What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (15 Viewers)

Status
Not open for further replies.
ki kamla mama , bole felun sune dekhi korar moto hole dilam kamla :)
মামা, চলে আসেন। আমরা তো বসেই আছি আড্ডা দেয়ার জন্য।
আর যদি বোর লাগে তাইলে আমার সাথে কামলা দিতে পারেন। মজুরি ছাড়া।
 
এপয়েন্টমেন্ট নেয়া হয়েছে।
রবিবার সকাল ৯টায়...
সবাই সুস্থ থাক, ভাল থাক।

অল্প লবণ দিয়ে ভিজালেও তো পারেন।
পরে না হয় ছোলার সাথে লবন মিশিয়ে খাবেন !
যেভাবে খুশি সেভাবেই খাওয়া যায়, খেতে পারেন।

গোরস্থান আর শ্মশানের হিসাবের সাথে নাকি তাদের হিসাবের গড়মিল প্রায় আধাআধি...
যমুনার নিউজে বিষয়টা উঠে এসেছে...
কি সঠিক কি ভুল কিছুই বুঝা যায় না।

জেনে ভালো লাগলো মামা...

আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি...
শুনে ভাল লাগল, সবাই ভাল থাকুক।

ভালো লাগা মামু জান...

আল্লাহ তায়ালা যেন এই জঘন্য জিনিসটা থেকে আমাদের সবাইকে, বাংলাদেশের মানুষকে ও পৃথিবীর সকলকে হেফাজত করেন...
সকলে সুস্থ থাক, ভাল থাক।

সেজন্যই বলেছিলাম, অল্প করে যদি কেউ খেতে চায়, সেক্ষেত্রেই ওই পদ্ধতিতে খেতে পারেন। আর সেটা যারা অনিয়মিত খায় শুধু তাদের জন্য !!
যেকোন নিয়মেই খাওয়া যায়, খেতে পারেন।

আমাদের মাঝে মধ্যেই বের হতে হয়।
কিছু করার নেই।
ঐযে দীপু মামা বলেছিলেন, "উপায় নেই, গোলাম হোসেন " অনেকটা সেরকম অবস্থা !!
হুম, তারপরও যত কম বের হওয়া যায়।

সূস্থ্যতার সংখ্যা নিয়েও অনেকের সন্দেহ আছে।
আমরা পরিস্থিতি যেন দ্রুত ভাল হয়।

সংখ্যা বেড়েই চলেছে কিন্তু আশার বিষয় যে সুস্থও অনেক............
আমরা সবাই সেই টাই চাই, অবস্থা যেন দ্রুত স্বাভাবিক হয়।

দুপুরে একটু বার হয়েছিলাম বাজার করার জন্য। ফিরার সময় ঝুম বৃষ্টি।
অনেকটাই ভিজলাম।
ভালো লাগলো খুব।
আমারও বৃষ্টিততে ভিজতে খুব ভাল লাগে।

আমি বেরই হই না
বাজার করতেও না

পুরাই স্টে অ্যট হোম
সেটাই যত বেশী ঘরে থাকা যায় আরকি।

না। ডিম ওয়ালা বলেছেন, আন্ডা মে মাসের দশ তারখে দিলেই চলবে (বইলেন না, মে মাস গেছেগা, সামনেও তো আছে!)
ডিম বড় অদ্ভুদ জিনিস।

না। ডিম ওয়ালা বলেছেন, আন্ডা মে মাসের দশ তারখে দিলেই চলবে (বইলেন না, মে মাস গেছেগা, সামনেও তো আছে!)
ডিম বড় অদ্ভুদ জিনিস।

কয়েকদিন পরেই এই সা... ঝামেলা করে
ঝামেলা লেগেই থাকে। ঝামেলা আর ঝামেলা।

@prinanad দাদার সাথে অনেকক্ষণ কথা বললাম। উনাদের ওখানের অবস্থা বড়ই করুন। ঘর থেকে বের হওয়া বা ব্যবসা প্রতিষ্ঠান খোলার মতো অবস্থায় উনি আসলে নাই।
কবে যে সব স্বাভাবিক হবে কে জানে?

