What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (15 Viewers)

Status
Not open for further replies.
পুরাতন কিছু শখ মাথাচাড়া দিয়ে উঠেছে
একটু কৈশোর আর তারুন্যে উকি ঝুকি দিচ্ছি
বই পড়ছি, কিনছি, রিপেয়ার করছি, রোদে দিচ্ছি
স্ট্যাম্প অ্যালবামের পাতা উল্টাচ্ছি, একটু সাজানোতে সময় দিচ্ছি
ওয়াকম্যানে ক্যাসেট ঢুকিয়ে ইয়ারফোনের মিউজিকের তালে মাথা দুলাচ্ছি

এগুলো সবই বাড়তি বাহানা
আসল কথা হলো, আমাদের প্রফেশনে ডিসেম্বর খুব টাইট চলতে হয়
টাইটের উপরে আছি

আর কি এক গল্প ধরেছি, শেষই হতে চায় না
কবে হবে, কে জানে?

আাসলে আড্ডা দিতে আসলে একটু ফ্রেশ মাইন্ডে না আসলে মনে হয় সবাইকে ফাকি দিচ্ছি
আর ঐ ফ্রেশ মাইন্ডের সমস্যাটাই মূল সমস্যা হয়ে দাড়িয়েছে।


পুরাতন শখ মাঝে মাঝেই মাথাচাড়া দিয়া ওঠে, কিন্তু সময়ের বড় অবাভ,
তারচে বড় সমস্যা হল বয়স বারার সাথে নতুনের সাথে নিয়ে চলার।
তবে মাঝে মাঝে ওই পুরাতন দিনে ফিরে যাওয়ার আনন্দই আলাদা মামা।

সত্যি বলতে এই ডিসেম্বর আমারও অবস্থা কাবু, দুইখানা পেশার দুইটাই
একসাথে নিম্নমুখি, এইটা জানি অবস্থা কিছুদিন পরি ঊর্ধ্বমুখী হবে কিন্তু
বর্তমান পরিস্থিতি যে সত্যই সঙ্গিন, ইহার আপাতত কোন উপায় নাই।

আপনার গল্পের পথ চেয়ে আছি, আপনার এতদিনের পরিশ্রমে যে গল্প
আসবে সেটি নিশ্চয়ই সার্থক কিছু হবে এটি আশাকরি আপনার গল্পের থেকে।
কাজ চালিয়ে যান, পথ অবশ্যই শেষ হইবে।

আড্ডা ঘর আর ইউটিউব ছাড়া আর বিশেষ কিছুই করার নাই, তাই অনেকটা
সময় এই আড্ডা ঘরেই কাটাই, এই আর কি।
 
শুভ অপ্রাহ্ন, মামা।
এই কিছুক্ষণ আগে পাখি মামার সাথে কথা হলো।
কিছুদিনের মাঝেই মনে হয় আমাদের সাময়ীক বন্ধ হয়ে যাওয়া এক প্রতিযোগিতা আবারো চালু হতে যাচ্ছে...
আলহামদুলিল্লাহ্‌, শুরু করেছি। আশাকরি আগামী ৩/৪ দিনের মধ্যে আশাকরি আলোর মুখ দেখতে শুরু করবে
 
আলহামদুলিল্লাহ্‌, শুরু করেছি। আশাকরি আগামী ৩/৪ দিনের মধ্যে আশাকরি আলোর মুখ দেখতে শুরু করবে

বড়ই সময়সাপেক্ষ কাজ
এত বিজি না থাকলে দুই এক মাসের কাজ এগিয়ে দিতে পারতাম

সত্যি বলতে কি, ধরেছিলামও, কিন্তু পরে আর কুলিয়ে উঠতে পারি নি
 
হে হে হে, হুম, দিলাম কিছু বিদেশি সেক্সনে, কিছু অন্য রকম ভিডিও, আর দেশি সেক্সনে আর নতুন কি,
সকলি সেই একি আদি কাল থেকে। যা যা আপলোড করে তৈরি ছিল সকলি দেওয়া প্রায় শেষ, এইবার
আপনাদের দেখে শেষ করার পালা।

আপনার কাজ শেষ, এবার আমাদের কাজ শুরু...
 
জি মামা, এই কয়েকদিনে অনেক খানি বাগে এনেছি। অনেক পুরানো ভিডিও যাদের রেজলুসন কম বা
কলিটি খারাপ সেগুলো দিলাম ডিলিট করে, জেগুলি একি জিনিস ভিন্ন ভিন্ন যায়গায় ছিল, সেগুলি একটি
রেখে বাকি সব ডিলিট করলাম, তারপর জেগুলি খিচুরি হয়ে ছিল তাদের জট ছারিয়ে আলাদা আলাদা
ভাগে ভাগ করে এক এক ধরনের জন্য আলাদা করে রাখলাম, এই যেমন ৩২০ জিবি টা সুধুই বাছাই করা
বিদেশি ভিডিও রাখলাম, ১০০০ জিবি এর ৫০০ জিবি পার্টিশনে ছোট বড় সব দেশি একসাথে, তার আবার
ছবির আলাদা ফোল্ডার ভিডিও আলাদা। একটি ৫০০ ও একটি ১০০০ জিবি সুধু মুভির জন্য, তাদের আবার
বাংলা হিন্দি ও ইংরেজি আলাদা আলাদা। একটি ৫০০ জিবি সুধু আমার এই অবধি জমানো নতুন পুরাতন
সব সফটওয়্যার। এরকম আরও অনেক।


