What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (9 Viewers)

কিরে মামু, কোন চিপার থেইকা বাইর হইলেন?

নৌবাহিনীর জাহাজ থাইক্যা বঙ্গোপসাগরে ডুব দিছিলো।
গভীরতা বেশী কিনা সেজন্য ভেসে উঠতে এতোটা বিলম্ব হইছে...
 
আপেল, কমলা, পেঁপে
একবার যদি কাছে পাই ধরবো তোমায় চেপে,
কাঁঠাল, লেবু, বেল
যতই দেখাও কৌশল তবু করবেই তুমি ফেল,
তরমুজ, বাঙ্গি, আনারস
পান তোমাকে করাবোই আমি ভালোবাসার রস,
সফেদা, জামরুল, কুল
তোমায় দিব প্রতিদিন প্রেম কাননের ফুল,
পেয়ারা, আমড়া, আতা
জেনে রেখো তোমার মনে দিবনা কভু ব্যাথা,
কামরাঙ্গা, জলপাই, লটকন
তোমার জন্য বসে আছি খুলে আমার মন,
তাল, নারিকেল, আমলকী
মুক্তি পাবেনা আমার থেকে যতই করো বুজরুকি,
ডেউয়া, লিচু, চালতা
দু'পায়ে তোমার হাসতে থাকবে লাল রঙের আলতা,
বৈচি, করমচা, তেতুল
দোহাই লাগে তুমি আমায় কখনো বুঝোনা ভুল,
আঙ্গুর, পেস্তা, ডালিম
হারিয়ে যাবে ভাবলেই আমার শরীর হয়ে যায় হিম,
গাব, ডুমুর, পানিফল
তোমায় ছাড়া জীবন আমার একেবারেই অচল,
আম, জাম, কলা
ভালোবাসার বাঁধন ছিড়ে পারলে তুই পালা।

ওয়াও !
বছরের সেরা ছড়া পড়লাম...
অত্যাধিক মিস্ট !
সাধু সাধু...
 
@arn43 মামা এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে.... 😉

কোথায় যাবো, কেনো যাবো ?
(অদিতির রিপ্লাই অনুসরণ করে রিপ্লাই দেয়া...)
 
কেমন আছো তোমরা সবাই!! আমার বাচ্চাটার বেশ জ্বর ছিল গত বেশ কয়েকদিন। হাসপাতালে দৌড়াদৌড়িতে ছিলাম।

হায় হায় !
এখন কি অবস্থা ?
শুধুই জ্বর নাকি আবার ডেনু ?
এখন তো আবার জ্বর হলেই ওদিকে মোড় নেয় !
সাবধানে থাকবেন আর বাচ্চার প্রতি খেয়াল রাখবেন !
আল্লাহ যেনো আপনার বাচ্চাকে দ্রুত পূর্ণ সূস্থ্যতা দান করেন...
 
বুঝতে পেরেছি, আপনি বেছে নিতে ব্যার্থ হয়েছেন। তাই এখন প্রোপাগাণ্ডা ছড়ানোর পায়তারা করছেন। তা আপনি বেছে নিতে পারেননি কেন? হাত কি তখন ভীষণ তৈলাক্ত ছিলো? হাত তৈলাক্ত থেকে থাকলে তার দায় আমার উপর চাপানোর চেষ্টা করবেননা। এর জন্য একমাত্র দায়ী আপনার গুরু আমাদের তৈল (পড়ুন পিছলা) সম্রাট one and only @arn43 মামা
কোথাকার না কোথাকার কি এনেছেন, এখন ফল বলে চালিয়ে দেবার পাঁয়তারা করছেন। যথাযোগ্য যাচাই ছাড়া কোন বাছাই হবে না।
 
ঐযে আপনি যাকে তাকে দেন না।
তার মানেই হচ্ছে কাউকে কাউকে দ্যান !
আমার ধারনা ছিলো আপনি কাউকেই দেন না নিজের কাছে একান্ত কারোর জন্য জমিয়ে রাখেন...
একদমই.. একান্ত কেউ.. মানে খুবই বিশেষ কেউ
 
কন কি, মামা ?
যেদিন সমস্যা হয়েছিলো সেদিন শুরুতে কিন্তু আমি ঠিকঠাকভাবেই ঢুকতে পেরেছিলাম। এক দুইটা রিপ্লাইও দিয়েছিলাম।
পরে ফিসফিস মামার একটা রিপোর্ট ক্লিয়ার করতে যেয়ে বিপত্তি ঘটে। তখন আবার ফ্রেশ লগইন হতে যেয়েই আর পারছিলাম না। এর পরে তো শুধুই ইতিহাস...
আমিও ব্রাউজার অটো আপডেটের পর সিস্টেম রিস্টার্ট হয়ে গেলে আর ঢুকতে পারিনি। তবে তার আগে তো ঠিকই চলছিল, যদিও তারও এক-দু'দিন আগে থেকেই ওই প্রোফাইল ইমেজ ডিফেক্টিভ দেখাচ্ছিল।
 

Users who are viewing this thread

Back
Top