আগের পোস্টখান সাবমিট করতে না করতেই কারেন্টখান গেলো চলে...
ল্যাপ্পুর ব্যাটারীর অবস্থা আগে থেকেই জঘন্য। সব মিলিয়ে মিনিটখানেকও ব্যাকআপ নেই। শাটডাউন দেয়ার সুযোগ পাইনি। টিং করে শব্দ দিয়েই অফ হয়ে গেছে...
ভাবলাম, আমারো বুঝি পাখি মামার মতো আজকে স্নধ্যা রাতেই শুয়ে পরতে হবে। কিছুক্ষন অপেক্ষা করে শুয়েই পড়লাম। কিন্তু ঐযে নিদ্রাদেবী আগেই চলে গেছে পাখি মামার বাসায়। আমি শুধু এপাশ ওপাশই করলাম। তার দেখা আর পেলাম না। পাখি মামা যে ওনাকে জাপটে ধরে আছে...
এইমাত্র চোখ পিট পিট করে চেয়ে দেখলাম, কারেন্ট চলে এসেছে। তাই, শয্যা ছেড়ে আমিও চলে এলাম...
ল্যাপ্পুর ব্যাটারীর অবস্থা আগে থেকেই জঘন্য। সব মিলিয়ে মিনিটখানেকও ব্যাকআপ নেই। শাটডাউন দেয়ার সুযোগ পাইনি। টিং করে শব্দ দিয়েই অফ হয়ে গেছে...
ভাবলাম, আমারো বুঝি পাখি মামার মতো আজকে স্নধ্যা রাতেই শুয়ে পরতে হবে। কিছুক্ষন অপেক্ষা করে শুয়েই পড়লাম। কিন্তু ঐযে নিদ্রাদেবী আগেই চলে গেছে পাখি মামার বাসায়। আমি শুধু এপাশ ওপাশই করলাম। তার দেখা আর পেলাম না। পাখি মামা যে ওনাকে জাপটে ধরে আছে...
এইমাত্র চোখ পিট পিট করে চেয়ে দেখলাম, কারেন্ট চলে এসেছে। তাই, শয্যা ছেড়ে আমিও চলে এলাম...