What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (6 Viewers)

Status
Not open for further replies.
একসময় মধপ্রাচ্যে থাকার কারণে পাকিস্তানী মহিলাদের কে চোখের সামনে দেখেছি (অনেক পরিবারের সাথে আমাদের ভালো পরিচয়ও ছিল) তাদেরকে দেখলে আপনি কনফিউসড হয়ে যাবেন যে এরা কি এশিয়ান না ইউরোপীয়! বুরখা ঠিকই পরিধান করে কিন্তু এতটাই আঁটোসাঁটো যে অঙ্গপ্রতঙ্গের পরিমাপ অনায়াসে করতে পারতেন আপনি..........
পাকিস্তানীরা হয়তো পথপ্রদর্শক, এখন সবাই ঐরকম বোরকা পরিধান করে।
আর শুনেছি, বোরকার নিচে অনেকেই নাকি শুধু অন্তর্বাস ছাড়া তেমন একটা কিছু পড়তে চায় না ! ঐ বোরকাটাকে জামা হিসাবে ব্যবহার করে...
 
আপনের অফিসের ঘর তো কাঁচের দেয়াল দিয়া ঘেরা।
শুনছি করোনা নাকি কাঁচের দেয়ালের ওপাশ থাইক্যা করুণ চোখে শিকারের দিকে খালি চাইয়া থাকে, ছুঁইতে পারে না !

নারে মামা, সেন্ট্রাল এসি ব্যাপারটা অনেক ভয়াবহ
 
ঘুমান, Good Night, Sleep Tight...

এইটা @Yuvrajj মামার ২০০০০০ তম পোস্ট...

শুধু তাই না Yuvrajj মামা ফোরামে ১০০২টি থ্রেড পোস্ট করেছেন...

অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন মামা...

সবার জন্য একটু পিছনের গীত গাইঃ

@choto79 মামা একদিন যুবি মামাকে প্রশ্ন করলেন 'আপনি এত তারাতারি এত থ্রেড ও পোস্ট করেন কিভাবে?'...

আমি কমেন্ট করলাম 'আমারও জানার কৌতুহল অনেক দিনের'...

তারপর দেখেনঃ










এর মধ্যে @arn43 মামা, @dipu মামা মতামত দিলেন যুবি মামা মে মাস শেষ হবার আগেই দুই লাখ পোস্ট পুরা করে ফেলবেন...







মে মাস শেষ হতে পুরা একদিন বাকি, যুবি মামা এখন ২০০০০০ পোস্টের মাইলফলকের উপরে সুখনিদ্রায় আছেন...

Do I need to mention যুবি মামা ফোরামের একমাত্র দুই লাখি বান্দা

Simply Outstanding and Unbelievable...
চমৎকার পোস্টমর্টেম !
যাকে আমরা গ্রামের ভাষায় টিয়া তদন্ত কইয়া থাকি...
 
নারে মামা, সেন্ট্রাল এসি ব্যাপারটা অনেক ভয়াবহ
মেরেছে তো ঐ জায়গায়ই...
এসিতে জীবাণুনাশক কিছু একটা ব্যবহারের ব্যবস্থা করা যায় কিনা দেখেন !
এতে যদি করোনার চোখ রাঙ্গানী কিছুটা কমে...
 
জন্মের পর থেকে আমিও শাড়ী পরা অবস্থায় মা-বোন কে দেখে এসেছি, এখন আমার ঘরণীকে দেখি। আমার মার বয়স ৬৫+, শাড়ী পরে ফোড় দিয়ে। আপনার সামনে আসলে বলতে পারবেন না যে অশালীন, বোনের তাই। তারপরেও তারা দুজনই বাইরে যাবার সময় বোরখা পরে বের হয়। নামাজ পড়ার সময় মাথায় হিজাব পরে নেয়, অবশ্যই হাতে বানানো যেটা মাথার উপর থেকে পরলে হাত পর্যন্ত ঢেকে যায় শুধু মুখ বের হয়ে থাকে।
আর পরিবারের কথা যদি বলি তিনি শাড়ীতে ২৩টা সেফটিপিন না পরলে নাকি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আর কিছু কমু?
আসলে শালীনতা সম্পূর্ণ নিজের বেপার, কোন মেয়ে যদি চায় তো ঠিকই শালীনতা বজায় রাখতে পারে।
কথা ঠিক।
বোরকার প্রচলন শুরু হয়েছিলো পর্দা প্রথাকে সহজ করার জন্য। তখনকার দিনের সেই বোরকাতে সেটা হতোও খুব চমৎকারভাবে। ছোট বেলায় দেখেছিলাম, দাদী নানীদের সেই বোরকা কি জিনিষ ! মুখ সহ সমস্ত দেহ ঢিলেঢালা কালো আলখেল্লায় ঢাকা শুধু চোখ দুটো বরাবর সামান্য দুটো ছিদ্র... তার উপর আবার অনেকে একটা চাদর জড়িয়ে নিতেন আব্রু রক্ষার বাড়তি তাগিদে। সেই বোরকার কালক্রমে এহেন অধঃপতনে মাঝে মধ্যেই হতাশা বোধ করি। ওরকম কড়াকড়ি টাইপের বোরকা এখন আশা না করলেও বোরকা ছাড়া শুধু জামা পড়লেও যেটুকু শালীনতা বজায় থাকতো সেরকম বোরকা প্রত্যাশা ছিলো না। এযেনো বোরকা নয়, নিজেকে মেলে ধরার নতুন এক কৌশল !
 
নাহ, আমি এর আগেও এখানে জানিয়েছিলাম যে আমি খুব ছোট বেলা থেকেই লুঙ্গি পড়িনা।
সব শেষ কবে লুঙ্গী পড়েছিলেন সেটা কি মনে আছে, মামা ?
তখন আপনার বয়স কতো ছিলো ?
 
শুনছি ডাবল স্যান্ডেল চুরি করলে পার্টি দেয়া লাগে।
তা কই আওয়াজ পাচ্ছি না।
আপনে তো আছেন আওয়াজের তালে, এদিকে আমি শুধু গন্ধ শুঁকে বেড়াচ্ছি...
 
মামা গুরুজন তো, নির্জলা সত্য অমন করে বলতে নেই খোকা... :ROFLMAO:
এই ফাঁকে যে গুরুজনের ধ্বজা উড়ে গেলো সে খবর কি আছে !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top