What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (5 Viewers)

Status
Not open for further replies.
আসসালামুআলাইকুম।

শুভ সকাল।

সবাই কেমন আছেন। আল্লাহ্‌ সবাইকে ভালো রাখুন।
আলহামদুলিল্লাহ !
আল্লাহর মেহেরবানীতে আমি ভালো আছি, মামা।
আপনার খবর কি ?
ছোটম মামার খবর আবার দুদিন যাবত পাচ্ছি না ! বেচারা কি আমার মতো অন্তত ঠ্যাকা কাজটাও মোবাইল দিয়ে সাতে পারে না ?
নিদেন পক্ষে দৈনিক একবার হলেও যদি আড্ডার ঘরে এসে নিজের অবস্থানটা জানিয়ে যেতো, তবে মনটা শান্ত হতো...
 
না দেখে না বুঝে ও যাচাই না করে মন্তব্য করা ঠিক হয় নি।
আসলে মামা আধিপত্যই মূল বিষয়।
আপনি চেয়েছেন আর উনি বিরোধিতা করেছেন।
তবে আপনি বুদ্ধিমানের কাজই করেছেন।
এ সময়ে না ঘাঁটানোই উত্তম।
ঠিক বলেছেন, মামা।
এই সময়ে ঘাঁটাতে গেলেই পাখি মামার কাম-খাওয়া সব বন্ধ হয়ে যেতে পারে...
 
আমি ছিলা পাখি দেখতে কেমন লাগে সেইটা কল্পনা করতেছি, মামা।
এই পাখি ছিলার পর হাড়ের উপর চামড়া দেখার সূবর্ণ সুযোগ পাইতে পারেন !
সেক্ষেত্রে দেখেন পাখি মামারে ফুসলিয়ে মাথা ন্যাড়া করাতে পারেন কিনা...
 
সাবধানতার মাত্রা বৃদ্ধি করেন মামা।
সম্ভব হলে আপনার নিজের বাসা লক ডাউন করে ফেলেন।
সবজি আধাঘণ্টা সাবান পানিতে ভিজিয়ে ধুয়ে নিন রান্না করা আগে।
মহান আল্লাহ্‌ সবাইকে হেফাজত করুন।
সব্জি সহ কোনো ধরনের খাদ্যদ্রব্যই এখন পর্যন্য সাবান পানিতে ধুইনি। বিষয়টা আমার মাথায় আসেইনি। যেহেতু ১০০ ডিগ্রির উপরের তাপমাত্রায় রান্না করে খাই, সেহেতু এই ব্যাপারে চিন্তাই করিনি। আপনার এই পোস্ট দেখে মনে হলো এতোদিন ঠিক করিনি। বিশেষ করে ফলের মতো যেসব খাবার রান্না ছাড়া খেয়েছি সেটা ঠিক হয়নি। তাছাড়া ওইসব খাবার প্যাক খোলার পর নিজের হাতও সব সময় ধুয়েছি কিনা ঠিক মনে পড়ছে না।
তবে এখন থেকে একেবারে পুরো সাবধান হয়ে যাবো, ইনশাআল্লাহ !
আপনাকে অনেক ধন্যবাদ, মামা।
 
শুভ গভীর রাত্রী, মামা।
ইতিমধ্যে গভীর হয়েছে তো ? !!
গভীর না অগভীর সেটা আমি জানিনা
তবে তোমার প্রেমে যে গলা অব্দি ডুবে আছি
সেটা আমি ঠিকই টের পাচ্ছি,
এমনকি পায়ের তলায় ঠেই পর্যন্ত পাচ্ছিনা।

তবু আমি থাকতে চাই তোমার হৃদয়ে,
সাঁতার কাটতে চাই অবিরত, যতক্ষণ শক্তি আছে।
ভেবনা শক্তি ফুরিয়ে গেলেই আমি তোমার হৃদয় থেকে
হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসবো,
প্রয়োজনে প্রেমের অতলে ডুবে পাড়ি দিব অনন্তের পথে,
তবু আমি তোমার প্রেমেই ডুবে থাকতে চাই আজন্ম।।
 
গভীর না অগভীর সেটা আমি জানিনা
তবে তোমার প্রেমে যে গলা অব্দি ডুবে আছি
সেটা আমি ঠিকই টের পাচ্ছি,
এমনকি পায়ের তলায় ঠেই পর্যন্ত পাচ্ছিনা।

তবু আমি থাকতে চাই তোমার হৃদয়ে,
সাঁতার কাটতে চাই অবিরত, যতক্ষণ শক্তি আছে।
ভেবনা শক্তি ফুরিয়ে গেলেই আমি তোমার হৃদয় থেকে
হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসবো,
প্রয়োজনে প্রেমের অতলে ডুবে পাড়ি দিব অনন্তের পথে,
তবু আমি তোমার প্রেমেই ডুবে থাকতে চাই আজন্ম।।
বুঝেছি !
তখন রাত গভীর না হলেও এখন অনেক গভীরতায় ডুবে যাচ্ছে পাখি মামার অন্তর...
 
পিপিইর ডেটেলিং সম্মন্ধে আমার তেমন জানা নেই। যতোটুকু জানি, এটা ব্যবহার করলে নিরাপদ থাকা যায়। যদি তারপরেও কিছু করণীয় থাকে, সেটা করতেও কোনো কুন্ঠা করবেন না, মামা।
মনে রাখবেন, জীবন একটাই...
PPE হচ্ছে Personal Protective Equipment / ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী। করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য বা যে কোন ছোঁয়াচে রোগের চিকিৎসা করার জন্য চিকিৎসকেরা যে Overall (পুরো শরীর ঢাকতে সক্ষম এমন পোষাক) ব্যাবহার করে থাকেন তা সাধারনত একবার ব্যবহারের পর ফেলে দেওয়াটাই নিয়ম। কারন এগুলো যে ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয় তা দিয়ে শরীরে সামান্য বাতাস প্রবেশ করতে পারে কিন্তু ভাইরাস সহ ক্ষুদ্র ক্ষতিকর জীবানু সমূহ আটকে দেয়। কিন্তু এই পোষাকটা যখন আপনি ধুয়ে দিবেন, তখন তা তার গুনগত মান হারায়। ফলে তখন তা ব্যবহার করা আর নিরাপদ নয়। আমার ক্ষুদ্র জ্ঞানে যা ছিলো তা জানালাম। জানিনা বর্তমানে এই Overall কোন ধরনের জিনিস দিয়ে বানাচ্ছে / তা ধুয়ে একাধিকবার ব্যবহার করা আদৌ নিরাপদ কিনা। Overall ছাড়াও এক্ষেত্রে Face shield, Safety goggle with surrounding side shield, Medical hand gloves (one time use only, not one day), High neck shoes এবং মাথা ঢাকার জিনিসটার নাম আমার জানা নেই
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top