আমার ক্ষেত্রে এসব শুধু ভাবনার মাঝেই সীমাবদ্ধ থাকে। শুরুই করতে পারি না সময়ের অভাবে।
করতে পারলে যে কতো ভালো হতো...
অনেক সময় নিজের কাছে থাকা জিনিষটার জন্যও পরের কাছে বা অনলাইনে ধর্না দিতে হয়।

 
নির্জন মামার তুষার পাতে আমাদের এক লেখক মামা "দুরন্ত ছেলে" মামায় বেশ জর্জরিত দেখলাম।
তবে আমার বিশেষ অসুবিধা কিছুই হচ্ছে না, দিব্বি বেশ ভাল লাগছে। আর এইটা সত্যি বলছেন এই
শিতের দাপটে সবাই কাঁথার তলে মাথা দিয়া শুইয়া আছে, উকি ঝুকিও দিচ্ছেন না প্রায়।

কারো কারো কাছে ব্যাপারটা বিরক্তিকর মনে হলেও অনেকের কাছেই এটা উপভোগ্য বলেই মনে হচ্ছে। তবে একান্তই কারো যদি ব্যাপারটা ভালো না লেগে থাকে তবে সে ইচ্ছে করলে স্টাইল চেঞ্জ করে দেখতে পারে। তখন হয়তো এতোটা খারাপ নাও লাগতে পারে...
 
এইত বেশ ভাল খবর মামা, পাখি মামার সহযোগিতায় হউক আবার নতুন করে সুভারম্ভ।
তবে আরও আনন্দিত হইতাম যদি ছোটভাই মামায় আবার আগের মত নিয়মিত হতে
পারতেন, ওনার অভাব বরই বোধ হয়, বিশেষত প্রতি মাসের সুরুতে।

নিঃসন্দেহে সেটা সবার কাছেই ভালো লাগার কথা।
কিন্তু আপাতত ছোটম মামা যে অবস্থায় আছেন, তাতে করে আমাদের বুকে পাথর বাঁধা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না।
দোয়া করি, আল্লাহ যেনো দ্রুতই ছোটম মামার যাবতীয় মুসিবত দূর করে ওনাকে আবার আগের মতো প্রাণ চাঞ্চল্যে ভরপুর করে দেন...
 
ফোরামে দেখি খালি সাদা সাদা বল ভাসে
ঘটনাখান কি?

দার্জিলিং আইসা পড়লাম নাকি?

দার্জিলিং আসেন নাই। অনেকদিন পরে এই ঘরে আসছেন তো, সেই জন্য চোখ্যে শরষে ফুলের বদলে সাদা ফুল দেখতেছেন।
নির্জন মামায় ইতালী থাইক্যা ফুঁ মাইরা আমাগোর লাইগ্যা কিছু তুষার পাঠাইয়া দিছে...
ভালো কথা, আপনের দৌড় কি শেষ হইছে ? নাকি জিরাইতে আইলেন !!
 
পুরাতন কিছু শখ মাথাচাড়া দিয়ে উঠেছে
একটু কৈশোর আর তারুন্যে উকি ঝুকি দিচ্ছি
বই পড়ছি, কিনছি, রিপেয়ার করছি, রোদে দিচ্ছি
স্ট্যাম্প অ্যালবামের পাতা উল্টাচ্ছি, একটু সাজানোতে সময় দিচ্ছি
ওয়াকম্যানে ক্যাসেট ঢুকিয়ে ইয়ারফোনের মিউজিকের তালে মাথা দুলাচ্ছি

এগুলো সবই বাড়তি বাহানা
আসল কথা হলো, আমাদের প্রফেশনে ডিসেম্বর খুব টাইট চলতে হয়
টাইটের উপরে আছি

আর কি এক গল্প ধরেছি, শেষই হতে চায় না
কবে হবে, কে জানে?

আাসলে আড্ডা দিতে আসলে একটু ফ্রেশ মাইন্ডে না আসলে মনে হয় সবাইকে ফাকি দিচ্ছি
আর ঐ ফ্রেশ মাইন্ডের সমস্যাটাই মূল সমস্যা হয়ে দাড়িয়েছে।

আমি জানি, প্রথম কথাগুলো ছিলো একেবারেই বাহানা মাত্র...
ইয়ার এন্ডিং কি জিনিষ সেটা আপনার মতো অনুভব করতে না পারলেও কিছুটা ধারনা আছে আমারও...
তবে সেক্ষেত্রে আপনি লেন আর আমি দেন...
অবশ্য দুজনে মিলেই হয় বছর শেষের লেন-দেন !!
 
আলহামদুলিল্লাহ্‌, শুরু করেছি। আশাকরি আগামী ৩/৪ দিনের মধ্যে আশাকরি আলোর মুখ দেখতে শুরু করবে

কাজটা নিঃসন্দেহে অনেক কঠিন।
আপনার অনেক ত্যাগের বিনিময়ে যে আমরা এটা পাবো সেজন্য অগ্রীম কৃতজ্ঞতা জ্ঞাপন করে যাচ্ছি...
যুবি মামার কাছ থেকে হয়তো এই ব্যাপারে কিছুটা সহযোগিতা আপনি পেতে পারেন, যদি ওনার সুযোগ হয়।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top