What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (11 Viewers)

Status
Not open for further replies.
২০২০ সালের ডিসেম্বর তো এখনো আসে নাই, মামা।
ডিসেম্বর মানেই সেইটা ২০১৯ সালের ঘটনা।
এখানে এক মাসের এদিক সেদিকের কথা বলছিলাম, মামা।
কারো কারো মতে রোগটার উৎপত্তি হয় ২০১৯ সালের নভেম্বর মাসে। আর তার উৎপত্তিস্থল চায়নায় হয়নি। হয়েছিলো আমেরিকা আর ইউরোপে...
পরবর্তীতে ডিসেম্বর মাসে রোগটা বিশ্ব দরবারে প্রকাশ পায় আর ছড়িয়ে পড়ে চীনের উহান থেকে...
বিশ্ব সাস্থ্য সংস্থার ভাষ্য কপি পেস্ট করে নিচে দিয়ে দিলাম মামা

COVID-19 is the infectious disease caused by the most recently discovered coronavirus. This new virus and disease were unknown before the outbreak began in Wuhan, China, in December 2019.

আর এই রোগের বিস্তারিত ও নিয়মিত তথ্য জানতে নিচের লিঙ্ক এ দেখতে পারেন

 
একমত...
কড়াইটাও সেই রকম হইছিলো...
অবশ্য কাবাবের প্রতি বরাবরই আমার লোভটা একটু বেশী বইল্যা শুরুতেই ঐটার উপর হামলে পড়ছিলাম।
আর নতিজা এই যে, কড়াই থাইক্যা দুই টুকরা উঠাইতেই আমি কাইত...
কড়াইটারেও বাদ দেননি :oops:
 
আলু মামার ভাষ্য অনুযায়ী কয়েলের যে প্যাঁচ নাই সেই ব্যাপারে প্যাঁচ দেয়ার জন্য জড়াইছিলাম...
আমার ঐ ভাষ্যে তাহলে কোন প্যাচ ছিলোনা ... যাক বাঁচা গেলো
 
বিশ্ব সাস্থ্য সংস্থার ভাষ্য কপি পেস্ট করে নিচে দিয়ে দিলাম মামা

COVID-19 is the infectious disease caused by the most recently discovered coronavirus. This new virus and disease were unknown before the outbreak began in Wuhan, China, in December 2019.

আর এই রোগের বিস্তারিত ও নিয়মিত তথ্য জানতে নিচের লিঙ্ক এ দেখতে পারেন

আপনি যে তথ্য দিয়েছেন সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। সব থেকে বিস্বস্ত হিসাবে আমরা যেটাকে মনে করি। কিন্তু মামা, খেয়াল করে দেখেন, এই নতুন প্রজাতির করোনা ভাইরাসের অবির্ভাব কোত্থেকে হয়েছিলো সেটা কিন্তু এখনো আমাদের কাছে স্পস্ট নয়। ধারনা করা হচ্ছে সেটা উহানের সি-ফুড মার্কেট থেকে ছড়াতে পারে। কিন্তু এখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। আমরা যদি উৎসের ব্যাপারে নিশ্চিত হতে না পারি, তবে সেটা যে চীনের উহান থেকেই দুনিয়ার সব অংশে ছড়িয়ে পড়েছে বা পড়ছে সেটা কিন্তু জোর দিয়ে বলতেও পারি না। কারো কারো মতে, হতে পারে এর প্রথম প্রাদুর্ভাব আমেরিকায় দেখা গিয়েছিলো। কারন গতো নভেম্বরে আমেরিকার নিউইয়র্কে হঠাত করেই নাকি ব্যাপক সর্দি-কাশির প্রকোপ দেখা দেয়। যেটাকে তারা সাধারন নিউমোনিয়া হিসাবেই চিকিৎসা দেয়া শুরু করে। আর নতুন এই করোনা ভাইরাসের প্রধান লক্ষন কিন্তু এই নিউমোনিয়া...
 
কিছুক্ষণ আগে থেকে ফোরামে ঢুকলেই শতশত এ্যাডে ভরে যাচ্ছে
আমি অবশ্য এরকম কখনো দেখিনি...
আশা করি এখন আর এরকম হচ্ছে না !!
 
আমি আছি আপনার সাথে। যদি এই সেক্টর বন্ধও হয় তারপরেও আমি আছি, আছে আমার কাজও।
আপনাদের ফ্যাক্টরি কি লকডাউন হয়নি ?
হয়ে থাকলে আপনি তো অফিসেই কোয়ারেন্টাইন পালন করতে পারেন...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top