দুরের মানুষের খবর পেতে পেতে এখন কাছের মানুষদের করোনা আক্রান্তের খবর আসা শুরু হয়েছে। স্কুলের বন্ধুদের মধ্যে একজন ডাক্তার আর ভার্সিটির সবচেয়ে কাছের বন্ধুর করোনা পজিটিভ খবর পেলাম কালকে।
মাঝে মধ্যে এরকম কিছু খবরে আতঙ্কটা আবার নিজের মাঝে ভর করে। এক হিসাবে এই ধরনের খবর প্রচারেও স্বার্থকতা আছে। অন্তত কিছু মানুষ নতুন করে সাবধানতা অবলম্বন করার প্রয়াস পাবে। আর যারা আগে থেকেই সাবধান আছে, তাদের সাবধানতার মাত্রা বেড়ে যাবে... দোয়া করি, আল্লাহ যেনো আপনার বন্ধু দ্বয়কে সূস্থ্যতা দান করেন !
তবুও তো আপনার অফিসের ক'জনা জানতে পারছে যে তারা করোনা পজেটিভ। এটা তাদের জন্য একটা ভাল সুযোগ ! কিন্তু একবার ভাবুন, করোনা আক্রান্ত বেশীরভাগ লোকের ভাগ্যেই সেটা জানার সুযোগ মিলতেছে না। তারা কি অবস্থায় আছে ? আর তাদের মাধ্যমে গোটা দেশের অবস্থা কোথায় চলে যাচ্ছে... এটাই আমাদের দেশের আগাম ব্যবস্থাগ্রহণের উৎকৃস্ট নমুনা ! আমাদের সময় মতো সব কিছুর সঠিক ব্যবস্থা গ্রহণে সক্ষমতা ছিলো বলেই না আজ আমরা করোনা প্রতিরোধে এতোটা এগিয়ে যেতে পারছি...