What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (4 Viewers)

Status
Not open for further replies.

আমার ক্ষেত্রে এসব শুধু ভাবনার মাঝেই সীমাবদ্ধ থাকে। শুরুই করতে পারি না সময়ের অভাবে।
করতে পারলে যে কতো ভালো হতো...
অনেক সময় নিজের কাছে থাকা জিনিষটার জন্যও পরের কাছে বা অনলাইনে ধর্না দিতে হয়।


জি মামা, তবে একা একা এতো কাজ করা খুব চাপ, কিন্তু "Alldup" এর সাহায্যে অনেক সহজেই অনেকটা কাজ
আগাতে পারলাম, সব Duplicate ফাইল আর খোজা সম্ভব না, কিন্তু এই সফটওয়্যার টা অনেক সাহায্য করল।
আর বাকিটা নিজে করে এখন অনেকটা গোছান গেছে।
 
নিঃসন্দেহে সেটা সবার কাছেই ভালো লাগার কথা।
কিন্তু আপাতত ছোটম মামা যে অবস্থায় আছেন, তাতে করে আমাদের বুকে পাথর বাঁধা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না।
দোয়া করি, আল্লাহ যেনো দ্রুতই ছোটম মামার যাবতীয় মুসিবত দূর করে ওনাকে আবার আগের মতো প্রাণ চাঞ্চল্যে ভরপুর করে দেন...


জি মামা, বিষয়টা আমিও কিছুটা আমিও আন্দাজ করলাম, ছোটভাই মামায় হয়ত সত্যি কোন প্রতিকুল পরিস্থিতিতে
আছে, এবং সব পরিস্থিতি সকলের কাছে সমান ভাবে বেক্ত করা সম্ভব নয়, তাই বিস্তারিত জানতেও চাই না, কিন্তু
মামা যত তারাতারি সম্ভব সকল প্রতিকুলতা কাটিয়ে উঠুক, এখন মামার প্রতি এইটাই আমার প্রার্থনা।
 
দার্জিলিং আসেন নাই। অনেকদিন পরে এই ঘরে আসছেন তো, সেই জন্য চোখ্যে শরষে ফুলের বদলে সাদা ফুল দেখতেছেন।
নির্জন মামায় ইতালী থাইক্যা ফুঁ মাইরা আমাগোর লাইগ্যা কিছু তুষার পাঠাইয়া দিছে...
ভালো কথা, আপনের দৌড় কি শেষ হইছে ? নাকি জিরাইতে আইলেন !!
মানুষের দৌড় আমার মনে হয় অন্তিম যাত্রার মাধমেই শেষ হয়। জীবদ্দশায় শুধু দৌড়ের গতির হ্রাসবৃদ্ধি ঘটে
 
দার্জিলিং আসেন নাই। অনেকদিন পরে এই ঘরে আসছেন তো, সেই জন্য চোখ্যে শরষে ফুলের বদলে সাদা ফুল দেখতেছেন।
নির্জন মামায় ইতালী থাইক্যা ফুঁ মাইরা আমাগোর লাইগ্যা কিছু তুষার পাঠাইয়া দিছে...
ভালো কথা, আপনের দৌড় কি শেষ হইছে ? নাকি জিরাইতে আইলেন !!


জিরাইতে, তয় এখনই রোজই দুই একবার আসার ব্যাপারে নিজের কাছেই প্রমিস করেছি
 
জি মামা, তবে একা একা এতো কাজ করা খুব চাপ, কিন্তু "Alldup" এর সাহায্যে অনেক সহজেই অনেকটা কাজ
আগাতে পারলাম, সব Duplicate ফাইল আর খোজা সম্ভব না, কিন্তু এই সফটওয়্যার টা অনেক সাহায্য করল।
আর বাকিটা নিজে করে এখন অনেকটা গোছান গেছে।


ডুপ্লিকেট চেকার আমার আগেও ছিল, এবার আর নেয়া হয় নি
দেখি, আপনার অল-ডুপ ই কাজে লাগিয়ে - কেমন হয়
 

জি মামা, বিষয়টা আমিও কিছুটা আমিও আন্দাজ করলাম, ছোটভাই মামায় হয়ত সত্যি কোন প্রতিকুল পরিস্থিতিতে
আছে, এবং সব পরিস্থিতি সকলের কাছে সমান ভাবে বেক্ত করা সম্ভব নয়, তাই বিস্তারিত জানতেও চাই না, কিন্তু
মামা যত তারাতারি সম্ভব সকল প্রতিকুলতা কাটিয়ে উঠুক, এখন মামার প্রতি এইটাই আমার প্রার্থনা।


আল্লাহ এমন দুর্দশা আর কাউকে না দিন
অত বড় একটা সেক্টর
এমন এক্সপার্টাইজ
তারপরও এমন বেহাল, মন থেকে মানা কষ্ট
 
মানুষের দৌড় আমার মনে হয় অন্তিম যাত্রার মাধমেই শেষ হয়। জীবদ্দশায় শুধু দৌড়ের গতির হ্রাসবৃদ্ধি ঘটে
দার্শনিকদুক্কুপাখি
 
ডুপ্লিকেট চেকার আমার আগেও ছিল, এবার আর নেয়া হয় নি
দেখি, আপনার অল-ডুপ ই কাজে লাগিয়ে - কেমন হয়


আমি আগে যতগুলি ডুপ্লিকেট চেকার ব্যবহার করেছি তারা সুধু নাম ধরে চেক করত।
একি ফাইল আলাদা নামে থাকলে ধরতেই পারত না, কিন্তু এটি নাম ছারাও সাইজ বা
কনটেন্ট অনেক কিছুর ওপর মিলিয়ে ডুপ্লিকেট বের করে, আমার ধারনাও ছিল এই
সফটওয়্যার টা এরকম কাজ করে।

AllDup.jpg
 
আল্লাহ এমন দুর্দশা আর কাউকে না দিন
অত বড় একটা সেক্টর
এমন এক্সপার্টাইজ
তারপরও এমন বেহাল, মন থেকে মানা কষ্ট

জি মামা, করনার পর পরিস্থিতি অনেক বদলেছে, অনেকে কাজ হারিয়েছে অনেকে
বাবসা, নয়ত অনেকে তাদের কাজ বা বাবসার পরিস্থিতি হারিয়ে ফেলেছে। তবে কি
মামা, আশার কথা এই যে পরিস্থিতি চিরকাল এক থাকে না, অরথনিতি ঊর্ধ্বমুখী হলে
সবার প্রথম তার লাভবান হবে আমাদের ভারত ও বাংলাদেশের মতন দেশ। সুধু কিছু
সময়ের অপেক্ষা।
ছোটভাই মামা কি গারমেন্ট সেকটার এর সাথে যুক্ত ছিলেন নাকি?
 
জি মামা, তবে একা একা এতো কাজ করা খুব চাপ, কিন্তু "Alldup" এর সাহায্যে অনেক সহজেই অনেকটা কাজ
আগাতে পারলাম, সব Duplicate ফাইল আর খোজা সম্ভব না, কিন্তু এই সফটওয়্যার টা অনেক সাহায্য করল।
আর বাকিটা নিজে করে এখন অনেকটা গোছান গেছে।

বিষয়টা আমার জানা ছিলো না।
এরকম একটা সফট থাকলে তো কাজের অনেক সুবিধা হয়। এতে করে সময় আর শ্রম দুটোই বাঁচে...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top