What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (22 Viewers)

Status
Not open for further replies.
প্রকাশ কথাটির সাথে রবী ঠাকুরের গানের দুটি চরণ মনে পড়লোঃ

"চরণে ধরিয়া তব কহিব প্রকাশি,
গোপনে তোমারে সখা, কত ভালোবাসি।"
আপনার এই সময়োপযোগী মনে পড়াটা আমি খুব উপভোগ করি...
আপনার মতো সঠিক স্থানে সঠিক রিপ্লাই আমরা কেউ কেউ করতে পারি না !
 
৩৯ নং ওভার টা লাকি।
মোস্তাফিজের ০২টা (মেডেন) উইকেট ।
৪০ নং ওভার আনলাকি।
সাইফউদ্দিন ১৪ রান দিল ।

হায় costly.
শুরুতেই যখন সহজ ক্যাচ হাতছাড়া হয়ে গেছে তখন আর এই ১৪ রানের জন্য আফসোস করে লাভ কি ?
প্রথম পাওয়ারপ্লেতে একাধিক উইকেট তুলে নিতে পারলে আর এর জন্য এতো আফসোস থাকতো না !!
 
জাতীয় নদী রক্ষা কমিশন আছে জানি...
এই নদী বাঁচাও শ্লোগানকে সামনে রেখে তথা নদীকে কেন্দ্র সরকারী দপ্তর আরো অনেক থাকার কথা। যারা কোনো না কোনোভাবে নদীর সাথে সম্পৃক্ত। নদীর এই বেহাল দশার জন্য তাদের প্রত্যেকেরই দায়ভার আছে বলে আমি মনে করি। শুধু জনগণের আন্দোলন দিয়ে কিসসু হবে না, যতোক্ষন না পর্যন্ত নদীর সাথে সম্পৃক্ত সরকারী সবগুলো বিভাগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে না আসে।
 
WONDERFUL মোস্তাফিজঃ
১০ ওভার ৫৯ রান ৫ উইকেট ।
মোস্তাফিজ তার খেলাটা খেলে দিয়ে গিয়েছিলো। যদিও প্রথম স্পেলে তার কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করেছিলাম। তথাপিও সে কালকে ভালো বল করেছে !!
 
মোসতাফিজ আর সাকিবের মত আরো ২টা বোলার যদি দলে থাকতো...
ব্যাটারা মেলা রান ৩১৪/৯ কইরা ফালাইছে...
ডর লাগতাছে... কি হয় ? কি হয় ?
আল্লাহ চাহেন তো এখন ব্যাটিং টা ভালো হইলেই হয়...

৩১৫ রান অবশ্যই চেজ করা সম্ভব ।।
আমি মেহদী মিরাজের অভাবটা বেশ অনুভব করেছি।
মেহদীর বিকল্প রুবেল হতে পারে না !
 
Rohit er catch ta na porle - Indiar middle order ja obostha dekhtasi - eita BD er jeta match chhilo. Jak ge dekha jak baki ta bhaggyo. Pitch e olpo bhangon dhoreche, tobe Indiar aj sherom spinner nai.
কথায় আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস !!
আমাদের বেলায় দু দুবার এরকম হলো। প্রথম অস্ট্রেলিয়ার খেলার দিন, ওয়ার্ণারের ক্যাচ ড্রপ করে তাকে বিশাল রান করার সুযোগ করে দিয়েছিলাম। আর গতোকাল ইনফর্ম ব্যাটসম্যান রুহিতের ক্যাচ ড্রপ করে সেমি থেকে ছিটকে বেরিয়ে এলাম !!
 
ট্রেনারের বড় অভাব এখন.........
আপনার কোনো শিষ্যকে যোগ্য উত্তরসুরী বানাইয়া লন...
 
আজকেরটা এখনো চলছে, দেখি.....
শেষ পর্যন্ত আর পারলাম না !
তবে সেক্ষেত্রে নিজেদের বেশকিছু ভুলও ছিলো ! বিশেষ করে ব্যাটিংয়ের সময় !!
 
কিন্তু জাম্বুরে কখনোই বেল তলায় যাইতে দেখি নাই 😶
যাইবো ক্যামতে ?
ন্যাড়া কি বেলতলায় যায় নাকি !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top