What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (9 Viewers)

Status
Not open for further replies.
আপনি কি একত্রে দুটো গন্ডারের চামড়া ধারন করেছেন?
আলু মামার আড়ালটা কিসের আপনার কথায় এবার বুঝলাম !
ওনি সব সময়ই আপাদমস্তক ডাবল গন্ডারের চামড়ায় আবৃত থাকেন !!
 
ভাইরাসটি হয়তো বাতাসে ঘুরে বেড়ায় না। কিন্তু যেখানে জনসমাগম আছে সেখানে আক্রান্ত ন্যাক্তির একটি হাঁচি-কাশিই যথেষ্ঠ !
ওই সময়ে বাতাসে যে পরিমাণে জীবাণুর উপস্থিতি থাকবে তাতেই আশেপাশের সবাই আক্রান্ত হয়ে যাবে...

মামা, অবশ্যই ভাইরাসটি বাতাসে ঘুরে বেরায় না, আর কথাটি বলার প্রধান কারন সবার মাজে জানো এই
ভয়ের পরিস্থিতি একটু লাঘব হয়। আর মামা জনসমাগমে হাঁচি কাশি ও তার droplet Infection এই মাহমারি
ছরানর প্রধান কারন। তাই এক মাত্র সমাধান জনসমাগম থেকে এমনকি সবার থেকে দূরে অর্থাৎ আগামি ১৫
থেকে ২০ দিন সবার থেকে Isolated থাকুন। এবং সবাইকে থাকতে উতসাহিতি করুন, জেখানেই ২ বা তার
বেশি লোকের আড্ডা ভির জটলা দেখবেন সেখান থেকে নিজে দূরে থাকবেন পারলে তাদের বলবেন দুরত্ত
বজায় রাখতে। মামা, কিছু মনে করবেন না কারন আমি ধর্মীয় বিসয়ে কথা বলি না এবং সেটা পছন্দ করিও
না, কিন্তু বর্তমান পরিস্থিতি তে একটা কথা অবশ্যই বলতে চাই, বেচে থাকলে বাকি জীবন অনেক পূজা পার্বণ
নামাজ, Prey সকলি করতে পারব। আর তারচে বড় কথা সুধু নিজের না নিজের পরিবার প্রিয়জনদের কথা
একবার ভাবুন, তাদের জন্য আপনার কি করনিও? আমাদের দেশে আজ তৃতীয় দিন, পুরো ভারত Lock Down
সমস্ত ছোট বড় শহর গ্রাম সব। ইতালির জনসংখ্যা ৬ কোটি, তার মধ্যে করোনায় মৃত 7500+, আর ভারতের

জনসংখ্যা ১৩০ কোটি মৃত আপাতত ৭-৮ জন। এখানে গর্ব করার কিছু নেই কিন্তু বর্তমানে এটাও বাস্তব।
 
এতো ভয় পাচ্ছেন কেন! কেচি কলে ফেঁসে গেছিলেন নাকি!!
বিষয়টা আসলে তা নয় !
আলু মামা বাইম মাছের প্রদর্শনী উপস্থাপন করেছে মাত্র...
 
ভাইরাসটি হয়তো বাতাসে ঘুরে বেড়ায় না। কিন্তু যেখানে জনসমাগম আছে সেখানে আক্রান্ত ন্যাক্তির একটি হাঁচি-কাশিই যথেষ্ঠ !
ওই সময়ে বাতাসে যে পরিমাণে জীবাণুর উপস্থিতি থাকবে তাতেই আশেপাশের সবাই আক্রান্ত হয়ে যাবে...

মামা, অবশ্যই ভাইরাসটি বাতাসে ঘুরে বেরায় না, আর কথাটি বলার প্রধান কারন সবার মাজে জানো এই
ভয়ের পরিস্থিতি একটু লাঘব হয়। আর মামা জনসমাগমে হাঁচি কাশি ও তার droplet Infection এই মাহমারি
ছরানর প্রধান কারন। তাই এক মাত্র সমাধান জনসমাগম থেকে এমনকি সবার থেকে দূরে অর্থাৎ আগামি ১৫
থেকে ২০ দিন সবার থেকে Isolated থাকুন। এবং সবাইকে থাকতে উতসাহিতি করুন, জেখানেই ২ বা তার
বেশি লোকের আড্ডা ভির জটলা দেখবেন সেখান থেকে নিজে দূরে থাকবেন পারলে তাদের বলবেন দুরত্ত
বজায় রাখতে। মামা, কিছু মনে করবেন না কারন আমি ধর্মীয় বিসয়ে কথা বলি না এবং সেটা পছন্দ করিও
না, কিন্তু বর্তমান পরিস্থিতি তে একটা কথা অবশ্যই বলতে চাই, বেচে থাকলে বাকি জীবন অনেক পূজা পার্বণ
নামাজ, Prey সকলি করতে পারব। আর তারচে বড় কথা সুধু নিজের না নিজের পরিবার প্রিয়জনদের কথা
একবার ভাবুন, তাদের জন্য আপনার কি করনিও? আমাদের দেশে আজ তৃতীয় দিন, পুরো ভারত Lock Down
সমস্ত ছোট বড় শহর গ্রাম সব। ইতালির জনসংখ্যা ৬ কোটি, তার মধ্যে করোনায় মৃত 7500+, আর ভারতের
জনসংখ্যা ১৩০ কোটি মৃত আপাতত ৭-৮ জন
একটু দ্বিমত করছি...
নিজেকে পনেরোদিন আবদ্ধ রাখার মানে কিন্তু জিবাণুকে পরাস্ত করা নয়,
জীবাণুর বিস্তার রোধে হয়তো এটা কার্য্যকর ভুমিকা পালন করবে। তাই বলে পনেরো দিনের পর আপনি যখন বেরোবেন তখনও যে আপনি আক্রান্ত হবেন না এরকম কোন গ্যারান্টি কিন্তু নেই !


