What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (14 Viewers)

Status
Not open for further replies.
খুব বেশী কিছু হলে মরে যাব।
তখন আর কোন কিছু নিয়ে টেনশন থাকবে না।
মরে যাওয়াটা আমরা যতো সহজ ভাবি, আসলে সেটি ততো সহজ নয়।
মৃত্যু যেকোনো সময় যেকোনোভাবে আসতে পারে, তবে সেটি কখনো নিজের আয়ত্বে নয় !!
 
আপনি আপনার মত করে চালিয়ে যান, মামা।
কে কবে কতোটা পোস্ট দিলে সেদিকে তাকানোর দরকার নেই।
আপনি শুধু আপনার স্বাভাবিক পোস্ট করাটা জারি রাখেন...


কাল থেকে আবার কয়েকদিন বাইরে বাইরে কাজ, সুতরাং পোস্ট করার সময় হয়ত ২-৩ দিন
পাব না, তবে আবার যখন সময় পাব, আবার পোস্ট দেওয়া সুরু হবে,
দেসি বিদেসি ফট ভিডিও সেক্সনে অনেক পোস্ট করলাম, আরও করব, কিন্তু এবার ছাচ্ছি অন্য
নতুন কিছু পোস্ট দেব মানে অন্য সেক্সনে, তবে ঠিক করে উথতে পারছি না কি দিব বা ক সুরু করব
মামা আপনার কাছে যদি কোন পরামর্ষ থাকে অবশ্যই বলবেন মামা।
 
অবস্থা সুখকর নয়।
সর্দির ঘনত্ব বেড়ে গেছে, যখন নাক ঝাড়ছি মনে হচ্ছে মাথার ভেতর থেকে সব বের হয়ে যাচ্ছে সাথে প্রানটাও।
ইন্না লিল্লাহ, খুব খারাপ অবস্থাতো তাহলে।

এর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে নাক না ঝেড়ে মেনথল ড্রপ দিয়ে গরম পানিতে নাক টানলে এমনিতেই সব বেড়িয়ে যাবে।
 
মরে যাওয়াটা আমরা যতো সহজ ভাবি, আসলে সেটি ততো সহজ নয়।
মৃত্যু যেকোনো সময় যেকোনোভাবে আসতে পারে, তবে সেটি কখনো নিজের আয়ত্বে নয় !!



একদম খাটি কথা মামা, এটি সত্যি কারো আয়ত্তে নাই।
 
তবুও তো বেরোচ্ছে...
আমার তো বেরই হয় না। নাকে নাই, তবে গলার ভিতর অহরহই তার অস্তিত্ব খুব কঠিনভাবে জানান দিয়ে যায়। গলা খাকাড়ি দিতে দিতে কাৎ হয়ে পড়ে যাবার মতো অবস্থা হয়, মাগার ওনি গলার মায়া ত্যাগ করে বের হন না ! বেদিশা দেখে গতো তিনদিন যাবত সিরাপ খেয়ে যাচ্ছি। তাতেও খুব একটা ফল হয়েছে বলে মনে হলো না। বিষয়টা ফার্মেসীওয়ালারে জানানোর পরে দোষটা কৌশলে আমার উপর চাপিয়ে দিয়ে দায় সারলেন। বললেন, সিরাপে যতোটুকু আগায়, আপনে সিগারেট খেয়ে ততোটাই পিছাইয়া দ্যান। এইকারনেই সহজে কাজ হচ্ছে না। তবে সিরাপ চালিয়ে যান, কাজ হলেও হতে পারে...
আমিও চালিয়ে যাচ্ছি। দেখি শেষ পর্যন্ত কি হয় !!
ফটুখেচকরে যে থিউরী দিছি সেইটা ফলো করেন, কাম হইয়া যাইবো আশা করি।
 
জনসাধারণের অসচেতনতা, কর্তৃপক্ষের দূরদৃস্টিতার অভাব, সর্বোপরি আইনের প্রতি উদাসীনতা ও আইনের সঠিক প্রয়োগ না থাকার কারনেই এমনটি হচ্ছে।
আইনের সঠিক আর কঠোর প্রয়োগের মাধ্যেম এই সমস্যার সমাধান বহুলাংশে করা সম্ভব বলে অনেকেই মনে করেন।
প্রয়োগটা করবে কে? কুড়িগ্রামের ডিসি?
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top