What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (14 Viewers)

Status
Not open for further replies.
আমরা সেই সে জাতী...
আর এই কারনেই এরকম একটা মহাদূর্যোগের সময়ও চালের বস্তা নিয়ে দেশ ব্যাপী হয়ে যাচ্ছে তেলেসমাতি...
পরওয়ারদিগার রক্ষা করুন .............
 
কয়েক দিন চলবে এমন, এটা একধরণের জ্বরের রেশ, তারপর কাটিয়ে উঠবেন। এসময় বেলের শরবত বেশ উপকারী.........
সূস্থ্য অবস্থায়ই ওনি বেল তেমন একটা পছন্দ করতেন না ! এখন তো মনে হয় একেবারেই খেতে চাইবেন না !
তবুও একবার চেস্টা করে দেখতে দোষ কি ?
 
সফেদা কিনতে হলে তো বাড়ির বাইরে যেতে হবে।
বাসার পাশের রাস্তায় যদি পাই কিনে রাখবোখন...
বাজারে যেয়ে কিনার মতো অবস্থা নেই। বর্তমান সময়ের বাজারের অবস্থা আর করোনা আসার আগের বাজারের অবস্থার মাঝে কোনো পার্থক্য নেই...
বাজারে খুঁজেও পাইনাই ..................
 
সূস্থ্য অবস্থায়ই ওনি বেল তেমন একটা পছন্দ করতেন না ! এখন তো মনে হয় একেবারেই খেতে চাইবেন না !
তবুও একবার চেস্টা করে দেখতে দোষ কি ?
ঔষুধ তো তেতোই কিন্তু তারপরেও খেতে হয় 💊
 
দীপু মামা শুরু করার আগেই কেউ হয়তো শুরু করে দিয়েছে।
মনি মামার কথায় তো সেরকমই আভাষ পাওয়া গেছে...
তো আপনার নম্বরটা কখন?
 
ঐটা আবার চাক্কায় ঢালতে যায়েন না !
তাইলে একেবারে ডাইরেক্ট হইয়া পিছলাইয়া যাইবার পারে...
না মামু, ঐটা নিজে ব্যবহারের জন্যে 😊
 
বললে আরো অনেকের কথাই বলা যায়। ওয়াসিম, বুল্বুল, আলমগীর, ইলিয়াস কাঞ্চন.............
বুঝছি, ওয়াসিম আপনার ফেভারিট নায়ক ছিলো না !
 
বিশ্বের তাবৎ বড় বড় আর সমরাস্ত্রে শক্তিশালী দেশগুলোর এমন বেহাল দশা দেখে সত্যিই বেশ মজা লাগছে। এতো বড় বড় মিসাইল থেকে নিয়ে কতো বড় বড় বোম্ব আর অস্ত্রের গায়ে আজ ধুলো পড়ে যাচ্ছে ছোট্ট একটা মিসাইলের আঘাতে। এতো ক্ষুদ্র এই মিসাইল, যেটা চোখে দেখা পর্যন্ত যায় না ! আজ কার বাড়িতে কে হানা দিবে, কে কার জমি দখল করে নিবে এর কোনো পরিকল্পনা নেই। গাজার লোক যে মিসাইলে আক্রান্ত সেই একই মিসাইলে আক্রান্ত ইসরাইল। আমেরিকা আর বড়াই করে ইরাকের দিকে রক্ত চক্ষু মেলে ধরছে না। সেই একই কারনে ইরানের উপর থেকেও তার চোখ সরে গিয়ে নিউইয়র্কে স্থির হয়ে আছে। ইয়েমেনের উপর বর্ষিত হচ্ছে না আজ অন্যায়ভাবে ছোড়া কোনো মিসাইল। আইএস-ইউএস এখন ভাই ভাই। যেনো গলা মিলিয়ে বলতে চাচ্ছে, দুজনেই এখন করোনা থেকে মুক্তি চাই। সিরিয়াতে ফুটছে না কোনো বোম্ব। অসহায় ছোট শিশুটি সেই বোমের স্প্লিন্টারে ক্ষত-বিক্ষত হয়ে মৃত্যু যন্ত্রনায় কাঁতরাচ্ছে না ডাক্তার বিহিন কোনো হাসপাতালের বেডে শুয়ে শুয়ে। রক্তাত্ত কোনো বেসামরিক বৃদ্ধের অসহায় চোখ থেকে গড়িয়ে পড়ছে না কোনো অশ্রু। সিরিয়ার সেই শিশুটি মর্টারের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে দুনিয়ার লোকজনের নামে আল্লাহর দরবারে বিচার দেয়ার ঘোষনা দিয়ে যাচ্ছে না। এক করোনায় এতো এতো ভালো যেখানে করছে, সে করোনাকে অন্তত একটা সালাম আমাদের দেয়া উচিৎ !
সালাম, করোনা.. তোমাকে সালাম...
দুনিয়ার সব লোককে তুমি এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছো, সে জন্য সালাম...
প্রকৃতি অনেকটাই নাকি সামলে উঠেছে। এমনকি Aral sea এর একদিকে নাকি পানির স্তর বেড়েছে!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top