১৫ দিন একটা আপেক্ষিক ইসাব এর ভাইরাসটির life cycle এর যতটুকু জানতে পারা গেছে তার ওপর ভিত্ত করে।
আজকে যদি কেই নতুন করে এই ভাইরাস সঙ্ক্রমিত হয় এবং সে তার আসেপাসে কিছু যায়গা সঙ্ক্রমিত করে তার
ওপর এর কি প্রভাব হবে সেটা কিছুটা এরকম। সঙ্ক্রমিত বেক্তি ৪-৫ দিন কোন উপসর্গ দেখায় না, অর্থাৎ সুস্থ বা
সঙ্ক্রমিত বেক্তি আলাদা করার উপায় নেই তাই একদিনে সে অন্য অনেকের মধ্যে এটি ছরাবেন, কিন্তু আইসলেসন
এ থালে সেটি কারো মাঝে ছরাবে না এই ৪-৫ দিনে। দিতিও এই ভাইরাস মানব সরিরের বাইরে একদিন বা তার কিছু
বেশি সময় বেচে থাকতে পারে, অর্থাৎ এই ১৫ দিনে বাস ট্রেন গন পরিবহনে যে পরিমান ছরিয়েছে সেটা যদি ৩-৪
দিন আইসোলেটেড থাকে সেখান থেকে নতুন সংক্রমণ ছরানর সম্ভাবনা থাকে না, তৃতীয় যিনি এই ভাইরাসে সঙ্ক্রমিত
তিনি বা তার থেকে এই কটা দিন দুরত্ত বাজয় রাখলে আপনি আপনার প্রিয়জন নতুন করে সঙ্ক্রমিত হচ্ছে না, আর
যিনি সঙ্ক্রমিত তিনি যদি খুবি দুর্বল বা কোন চিকিৎসা না পান সেটি খুবি দুঃখের ব্যাপার কিন্ত তাছারা এই কটা দিনে
তিনি নিজেই এই ভাইরাস টিকে নিজেই পরাস্ত করে সেরে উঠবেন। অর্থাৎ পুরো একটা শৃঙ্খল ভাঙ্গে সবাইকে

সুরক্ষিত রাখার একটা কার্যকর পথ, কারন অন্য পথ এখনও খুজে ওঠা সম্ভব হয়নি।
 
মামা, অবশ্যই ভাইরাসটি বাতাসে ঘুরে বেরায় না, আর কথাটি বলার প্রধান কারন সবার মাজে জানো এই
ভয়ের পরিস্থিতি একটু লাঘব হয়। আর মামা জনসমাগমে হাঁচি কাশি ও তার droplet Infection এই মাহমারি
ছরানর প্রধান কারন। তাই এক মাত্র সমাধান জনসমাগম থেকে এমনকি সবার থেকে দূরে অর্থাৎ আগামি ১৫
থেকে ২০ দিন সবার থেকে Isolated থাকুন। এবং সবাইকে থাকতে উতসাহিতি করুন, জেখানেই ২ বা তার
বেশি লোকের আড্ডা ভির জটলা দেখবেন সেখান থেকে নিজে দূরে থাকবেন পারলে তাদের বলবেন দুরত্ত
বজায় রাখতে। মামা, কিছু মনে করবেন না কারন আমি ধর্মীয় বিসয়ে কথা বলি না এবং সেটা পছন্দ করিও
না, কিন্তু বর্তমান পরিস্থিতি তে একটা কথা অবশ্যই বলতে চাই, বেচে থাকলে বাকি জীবন অনেক পূজা পার্বণ
নামাজ, Prey সকলি করতে পারব। আর তারচে বড় কথা সুধু নিজের না নিজের পরিবার প্রিয়জনদের কথা
একবার ভাবুন, তাদের জন্য আপনার কি করনিও? আমাদের দেশে আজ তৃতীয় দিন, পুরো ভারত Lock Down
সমস্ত ছোট বড় শহর গ্রাম সব। ইতালির জনসংখ্যা ৬ কোটি, তার মধ্যে করোনায় মৃত 7500+, আর ভারতের

