What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (12 Viewers)

Status
Not open for further replies.
সে জন্যই আর দিচ্ছি না !
পাখি মামা নাকি আওয়াজ ছাড়া দিবে, ওনার জন্য ছেড়ে দিলাম !
ঝাঁপ দেওয়া যে পাখির ধর্ম নয় সেটা কি আপনি ভুলে গেছেন!! পাখির ধর্ম উড়াল দেওয়া
 
উদ্ধারকৃত গুপ্তধন হাতে হাতে কুয়ার মাথা পর্যন্ত আসতে যত জন লাগবে। 🙃
আমি চিন্তা করতেছি, সেক্ষেত্রে আলু মামার দশাটা কি হইবো !
 
ঝাঁপ দেওয়া যে পাখির ধর্ম নয় সেটা কি আপনি ভুলে গেছেন!! পাখির ধর্ম উড়াল দেওয়া
কে বলছে আপনেরে যে পাখিরা খালি উপরের দিকে উড়েই !
বেশি উপরে উঠে গেলে পাখিরা তখন আকাশ থেকে মাটির দিকে ড্রাইভ দ্যায় !
সে এক চমৎকার দৃশ্য ! ডানা দুটো শারীরের সাথে চেপে ধরে শোঁ শোঁ করে নেমে আসে নিচের দিকে। সে ঝাপ দেয়া দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার !!
 
মানে পানিও উড়াইতে হবে এইতো..............
আপনি যেহেতু উড়ানোতে পটু তাই সেটা আপনার জন্য বেশ ভালো একটা অভিজ্ঞতাই হবে
 
এপ থেকে এক্সিট করে পুনরায় প্রবেশে আইডিতে নতুন করে লগইন দিলাম, ধন্যবাদ আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ.....
এপ ?
কোন এপের কথা বলেছেন, মামা ?
 
আপনি যেহেতু উড়ানোতে পটু তাই সেটা আপনার জন্য বেশ ভালো একটা অভিজ্ঞতাই হবে
এজন্যই আলু মামাকে সবার আগে কুয়োতে ঝাপ দেয়া লগবে...
 
একটু তথ্য শেয়ার করিঃ

আপনারা জানেন কি গণস্বাস্থ্যের টেস্টিং কিট নাটকের নেপথ্যের কাহিনি। যদি না জানেন তাহলে পড়েন-

গণস্বাস্থ্যের কিট নেয়নি ওষুধ প্রশাসন, জাফরুল্লাহ চৌধুরীর ক্ষোভ প্রকাশ কিংবা সরকারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি নতুবা গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে সরকারের কোনও প্রতিনিধি আসেননি!

আমি ভাই অতোসব নাটক বুঝিনা, সরকার কেনো আসেনি তার কারণ খোঁজার চেষ্টায় আছি,

০৮ই মার্চ, ২০২০ 'মেজরের বাঁশির ফুঁ-তেই সবাই ঝাঁপিয়ে পড়েছিল: জাফরুল্লাহ'_Risingbd

তিনি বলেছিলেন, ‘৭ মার্চ ও ২৭ মার্চের ঘোষণার মধ্যে খুব বেশি ফারাক নেই। প্রধানমন্ত্রী একটা ভুল কথা বলেছেন। তিনি বলেছেন, কোনও মেজরের বাঁশির ফুঁ দিয়ে স্বাধীনতা হয় না। অথচ ওই সময় সেই বাঁশির ফুঁটাই গুরুত্বপূর্ণ ছিল। যেমন ৭ই মার্চ সবাইকে আকর্ষিত করেছিল। তেমনি সেই সময়ে দেশবাসী অপেক্ষা করেছিল, কোনও মেজরের বাঁশির ফুঁয়ের।’

