এরপর যখন বলে কয়ে আবার সাইজ করবেন, তখন মনে হবে বেশি ছোট হয়ে গেছে৷

৩# আপনি যতই সাবধানতা অবলম্বন করুন না কেন, যতই হাত ঘুটিয়ে বসুন না কেন, নরসুন্দরের বিশেষ অঙ্গের সাথে আপনার কনুই একবারের জন্য হলেও সংঘর্ষে জড়াবে।

৪# চিপ বা জুলফি নিয়ে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না৷ সেন্টিমিটার স্কেলে মাপার পরও আপনার মনে হবে একটা চিপ ছোট অন্যটা বড়৷

৫# পেছনে ক্ষুরের দাগ দিয়েন না বলার আগেই দেখবেন নরসুন্দর দাগ দিয়ে ফেলেছে৷

৬# হুট করেই জানতে পারবেন, আপনার চুলের আগা ফেটে গেছে, রিবন্ডিং করা দরকার। চুল স্ট্রেইট করলে আপনাকে আরো একটু ভালো লাগবে। চেহারায় একটা ফেশিয়াল দরকার৷

৭# আপনার সিরিয়াল আসি আসি সময়েই জানতে পারবেন মাত্র আসা একজন রাত ৪টায় সিরিয়াল দিয়ে গেছে।

৮# শেভ করার পর মনে হবে না করলেই ভালো হতো, না করলে মনে হবে করে ফেললেই ভালো হতো।

৯# সেলুনের বিখ্যাত কাপড় দিয়ে আপনাকে মুড়িয়ে দেয়ার পর শরীরের নানা জায়গায় জীবনের যাবতীয় চুলকানি এসে হাজির হবে৷

১০# মুখে শেভিং ক্রিম লাগানোর পরই আপনার ফোন আসবে।

১১# যেদিন একটু তাড়াহুড়োয় থাকবেন সেদিনই জলসা মুভিজে দেবের ছবি দেখাবে, আর নরসুন্দর আপনার চুল কাটা ফেলে হা করে টিভির দিকে তাকিয়ে থাকবে৷
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top