What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (10 Viewers)

Status
Not open for further replies.
মোবাইলে ফোরাম ব্রাউজ করার জন্য নয়, স্টাফ মেম্বার হিসাবে সেটা আপনি ফেস করেন না !
আর ABP দিয়া এটা আটকানো যাবে না। কারন এড ব্লকার একটিভ থাকলে ফোরাম ব্রাউজ করতেই দেয়া হয় না !
এ‌ক্ষে‌ত্রে পি‌সি বা ল‌্যাপটপে Firefox এর জন‌্য Noscript বেশ কা‌জের।
 
যেমন আজ কোন এক চ্যানেলের খবরে জানলাম উহান প্রদেশের প্রথম একশত ......... জন করোনা আক্রান্ত রুগী ছিল এক আমেরিকান ও তার সংস্পর্শে আসা সব লোক।
তারা সবই পারে যদি সেটা হয় অপকর্ম। ৭১ এর কুখ্যাত নাম হেনরি কিসিঞ্জারের একটা বাণী
America has no permanent friends or enemies, only interests
 
এখনি কি ? করোনার প্রকোপটা একটু কমে নিক !
দেখবেন চীন-আমেরিকার কাঁদা ছোড়াছুড়ি কাকে বলে...
এতে যে পানি ঘোলা হবে, সে পানিতে আবার রাশিয়ার মতো কেউ কেউ মাছ শিকারে নেমে পড়বে...
কিছুটা বিস্তারিত যেতে হয়।
কোনো এক বিশিষ্টজন একবার মন্তব্য করেছিলেন যে "এক অদৃশ্য শক্তি সব কর্ম অপকর্মের কলকাঠি নাড়ে কোনোকিছু পরিবর্তনের জন্যে। আপনারা কি মনে করেন যে হিটলার একাই যুদ্ধ বাধিয়েছিলো? কিভাবে সে শক্তিশালী ব্রিটিশ ফ্রান্স রাশিয়ান সম্রাজ্যের নাকের ডগা দিয়ে অত মারণাস্ত্র তৈরী করলো, কেউই কি দেখেনি? কেউই কি তাকে বাধ্য করেনি যুদ্ধে এগোতে? কিভাবে একই সময়ে ৪টা বিমান ছিনতাই হয়ে গেলো ৯/১১ তে? এবং একজন তদন্তকারীর প্রতিবেদন ছিল যে ধ্বংসস্তূপের ভেতর অনেক রকম ডিনামাইটের উপকরণ পাওয়া গিয়েছিলো এবং কোনো বিমানের আগুনেরই ক্ষমতা নেই যে সেটা বিল্ডিঙের ইস্পাতের রড গলিয়ে ফেলতে পারে। তাহলে কি সেই ৯/১১ এর ঘটনা পূর্বপরিকল্পিত ছিলোনা?"
 
আর তাদের এই যুদ্ধের কারনে আজ বিশ্বময় যে পরিস্থিতির সৃস্টি হয়েছে এর জন্য যেই দায়ী হয়ে থাকুক, তাকে পঞ্চাশবার শূলে চড়ানো উচিৎ !
চীন যদি একজাত নিজে নিজে করেও থাকে তাহলেও আমি মনে করি যে আমেরিকার প্রকাশ্য সমর্থন ছিল এতে
 
এই বৎসরই যাবার কথা ছিলো।
কিন্তু করোনার কারনে সেটা পিছিয়ে দেয়া হয়েছে !
তবে আশার কথা হলো, সেটা বাতিল ঘোষনা করেনি...
যাক তাহলে, সাথে নিয়ে যাক ভাইরাসও :rolleyes:
 
জ্বি, মামা। দেশীয় এবং আন্তর্যাতিক সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সদ্য স্বাধীনতা পাওয়া একটি দেশকে দাঁড় করানো চাট্টিখানি কথা ছিলো না !
শুধু তাই নয়, ঐ চাটার গোষ্ঠির বিচার না করার আরো বেশ কিছু কারন ছিলো। এবং এটাই মনে হয় তৎকালীন পটভূমিকায় সঠিক ছিলো !!
আর যাই হোক শ্রদ্ধেয় ফিদেল কাস্ত্রোর মত তো সবাই পারেনা যিনি কিনা অপরাধী ও রাজাকারবৃন্দকে নিজ হাতে গুলি করে মেরেছিলেন কারণ তিনি আন্তর্জাতিক অপশক্তির পরোয়া করতেন না
 
তোপখানা রোডের আশেপাশের কোনো কিছুর নাম আমি জানি না !
শুধু বলতে পারবো ওখানেই কোথাও সেবা প্রকাশনীর অফিস। ওটা কি চিনেন, মামা ?
ঐ অফিস থেকে আপনার বাসা কতোটা দূরে ?
সেখান থেকে হাঁটা শুরু করলে এই মনে করেন যে মিনিট দশেকের কিছু কম 🌴
 
এই পৃথিবীতে তো মানুষ অনেক বেশী, তাই এতো বড় জায়গাও পাবেন না !
চাঁদে গেলে বাড়ি করার জন্য অনেক বেশী জায়গা পাবেন !!
পৃথিবীতেই আগে কইরা লই একটা। আর মামু আমার আবার ওই NASA হালাগোর উপরে কোনোকালেই ভরসা ছিলোনা 🛰
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top