What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (4 Viewers)

Status
Not open for further replies.
নিয়মিত ডাক্তারের পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট বৃহস্পতিবার রাতে।

এর মধ্যে নতুন ঝামেলা, বাম চোখে ঝাপসা দেখছি। ডাক্তারের সাথে কথা বলেছি। স্ক্রিন টাইম কমাতে বলেছে। মোবাইলে না হয় কমালাম। অফিসের সমাধান নেই।
বলেছে, চোখকে মাঝে মাঝেই বিশ্রাম দিতে।
এমনিতেই ১৫-৩০ দিনের মধ্যে সেরে যাবে। না কমলে সার্জারি বা লেজার ট্রিটমেন্ট লাগবে।

মূল কথা হল, এক চোখে অর্ধেক দেখছি।

সারা জীবন চার চোখ শুনে আসছি।
আমাকে সাড়ে তিন চোখ বলতে পারেন এখন।

ফোরামে আনাগোনা এমনিতেই কমে গেছে। এখন ডাক্তারের পরামর্শে আরও কমাতে হচ্ছে।

দোয়া করবেন সবাই।
(মন্তব্য একান্তই নিস্প্রয়োজন। আপনাদের ভালোবাসা এমনিতেই টের পাই। সহানুভূতিও টের পাই। সেটার করুন প্রকাশ নাই বা করলেন)
যত যাই বলেন, সবার আগে নিজের শরীর মামা।
দোয়া করি আমাদের বন্ধুর যেন সকল মুশকিল দুর হয়ে যায়, আমিন।
 
শীতের কারনে গাছের কি করুণ অবস্থা !!
ঝোপঝাড়ের অন্তরালে চলে গেছে মূল্যবান সেই গাছ...


এযে মামারা এই টা কোন গাছ আর কোন জঙ্গল । বোঝার ভুল যদি না হয় তা হলে এই গাছ একযায়গা থেকে আর এক যায়গা ঘোরে । আমি কি সঠিক বলছি
বেশি বুঝা ভালো না, ঠুয়া খাইবেন, হা হা হা।
 
অক্টোবর ৭, ১৯ এ আপনি পোস্ট দিয়েছিলেনঃ

Just surpass 1.01% of the forum’s posts. with 8,350 Posts, thats quite a thing i guess.

জবাবে আমি বলেছিলামঃ

Appreciated.
But I want to see you at least in top 20 posters, for which you need to get to 11,000.
And then further up.
Advance Congrats.


এবং পরবর্তীতে আমি বলেছিলাম যে ফোরামে পঞ্চম কেউ লাখপতি হলে সেটা আপনিই হবেন।
এখন সেই লক্ষ্যেই এগিয়ে চলেন, শুভকামনা রইল।
অভিনন্দনও।

what to say, only thing I can say is I Am Honored,
Guy-With-Trophy-e1500742898697.jpg
 
আগেই বলেছি, চাইলেও সেটা এখন আর সম্ভব না। তয় দিপু মামা কোন মা ও শিশু কেন্দ্রে যেয়ে নিকট ভুমিষ্ট কোন শিশুকে আমার কথা মনে করে দেখে নিলে দুধের স্বাদ ঘোলে মেটার কাজটা হয়ে যাবে। অবশ্য স্বাদ বাড়াতে শিশুর চেহারার উপর আমার একটা ছবি লাগিয়ে স্বাদ বাড়িয়ে নিতে পারেন 😉🤣
পরামর্শটা খুবই ভালো দিছেন, মামা।
দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্য এর থেকে ভাল কোনো উপায় নেই...
 
জঙ্গল পরিস্কার রাখার কারনে গাছ কিছুটা হলেও তার অস্তিত্ব জানান দিতে পারছে 🤣
যাক, অস্তিত্ব যখন টের পাইছেন, এখন তাইলে নিয়মিত ছাঁই-সার দিয়ে গাছের যত্ন নিন !
না হলে আবার হারিয়ে যেতে পারে !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top