সম্ভবতঃ ক্লাস সেভেন বা এইটের পাটিগণিতে একটা অংক ছিল। এক বানর একটা ৪০ ফুট লম্বা তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠার চেষ্টা করছে। সে প্রতি দুই মিনিটে আড়াই ফুট উঠে আবার পরবর্তী এক মিনিটে দুই ফুট পিছলায় নেমে যায়। তাহলে বানরটা কত মিনিটে বাঁশের ডগায় পৌঁছাবে।
অঙ্কটা এখন আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি।
আল্লাহ্ মনিকে একটা পিচ্ছিল লম্বা বাঁশের মাঝখানে ছেড়ে দিয়েছে। উপরে বেহেস্ত আর নীচে দোজখ। আল্লার শর্ত অনেক সহজ। উনি মনিকে বলে দিয়েছেন তুমি একটা সওয়াবের কাজ করবে তো দুই ফিট উপরে উঠবে আর একটা পাপ কাজ করবে তো এক ফিট নীচে নেমে যাবে। দিন শেষে হিসাবে মনে হয় প্রতিদিন একটু একটু করে নীচের দিকেই যাচ্ছি।
এখন আল্লাহ্ পাকের মনে যদি মণির জন্য একটু করুণা থাকে তাহলে আল্লাহ্ পাক কি করবেন ??