আমরা সবাই রাজা ...................
আমাদের এই রাজার রাজত্বে,,,,,

রোজার পর পরই ঠিক হয়ে যাবে :)
আমরাও সেই আশায়। যেন সব তারাতারি ঠিক হয়।

সবাই কে নমস্কার জানাই🙏🙏

আমি কোনো গল্প পড়তে পারছি না..
আড্ডা দিতে থাকেন, পরে ঠিকই পেরে যাবেন।

এইটাও একটা চিন্তার বিষয় বটে।
কিসব চিন্তা আসে মাথায়।

এইটাও একটা চিন্তার বিষয় বটে।
কিসব চিন্তা আসে মাথায়।

জি না, ইস, আমি কি গার্মেন্টেসে আছি নাকি?
গার্মেন্টস এর যে কি অবস্থা?

কোন সমস্যা নাই, সময় সুযোগ মতো ডিম সহ আন্ডা দিয়া দিয়েন।
হুম, ভাল পরামর্শ দিছেন। আমি সহমত।

দেবদূতের মেশিন কি আপনে দেখছেন নাকি?
ইস, দেবদূতের মেশিন যদি দেখা যেত।

ক্যান, আইডিএম-এর ক্র্যাক ভার্সনতো নেটে অহরহ পাওয়া যায়।
ঠিক বলছেন, আমি একমত।

ঠিক তাই, বেচারা বেহুদাই ডরায়।
ভয় নাই, ওরে ভয় নাই। ক্ষয় নাই তার ক্ষয় নাই।

পুরোনো সে দিনের কথা ভুলবে কেরে হায়............
সেকি ভুলা যায়, সেকি ভুলা যায়।

জি জি মামু, শুরু করেন...........
শুরু করেন সাহস কইরা। সাহসই লক্ষী।

সব জায়গায়ই একই হাল মামা।
কি যে একটা বাজে অবস্থা।

আপনে কি শুরু করতে চাইলেন?
আবার অপেখ্যাতেও আচেন!

বোঝা যাচ্ছে আপনার কোষ্ঠ কাঠিন্য আছে, একটু ঝেড়ে কাশেন উপকার পাবেন।
তাড়াতাড়ি ডাক্তার দেখান। দেরী করার দরকার নাই।

একবার youtube ঘেটে দেখে নেন না
ঠিক বলছেন অথবা একটু গুগল।

আফসোস করেন :rolleyes:
আফসোস, আহারে আফসোস কিযে আফসোস।

মাইর আর ঠুয়ার পার্থক্য হইল গিয়া
আফসোস আর আক্ষেপের মধ্যে পার্থক্যের মত

না কি কন? মামুরা?
আমরাও ওইটাই কই মামু।

মাইর আর ঠুয়ার পার্থক্য হইল গিয়া
আফসোস আর আক্ষেপের মধ্যে পার্থক্যের মত

না কি কন? মামুরা?
আমরাও ওইটাই কই মামু।

এখন আইছে বালুডিও শেষ করতে
বালু উড়াইলে ধোয়া হবে ধোয়া।

আজ দুইদিন অতিরিক্ত গরম :(
গরমের পরেই আসে ঠান্ডা বৃষ্টিপাতের মাধ্যমে।

সকলের সেহেরী খাওয়া শেষ হয়েছে নাকি???
সেই ভোরেই শেষ, তবেই শেষ।

যখন ছাত্তার আছিলাম, এইডা আছিল আমাগের তখনকার রুটিন।
হয় ছিঃনেমা নয়তো ইন্টারন্যাশনাল ব্রিজ।
পুরোনো সেই দিনের কথা কেবল মনে পরে।

এতো সকালেই সেহরী খাওয়া শেষ করে ফেলেছেন।
সকাল সকাল কাজ করাই ভাল।

জি জি মামু, অনেক আগেই. দেশে এখন সাড়ে ৫টা বাজে........
অনেক আগেই, অনেক আগেই।

তাহলে আপনাকে পরামর্শ দেব যে
ছবিগুলো অবশ্যই দেখেন. youtube এ সেখানে ইংলিশ ক্যাপশন সহ দেয়া আছে এবং রেসল্যুশনও বেশ ভালো.......
ভাল পরামর্শ, ভাল পরামর্শ।

না হইলে আপনে ১০ জনেরে ঠেকাইবেন কেমনে! :rolleyes:
সে যে একাই একশ। ঠিক কিনা।

জি মামু, আমি ইতিহাস তথা বাংলার শেষ নবাবের ব্যাপারে অত্যাধিক আগ্রহী...........
আমরাও অধিক আগ্রহে অপেক্ষমাণ।