জনসংখ্যা ১৩০ কোটি মৃত আপাতত ৭-৮ জন। এখানে গর্ব করার কিছু নেই কিন্তু বর্তমানে এটাও বাস্তব।
নিজেকে পুরোপুরি বাসায় আবদ্ধ করে নেয়ার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
যদিও এখন পর্যন্ত সেটি পুরোপুরিভাবে আমি নিজে করতে পারিনি। খুব ভোরে উঠে হাটতে বের হতে হয়। অবশ্য যেখানে হাটি সেখানকার পরিবেশ মোটামুটি নিরিবিলিই বলা যায়। হাটার সময় একাধিক লোক একসাথে হবার খুব একটা সম্ভাবনা নেই। একে অপরের থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রাখার চেস্টা করি। অন্যান্য সময় বাড়ির বাইরে গেলেও নিরিবিলিতে একা একা থাকার বা হাটার চেস্টা করি...
 
আসসালামুয়ালাইকা।

কেমন আছেন ??


সাত সকালেই আমি আমার নিজের থেকেই জানলাম বাজারে লেবুর দাম ও বেড়ে গেছে। 😞
 
১৫ দিন একটা আপেক্ষিক ইসাব এর ভাইরাসটির life cycle এর যতটুকু জানতে পারা গেছে তার ওপর ভিত্ত করে।
আজকে যদি কেই নতুন করে এই ভাইরাস সঙ্ক্রমিত হয় এবং সে তার আসেপাসে কিছু যায়গা সঙ্ক্রমিত করে তার
ওপর এর কি প্রভাব হবে সেটা কিছুটা এরকম। সঙ্ক্রমিত বেক্তি ৪-৫ দিন কোন উপসর্গ দেখায় না, অর্থাৎ সুস্থ বা
সঙ্ক্রমিত বেক্তি আলাদা করার উপায় নেই তাই একদিনে সে অন্য অনেকের মধ্যে এটি ছরাবেন, কিন্তু আইসলেসন
এ থালে সেটি কারো মাঝে ছরাবে না এই ৪-৫ দিনে। দিতিও এই ভাইরাস মানব সরিরের বাইরে একদিন বা তার কিছু
বেশি সময় বেচে থাকতে পারে, অর্থাৎ এই ১৫ দিনে বাস ট্রেন গন পরিবহনে যে পরিমান ছরিয়েছে সেটা যদি ৩-৪
দিন আইসোলেটেড থাকে সেখান থেকে নতুন সংক্রমণ ছরানর সম্ভাবনা থাকে না, তৃতীয় যিনি এই ভাইরাসে সঙ্ক্রমিত
তিনি বা তার থেকে এই কটা দিন দুরত্ত বাজয় রাখলে আপনি আপনার প্রিয়জন নতুন করে সঙ্ক্রমিত হচ্ছে না, আর
যিনি সঙ্ক্রমিত তিনি যদি খুবি দুর্বল বা কোন চিকিৎসা না পান সেটি খুবি দুঃখের ব্যাপার কিন্ত তাছারা এই কটা দিনে
তিনি নিজেই এই ভাইরাস টিকে নিজেই পরাস্ত করে সেরে উঠবেন। অর্থাৎ পুরো একটা শৃঙ্খল ভাঙ্গে সবাইকে

সুরক্ষিত রাখার একটা কার্যকর পথ, কারন অন্য পথ এখনও খুজে ওঠা সম্ভব হয়নি।
এর থেকে ভালো কোনো পদ্ধতি এই মুহুর্তে আসলেই নেই।
যেহেতু এই রোগের কোনো প্রতিষেধক এখনো আবিস্কৃত হয়নি তাই আমাদের উচিৎ এই পদ্ধতিতেই নিজেদের আর নিজেদের সমাজ তথা পুরো বিশ্বকে নিরাপদ রাখা... সেক্ষেত্রে ১৫ দিনের পরেও এই কার্য্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন যতোদিন না এই ভাইরাসের একটা বিহিত হয় !
 
আসসালামুয়ালাইকা।

কেমন আছেন ??


সাত সকালেই আমি আমার নিজের থেকেই জানলাম বাজারে লেবুর দাম ও বেড়ে গেছে। 😞
ওয়ালাইকুমুসসালাম, মামা।
আলহামদুলিল্লাহ !
আল্লাহর মেহেরবানীতে আমি ভালো আছি, মামা।
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে, লেবুর দাম বাড়লেও মাল্টার দাম খুব একটা বাড়েনি...
 
এইটারে ব্যান ১৫ দিনের করে দিলেও তো আরেক জ্বালা!!
না খোঁচাতে পারলে তো আমার পেটের ভাত হজম হয় না ... 😩
যতো খোঁচাবেন ততোই বেরিয়ে আসবে।
আমি তো এটাই জানি...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top