What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (11 Viewers)

Status
Not open for further replies.
এই রাতে আ‌মি সবসময় নামাজ, জি‌কির আর দোয়া কালাম প‌ড়ে কাটাই।
সুবহান আল্লাহ !
জেনে ভালো লাগলো, মামা !
আমি খুব বেশী একটা করতে পারি নাই।
স্বাভাবিকের চাইতে একটু বেশী করেছিলাম মাত্র...
 
আপ‌নে যে এ‌তো অবলা নারী তা‌তো আ‌গে জানতাম না।
এইযে এইযে...
আবারো আমার লিঙ্গ নিয়ে টানাটানি করার চেস্টা করছে দীপু মামা !!
 
আসসালামুয়ালাইকুম।
আশা করি ভালো আছেন সবাই।

আজকে একটা প্রস্তাবনা নিয়ে হাজির হলাম।
পাখী মামা রাজি থাকলে দীপু মামা একশন নিবেন।
গতকাল দুঃখপাখী মামার নাম মনে হওয়ার সময় মনে হল নামটা ঠিক মানাচ্ছে না।
ছোটপাখী হলে বেশ মানাতো।
সবার কি মত!!




হুম, ব্যাপার টা খুব ভাল, কিন্তু মামা
"ছোট ভাই" ওরফে ছোটম
"ছত৭৯" ওরফে ছোট মামা
এরপর সেই তালিকায় নতুন আগমন " ছোট পাখি"

ব্যাপার টা খুবি মজাদার দিকে যাচ্ছে কিন্তু।
 
তারপরেও লোকেরা আঁচার বানাবেই।
এবং তারপরে হাতের সেই ইমো পোস্ট করে দিবে...
শত হলেও আঁচার বানিয়ে হোম মিনিস্টারের প্রিয়ভাজন হবার সুযোগটা কেউ হাতছাড়া করতে চাবে না !

আত্মনিবেদনের সেই ইতিহাসে মনি মামা ও পাখি মামার নাম অগ্রদূত (পাইওনিয়ার) হিসাবে প্লাটিনাম অক্ষরে লেখা থাকবে...
 
আর সেইটা হইতে পারলেই তো ছোটম মামার শেষের শব্দটা হইয়া যাওনের সুযোগ পাইয়া যাইবেন !

আমার আর সুযোগ কই...
ঐটার বুকিং নাকি আপনে আগেই দিয়া দিছেন...
 
রোজার দিন বইল্যা না হয় আপাতত থাক কইছেন।
তয় রোজার রাইতে কইলাম সেই থাকটা না কইলেও পারবেন।
কারন রোজা শুধু দিনে রাখা হয়, রাতে নয় !!

ঠিকাছে, তাইলে ইফতারির পর থেইকা সেহেরী পর্যন্ত চালু রাখেন...
 
শরবতে যদি চিনিই মিশাইয়া দিলেন, তবে সেইটা আর ফিল্টারিং কইরাই কি হইবো !!

চিনি ফিল্টারিং কইরা আপনার জন্য চিনি ছাড়া লেবুর শরবত, চিনি লাভারদের জন্য চিনি সহ লেবুর শরবত সরবরাহ করা যাইতে পারে...
 
যারা সেরে উঠেছে তাদের যে কোনো রোগ ছিলোনা এতটা নিশ্চিত কিভাবে আপনি? তারা কি আপনাকে এসে বলেছে যে "আমার কিন্তু ডায়বেটিস ছিলোনা"? কভিড ভাইরাসের যেমন গতিসীমা অনেক ক্ষেত্রেই পাল্টে গেছে তেমনই এটা দুর্বলও হয়ে পড়েছে যার কারণে মানুষ মারা গেলেও বেশিরভাগই সেরে উঠছে, নাহলে সেদিন শতবর্ষীয় এক বৃদ্ধা কিভাবে দু সপ্তাহ পর সেরে উঠলেন? সেক্ষেত্রে অবশ্যই মনের জোরও লাগবে সাথে.

খুবই চমৎকার বলেছেন, মামা।
মনে সাহস সঞ্চারের জন্য খুবই উপযুক্ত। যারা কোভিড থেকে সেরে উঠেছে তারা কেউ বলে যাইনি যে তাদের ডায়াবেটিস ছিলো না। তবে একথাও সত্য যে এই ব্যাপারে যারা অহর্নিশি সতর্কতা জারী করছেন, তারা কিন্তু নিয়মিতই বলে যাচ্ছে, ডায়াবেটিস সহ এই ধরনের ব্যাধী যাদের আগে থেকেই আছে, তারা সবথেকে বেশী মৃত্যু ঝঁকিতে আছেন !!
আর সেই থেকেই মানসিকভাবে পেরেশানীতে আছি, মামা।
তবে আপনার এই বক্তব্যে মনে বেশ কিছুটা বল পেলাম...
আপনাকে ধন্যবাদ, মামা।

চমৎকার আশাব্যঞ্জক কথা, ভালো লাগা...

আল্লাহ সকলকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আমিন...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top