একবার আবুল আর কাবুল জঙ্গলে ভয়ংকর হিংস্র একদল জংলীদের হাতে ধরা পড়ে গেলো৷ জংলীদের সর্দার বলল, তোমরা আমাদের এলাকায় প্রবেশ করে ভয়ংকর অপরাধ করেছো৷ এ জন্য তোমাদের শাস্তি পেতে হবে৷ তবে আমি তোমাদের শাস্তি বেছে নেয়ার সুযোগ দিবো৷ বোংগা বোংগা অথবা মৃত্যু, এর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা বেছে নিতে পারো৷
বোঙ্গা বোঙ্গা কি ধরণের শাস্তি দুজনের কেউই বুঝতে পারলো না৷ কিন্তু আবুল ভাবলো, মৃত্যুর চেয়ে বোঙ্গা বোঙ্গা অনেক ভালো৷ সে বোঙ্গা বোঙ্গা বেছে নিলো৷ সর্দারের নির্দেশে তাকে বেধে ফেলা হলো৷ তার কাপড় খুলে ফেলা হলো৷ তারপর ইয়া বিশালদেহী একজন একটা বড় মোটা বাঁশ তার গুহ্যদ্বার দিয়ে ঢুকিয়ে দলাই মলাই করতে লাগলো৷ আবুলের পশ্চাৎদেশ ফেটে ছিড়ে ক্ষত বিক্ষত হয়ে যেতে লাগলো৷ তার ভয়ংকর জান্তব চিতকারে বনের পশুপাখি সব পালিয়ে গেলো, কিন্তু বোঙ্গা বোঙ্গা থামলো না৷ অবশেষে আবুল যখন প্রায় মরো মরো, তখন তাকে ছেড়ে দেয়া হলো৷
আবুলের ভয়াবহ জান্তব চিতকার শুনে আর শাস্তির ভয়াবহতা দেখে কাবুল ভাবলো বোঙ্গা বোঙ্গার চেয়ে মৃত্যুই ভালো৷ শাস্তি হিসেবে সে মৃত্যু বেছে নিলো৷
সর্দার ঠোঁটের কোনে হেসে বলল, না মরা পর্যন্ত একে বোঙ্গা বোঙ্গা দাও৷