What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (4 Viewers)

Status
Not open for further replies.
স্বাস্থ্যখাতে এতো বেশী মনোযোগী হলে তো দেশ আবার অন্য কেউ দখল করে নিতে পারে। করোনার মতো মহামারি কিংবা অতিমারি প্রতিদিন আসে না। কিন্তু দেশ দখলের হুমকি প্রতিদিনই থাকে। সেটা প্রত্যক্ষ দখল হউক কিংবা পরোক্ষ। তাই সব দিকই যাতে সমুন্নত আর নিরাপদ রাখা যায় সেরকম একটা ব্যলেন্স রক্ষা করে পলিসি তৈরী করতে হবে।
তবে এটা ঠিক, প্রতিরক্ষার চাইতে এক্ষেত্রে স্বাস্থ্যখাত অগ্রাধিকার পাওয়া উচিৎ...





স্বাস্থ্য মন্ত্রনালয়ের লোকেরা আপনার বদৌলতে এখন একটু টাকার তোষকে ঘুমাবার স্বপ্ন দেখতে পারে। 😐
 
নিজের শারীরিক অবস্থার তেমন একটা উন্নতি হয়নি। এর মাঝে খবর পেলাম গ্রামের ছোটভাই/বন্ধুর বাবা মারা গেছেন। দুটোয় জানাজা। অতএব, জানাজার জন্য এখুনি বেরোতে হচ্ছে...




মহান আল্লাহ্‌ পাক ওনাকে জান্নাত নসীব করুন।
 
কোন জিনিস ভাবির দেখা যায় কিন্তু স্ত্রীর দেখা যায় না? Ans ki hoba?



রবি ঠাকুর হাজির হয়ে গেছে আড্ডা পাড়ায়।


সেদিন কে যেন বলছিল অনেকদিন দেখা হয় না রবির সাথে ??
 
একজনের ব্যাখ্যা পেলাম। এখন বাকিদের অবস্থা কি সেটা জানার অপেক্ষায়...
যদিও আমার অবস্থাও অনেকটা যুবি মামার মতোই। শরীরে বল পচ্ছি না। গতো রাতে শীত ঠেকাতে কম্বলের সাথে কাঁথা সংযুক্ত করতে হয়েছিলো। এখন অবশ্য অনেকটাই সূস্থ্য বোধ করছি। গতো রাতের মতো মাঝ রাতে কি হয় সে ব্যাপারে এখনো কোনো ধারনা পাচ্ছি না !




শীতের কাঁপুনিতে মঙ্গলবার রাতে আমার ঘুম ভেঙ্গে গেল।
মনে হল অনেক জ্বর গায়ে। সকালে দেখলাম গায়ে অল্প জ্বর।
আল্লাহর রহমতে আজ সম্পূর্ণ সুস্থই আছি। সুবহান আল্লাহ্‌।
 
দুটো দিন বিশ্রাম পেলে হয়তো কিছুটা ভালো হতো, কিন্তু উপায় হোসেন মারা গেছেন




বাংলাদেশে উপায় হোসেনের মারা যাবার কোন উপায় নেই।
কোরামিন প্রয়োগ করেন।
লাফ দিয়ে কবর থেকে বার হয়ে আসবে।
 
আমার তরফ থেকেও অভিনন্দন রইলো, মামা।



রোজ রোজ একজনকে খুচরা অভিনন্দন জানাতে আর ভাল লাগেনা।
হ্যাপি নিউ ইয়ারের দিনে একবারে হাফ মিলিয়নের অভিনন্দন জানাব।
 
শীতের কাঁপুনিতে মঙ্গলবার রাতে আমার ঘুম ভেঙ্গে গেল।
মনে হল অনেক জ্বর গায়ে। সকালে দেখলাম গায়ে অল্প জ্বর।
আল্লাহর রহমতে আজ সম্পূর্ণ সুস্থই আছি। সুবহান আল্লাহ্‌।
oenk valo khobor onek valo thakan
 
অসভ্যতাই জীবনকে উপভোগ করার চাবিকাঠি।
আসসালামু আলাইকুম
কেমন আছেন মামা?
খুব প্যারার মধ্যে ছিলেন নাকি
গতকাল আপনার এলাকায় গিয়েছিলাম। কিন্তু কাজের চাপে আর দৌড়ের উপর অফিসে ফিরতে হয়েছিলো বিধায় আর ফোন দেইনি। আশাকরি রবিবারে আবার যাবো, সুযোগ হলে ফোনাবো ইনশাআল্লাহ
 
অবহেলা করছিনা, আবার খুব বেশী সিরিয়াসও নই। দিনেরবেলা তুলনামুলক ভালো বোধ করি বিধায় দূর্বলতা ছাড়া অন্য সব বিষয়ে ততোটা মনোযোগ দেই না। কিন্তু সমস্যা হয় রাতের বেলা। কম্বল লাগে এই গরমেও, সেই সাথে খুলে যায় ব্যথা বেদনার সব দ্বার...




গরম সেঁক দরকার।
আরেকটা মেশিন লিজ নিয়ে নেন।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top