What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (10 Viewers)

Status
Not open for further replies.
মামা, এইবার কি? নতুন কি করা যায়? নতুন কি এমন দেওয়া যায়?
Adult Content যা আছে তা অফুরন্ত বলা যায়, কিন্তু তা তো দিচ্ছি,
মানে ভবিষ্যতে আরও দেব, কিন্তু এই এক ঘেয়ে একি ধরনের কিছু
ছেরে নতুন কি করা যায়?? মাথায় নতুন কিছু আসছে না, তাই ঠিক
ভালো লাগছে না, কেউ কিছু নতুন বুদ্ধি দেন মামা, আমার মাথার

ভেতর সুধু শূন্য। নতুন কিছু লাগে মামা, নতুন কিছু লাগে।
‌দে‌শি বি‌দে‌শি ভ্রমন বিষয়ক, ধর্মীয়, সাধারন তথ্যবহুল, এই রকম কিছু দেখ‌তে পারেন মামা।
 
আড্ডার ঘর ১১০০ পাতা স্পর্শ করলো।
সকল আড্ডাবাজদের অনেক অনেক অভিনন্দন !!


আপনাকেও এবং আপনার সাথে সব আড্ডাবাজদের অভিনন্দন।
 
না, বুঝলাম না তাও, কারণ পণ্যের উর্ধগতিই লক্ষ্য করেছি সবসময় 😞



লক্ষ করে থাকলে সেই কথায় দ্বিমত পোষণ করার কারণ কি?
 
সে তো বর্তমান পরিস্থিতিতে, আর তাছারা "করোনা" ছাড়া অন্য সব মহামারি তা প্রায় সকলের জানা,
আর সেটা কটাই বা থ্রেড ও পোস্ট হবে, শ্রম বা সময়ের জন্য কোন চিন্তা নেই, সময় আমি সে বাবস্থা
করে নেব। আমার কাজ এমন যখন কাজের চাপ বেশি তখন সময় একদমি থাকে না, আবার কখন
সারা দিন সম্য ই সময়, আর তাছারা আমার ল্যাপটপ সব সময়ের সঙ্গি, Resarch and Collection এর
জন্য আমি অনেক সময় বেয় করি, সে আপনি আমার সংগ্রহ দেখলে বুঝতে পারবেন যে কত সময়
বেয় করলে আমার এই সংগ্রহ তৈরি হতে পারে।

মামা আপনিও একটু ভাবুন, ভেবে কিছু ভালো Idea বের করুন। আমি আছি মামা।


তবে হ্যাঁ, মহামারি আমার তালিকায় থাকল, দেখবেন এটা নিয়েও একটা থ্রেড করে ফেলতেই পারি।
১। বিভিন্ন দেশের ফলের উপর আলাদা আলাদা থ্রেড খুলতে পারেন। যেখানে ফলে উপস্থিত খাদ্য উপাদান ও ঔষধি গুনাবলী উল্লেখ করে দিবেন

২। ভারতের প্রত্যেকটি প্রদেশের পূর্ণাঙ্গ বিবরন দিয়ে থ্রেড খুলতে পারেন
৩। মহাকাশ গবেষণার উপর থ্রেড খুলতে পারেন
 
ওয়া আলাইকুমুসসালাম
আলহামদুলিল্লাহ্‌ আমি ভালো আছি মামা।
যতদূর সম্ভব চেষ্টা করছি সাবধানতা অবলম্বন করার এবং অন্যকে সাবধানতা অবলম্বনে উদ্বুদ্ধ করার। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমার কাজের প্রয়োজনে বেশ কিছু সরকারী প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। কিন্তু সেখানে এতোটাই জঘন্য অবস্থা যে, ঐসব যায়গায় যদি কোন করনা ভাইরাস বহনকারি ব্যাক্তি যায় তবে এই রোগ মহামারী আকারে ছড়াতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে। আমি অফিসে এসে হাত ও মুখ জীবানু মুক্ত করতেছি, কিন্তু আমার শরীরের পোষাক তো জীবানু বহন করতে সক্ষম তাইনা!! আগামীকাল যদি অফিস বন্ধ ঘোষণা না করে তবে মনেহয় বেতন ছাড়াই ছুটি নিতে বাধ্য হবো অথবা আবার স্বেচ্ছায় বেকারত্ব বরণ...


উত্তম প্রস্তাব।
 
আমি কি ঢাকাইয়া নাকি !
এই খেলা তো খালি ঢাকাইয়াগোর লাইগ্যা নির্দ্ধারিত !



তাহলে আর অন্য জেলার লোকেদের ব্যাট বল রাখার দরকার কি?
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top