অবশ্যই, আমার দূর সম্পর্কের এক আত্মীয় (তেমন আত্মীয়তা নেই তাদের সাথে) করোনা থেকে সুস্থ হল কয়দিন আগে যে কিনা একজন কিডনি রুগী গত দুই দশক যাবৎ! একজন রুগীর কাছেও কোভিড-১৯ হার মেনে গেলো এখন.............
বুঝালাম কি আবার? সে একজন কিডনির রুগী যার কোভিড-১৯ ধরা পড়েছিল কিন্তু সে করোনা থেকে সুস্থ হয়েছে বলে জানছি দুদিন আগে. যতদূর জানা যায় যে এই করোনা নিজে নিজে আঘাতটা করেনা, করে অন্য কোনো একটা রোগের উপরে দাঁড়িয়ে যেমন কারো হয়তোবা উচ্ছ রক্তচাপ আছে কিংবা লিভার কিডনিতে সমস্যা আছে কিংবা এজমা আছে এমন রুগীর ক্ষেত্রে এই রোগটা কাল হয়ে দাঁড়ায়.............