১জানুয়ারি২০ 'বিএনপিকে ক্ষমতায় আসার উপায় বলে দিলেন ডা. জাফরউল্লাহ'_যুগান্তর

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘বিএনপির এক লাখ লোক জামিনে আছে। তাদের ডাক দেন, তারা দুদিনের জন্য হাইকোর্টের সামনের প্রাঙ্গণে এসে বসে থাকুক। এর মধ্যে খোদার তখ্ত নড়ে যাবে, আর হাসিনা তো উড়ে যাবে।'

৩১ ডিসেম্বর২০১৯ 'জেএসডি পারলে বিএনপি পারে না কেন ডা. জাফরুল্লাহ চৌধুরী'_ইনকিলাব

তিনি বলেছিলেন, 'তারেক নিশ্চয়ই তুমি একদিন আমাদের প্রধানমন্ত্রী হবা। তবে তুমি হতে চাও কিনা, চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত থাকলে কোনদিনও সম্ভব না।'

০৯ ফেব্রুয়ারি ২০১৯ 'জাফরুল্লাহ চৌধুরী বলেছেন তারেক রহমানকে ধৈর্য ধরতে হবে!'_সমকাল

তিনি বলেছিলেন, 'তারেক রহমানের দিকে অনেকেই চেয়ে আছে। আপনার সঠিক সিদ্ধান্তে আন্দোলন গড়ে উঠবে। আর আন্দোলন গড়ে না উঠলে খালেদা জিয়া সহজে মুক্তি পাবেন না।'

০৯ ফেব্রুয়ারি, ২০১৯ 'ঐক্যফ্রন্ট বিএনপিকে নতুন জীবন দিয়েছে ডা. জাফরুল্লাহ'_দৈনিক ইত্তফাক

তিনি বলেছিলেন, 'তবে শেখ হাসিনা কথার বরখেলাপ করেছেন। তিনি কোনো কথা রাখেননি। শেখ হাসিনাকে বিশ্বাস করেছিলাম আমরা।'

নিন্মে আরো বিভিন্ন সময়ের শিরোনাম,

রাজপথে নেমে মোনাজাত ধরেন, বিএনপি নেতাকর্মীদের জাফরুল্লাহ!

তারেক কন্যা জাইমা, বিএনপির জন্য অপরিহার্য : জাফরুল্লাহ চৌধুরী

বিএনপি নেতারা লন্ডনের ওহির অপেক্ষায় বসে থাকেন: ডা. জাফরুল্লাহ

বিএনপির স্থায়ী কমিটির সবাই 'ভেড়া' : জাফরুল্লাহ চৌধুরী

বিএনপির সুদিন ফিরে আসবে : জাফরুল্লাহ চৌধুরী
তারেক রহমানের বিএনপি ছাড়া উচিত: ডা. জাফরুল্লাহ

তারেককে এমফিল-মাস্ট‍ার্স করতে বললেন ডা. জাফরুল্লাহ

এই কয়দিনে ওনাকে নিয়ে 'রূপকথার মতো এক জীবন তার। বিলাতে বিলাসি জীবন ফেলে এসে যোগদেন মুক্তিযুদ্ধে' কিংবা 'রণাঙ্গনে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন আহত মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচানোর জন্য' এমন অনেক কিছু পড়েছি!

বাদ দেন এসব! আপনি যদি রাজাকারও হন আওয়ামী লীগ করলে আপনিই মুক্তিযোদ্ধা আর না করলে আপনি রাজাকার! সহজ হিসাব! আরো সহজ করে বললে চাকরি থাকবে না!
 
কে বলছে আপনেরে যে পাখিরা খালি উপরের দিকে উড়েই !
বেশি উপরে উঠে গেলে পাখিরা তখন আকাশ থেকে মাটির দিকে ড্রাইভ দ্যায় !
সে এক চমৎকার দৃশ্য ! ডানা দুটো শারীরের সাথে চেপে ধরে শোঁ শোঁ করে নেমে আসে নিচের দিকে। সে ঝাপ দেয়া দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার !!
জিলাপি নামক খাদ্যটাকে দেশ থেকে ব্যান করে দেওয়া উচিৎ
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top