হুম মামা, জীবন্ত বটে, সেইটা টের পাইছি।
কিন্তু পরেরটা এখনো খুইজা পাইনাই।
পাওয়া যাবে তবে একটু সময় লাগবে।

আপনার খুজার দরকার কি?
আর্ন মামাকে বিশ্বাস করেন না?
বিশ্বাসইই সব, একটু অপেক্ষা করেন।

ঠিক ধরেছেন !
রোজার শেষের দিকে এমনিতেই বেশ ক্লান্তি এসে যায়। তার সাথে যদি ঘুমের অভাবটা ভাল মতোন পেয়ে বসে...
বিশেষ করে রাতে বেশী ক্লান্ত লাগে।

কবি যদিও বালু উড়াইতে বলেন নাই তও দেখা যাইতে পারে পরে 🤠
উড়ান তয় কম কইরা নয়তো খালি ধুলা উরবো।

তেমন মাইয়া পাইলোই বা কই! o_O
বহুত খুজছে নিশ্চই, তাই নয় কি?

আর কয়টা দিন যাইতে দ্যান।
তখন দেখবেন মনে হইবো, সেহরী না খাইয়াও রোজা রাখতে রাজি আছি, মাগার ঘুমটা ঘুমাইয়া লই...
ঘুম বেশি যার তার একটু কষ্ট আরকি।

বলেন কি মামু! আফসোসের কি শেষ আছে নাকি? বাস্তব কথা হল - কেউ সুখী নয়
সবাই সুখি হতে চায়, কেউ পারে আর কেউ পারে না।

সাবধানে থাকা এখন সবথেকে জরুরী। আমার এক পরিচিত যার পরিবারের ৪ জনের মধ্যে ১ জনের হয়েছে সেটা সে নিজেও জানতে পারে নি এবং কোন উপসর্গ দেখা দেয় নি। ভাগ্যক্রমে উনি সুস্থ হয়ে গেছেন।
সামনে অবস্থা আরো খারাপ হবে, তাই এখন বেচে থাকাটাই মূল সংগ্রাম।
যতটা বেশি সামাজিক দুরত্ব বজায় রাখা যায়।

মামা আপনি আল্লাহর রহমতে অনেক সুখী। আমি চেষ্টা করছি কিন্তু মনের খুঁত খুতি সবসময় পীড়া দিচ্ছে। ঘুমেও প্রচুর সমস্যা হচ্ছে। 😣
সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে।

আছি একরকম. দেশে রেকর্ড সংখক আক্রান্তের সংখ্যা ১৫০০০ ছাড়িয়ে গেলো 😟
এটা বেশ চিন্তার বিষয়। তাই তো।

আলহামদুলিল্লাহ্‌।
আল্লাহ্‌ ওনাকে যতদিন হায়াত দিয়েছেন ততদিন সুস্থ্য রাখুন এই দোয়া করি।
আমরা সবাই তার সুস্থতা কামনা করি।
 
Vuze তো শুধুমাত্র টরেন্ট থেকে ডাউনলোড করার জন্য।
টরেন্ট ছাড়া অন্যান্য ডাউনলোড আপনি কি দিয়ে করেন ?
আমার বহু ব্যবহার vuze এই হয়। আমি সাধারনত টরেন্ট সার্চ করি তাও ভুজ দিয়ে।
To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.
 
ঠিক ! তাদেরকে টার্গেট করা হয়নি।
তবে আমাদের নিয়মিত এমন অনেকেই আছেন যাদেরকে টার্গেট করলে আরো ভালো হতো...
আপনি এড করে নেন, সমস্যা তো দেখছি না। তবে এড করার আগে আপনি অবশ্যই তাদের উদ্দেশ্যে কিছু বলে নিবেন যেন তারা তার গুরুত্ব অনুধাবন করতে পারেন এবং আমাদের অপু মামার মত সাড়া দেন।
 
আমার ভেজার কোনো ইচ্ছেই ছিলো না।
তবুও ভিজে একেবারে জুবু জুবু হয়ে গিয়েছিলাম !
ইস, ছোটম মামায় বিশাল একটা মিস করলো, ফুটু খিচতে।
 
ভালো লাগা মামু জান...

আল্লাহ তায়ালা যেন এই জঘন্য জিনিসটা থেকে আমাদের সবাইকে, বাংলাদেশের মানুষকে ও পৃথিবীর সকলকে হেফাজত করেন...
আমিন, তবে মনে হয় আমরা নিজেরাই নিজেদেরকে প্রতিদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top