What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (4 Viewers)

Status
Not open for further replies.
ফি-আমানিল্লাহ !
দোয়া জারি আছে, মামা !
যেটা ভালো হতো সেটা করা সম্ভব কিনা জানি না ! অফিস থেকে বাসায় ঢুকার আগে যদি একবার করোনা পরীক্ষা করে নিতে পারতেন, তবে অনেক ভালো হতো। আর এর জন্য গণস্বাস্থ্যের কিটটা যে কতো জরুরী ছিলো সেটা এখন খুব করে অনুভব করছি...

শোকরিয়া মামা...

দেখি কি করা যায়...

একমত...
 
রোজার দিনতো কিছু কইতে পারছি না

অন্য সময় হলে বলতাম, একটু থু... দিয়ে নিয়েন পিছলা হবে।

ফোরামের মনেহয় কস্ট হয়ে যাচ্ছে, এতোজন কে হ্যান্ডেল করা।

মেলাই কয়া ফালাইছেন, রোজার দিন, আপাততঃ থাক... ;)
 
আড্ডার থ্রেডে পোস্ট লিখে সাবমিট করার পর বেশ কিছুক্ষণ লাগছে কমপ্লিট হতে। তাছাড়া সব কিছু ঠিকঠাক মতোই চলছে।
যদিও মেলাদিন হয় আমি আর অন্য কোনো থ্রেডে যাচ্ছিই না !!

আমিও সেটাই বলছিলাম মামা...
 
এক ইমাম সাহেবেৱ মেয়েকে বিয়ে কৱতে আসছে তিনজন পাত্ৰ ।ইমাম সাহেব এক এক কৱে তিন জনেৱ ইন্টাৱভিউ নিচ্ছেন।
প্ৰথম জনকে নাম জিঞ্জাসা কৱা হলো,সে তাৱ নাম বললো ইবৱাহীম।
তখন ইমাম সাহেব তাকে সুৱা ইবৱাহীম পাঠ কৱতে বললেন। সে সুৱা ইবৱাহীম পাঠ কৱে শুনালো।
তাৱপৱ দ্বিতীয় জনকে তাৱ নাম জিজ্ঞাসা কৱা হলে তাৱ নাম বললো ইউনুস ।তখন ইমাম সাহেব তাকে সুৱা ইউনুস পাঠ কৱে শুনাতে বললেন। সে সুৱা ইউনুস পাঠ কৱে শুনালো।
তাৱপৱ তৃতীয় জনকে তাৱ নাম জিজ্ঞাসা কৱতে সে আমতা আমতা কৱে বললো " জ্বী আমাৱ নাম ইয়াসীন, কিন্তু সবাই আমাকে ইখলাস বলে ডাকে"।

সহজ বুদ্ধি...
বেশ মজার...
 
হা হা হা, হাতের ফোস্কার মতো এটারও ইমো হবে নাকি মামা... 😜
হলে মন্দ হতো না !
তবে তার আগে হাতের ইমোটা প্রকাশ হওয়া উচিৎ !!
 
আজকের আক্রান্তের স্নগখ্যায় তার কিছুটা প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে...
১৬০২ জন...

প্রতিদিনই সংখ্যা গুলি বাড়ছে...:oops:
 
আসসালামুয়ালাইকুম।
আশা করি ভালো আছেন সবাই।
আমি ... 😒
গত পরশুদিন ব্যাঙ্কে গিয়েছিলাম।
বিদ্যুৎ আর পানির বিল জমা দিলাম।
আসার পথে ফুতপাতের বাজারে কাঁচা আম দেখতে পেলাম।
আচার বানানোর জন্য বড়ই চমৎকার।
লোভ লেগে গেল।
কিনে ফেললাম ১০ কেজি কোন কিছু না ভেবেই।
ভাবলাম বৌ খুব খুশী হবে।
কিন্তু আম দেখে বৌ এর মুখ থমথমে হয়ে গেল সমস্যা একটা করে ফেলেছি বুঝে ভয়ে ওখান থেকে সরে পড়লাম।
কিন্তু এর পরিনতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তখনও বিন্দুমাত্র অনুমান করতে পারিনি। 😔

গত দুই দিন ধরে সেই আম ছেলা 😢, আচারের সাইজে টুকরো করা, রোদে শুখানো, আচার বানানোর জন্য বাগার দেওয়া সব করছি। হাতে ফোস্কা পড়ে গেছে কিন্তু টুঁ শব্দ করতে পারছি না। 😭
এখনও পাঁচ কেজি আম বাগার দেওয়া বাকি। আগামীকাল ... 🤧
দোয়া করেন সবাই।
আর বাইরে থেকে কিছু কেনার আগে একটু ভেবেচিন্তে কাজ করেবেন।
ভালো থাকবেন সবাই দোয়া করি।
সময় মতো সাবধান করার জন্য মামাকে অনেক ধন্যবাদ !
আম কিনতে হয়নি। গাছ থেকে কাল বেশ অনেকগুলো আম পাড়িয়েছিলাম। এক ভাড়াতিয়া খুব আগ্রহ ভরে দেখে দেখে আঁচারের উপযুক্ত আম বাছাই করে একটা একটা করে পেড়েছে। ভাবছি সকাল থেকে সেই আম বিলি করতে লেগে যাবো। গিন্নীকে জানিয়ে দিতে হবে, এবৎসর করোনার প্রকোপের কারনে আর আঁচার বানাতে হবে না... তাতে সার্বিক ক্ষতির সম্ভাবনা আছে !!
 
প্রতিদিনই সংখ্যা গুলি বাড়ছে...:oops:
সংখ্যা তো বেড়েই আছে। শুধু টেস্ট বাড়ালেই সেটা ধরা পরবে...
কালই যদি টেস্টের পরিমান ডাবল করা হয়, দেখা যাবে আক্রান্তের সংখ্যাও ডাবল হয়ে গেছে !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top