What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (3 Viewers)

Status
Not open for further replies.
বনবাসে যাবার আগে তো ওনাকে পাখিম্বুলেন্স ডাকতে দেখেছিলাম।
শেষ পর্যন্ত পখিম্বুলেন্স আর রোগির মাঝে ব্যাটে বলে হয়নি...
আমি তখন দাওয়াখানায় বসে বসে মাছি মারতেছিলাম...
 
শুভ সকাল আপনাকেও।
কামনা করছি আপনার বরাদ্দে আজকের বাঁশগুলো আছিলা না হয়ে যেন মসৃণ হয়। :giggle:
এতগুলো বসন্ত বাঁশ খেয়ে কাটালাম এখন আর আছোলা লাগে না কিছু সব মসৃণ হয়ে গেছে
 
সেই যুগটাই ভালো ছিলো...
তখন ইচ্ছে করলেই সহজে কেউ কাউকে লজ্জায় ফেলতে পারতো না !



এই যুগ আরও ভালো।
লজ্জা লজ্জা পেয়ে বিবেককে নিয়ে ভাগুড়া হয়ে গেছে।
আপনি যা খুশী করতে পারেন।
কেউ আপনাকে লজ্জা দিতে পারবেনা।
 
কি জানি মামা, আমাদের দেশে কিছুদিন জাবত যা চলছে, যেমন সেন্দী সাহা, মণটি রয়, এরা যেভাবে মামা থেকে খালা হয়ে যাচ্ছে, @arn43 মামাও না কবে খালা হয়ে যায়।
ওরাও কি ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছিলো !!
 
কিভাবে পারলেন ?
যদি এই মর্মে কিছু বাণী আমাদের তরে এখানে দিতেন। আমরাও উপকৃত হতাম, রানী খালা !



খুবই সহজ।
মনে করেন পিঁয়াজ নামে কোন শস্য পৃথিবীতে কোন কালেই ছিল না।
 
শেষ পর্যন্ত পখিম্বুলেন্স আর রোগির মাঝে ব্যাটে বলে হয়নি...
আমি তখন দাওয়াখানায় বসে বসে মাছি মারতেছিলাম...


সেই ভাবনায় সন্তস্ট থেকে আপনি মাছি মারতেই থাকেন।

পাখিম্বুলেন্স যে আপনার রুগী নিয়ে হাওয়া হয়ে যায়নি তার নিশ্চয়তা কে দিল ??
 
এতগুলো বসন্ত বাঁশ খেয়ে কাটালাম এখন আর আছোলা লাগে না কিছু সব মসৃণ হয়ে গেছে



দেখলেন তো ! কি প্রচণ্ড শক্তি অন্তর্নিহিত ছিল শুভ কামনায়।
শুধু ভবিষ্যৎ নয়, গহীন অতীতেও অনুপ্রবেশ করে কাজ করে ফেলেছে :giggle:
 
যে প্রাকৃতিক যুক্তির কথা বললেন সেটাও কি বিতর্কের উরধে ?? বা সম ভাবে বন্টিত ??
কোথাও বরফের শীতলতার নীচে মানুষ বাস করছে আবার কোথাও মানুষ তপ্ত উষ্ণতায় পুড়ছে।
কোথাও অধিবাসীদের অথৈ জলে ভাসিয়ে দিয়ে নদীর কূল ভাংছে আবার কোথাও দুঃখী মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে চর জাগছে।
কারও প্রান বাঁচানোর জন্য কাউকে প্রান হারিয়ে খাদ্যে পরিনত হতে হচ্ছে।
এগুলোর যুক্তি খুঁজে কোন মুক্তি নেই তাই সব কিছুর সাথে খাপ খাইয়ে মানুষ জীবন কে বইয়ে নিয়ে যাচ্ছে।

এগুলো বলে আমি আপনাকে আমাদের নিয়ম গুলো ভালো বা সঠিক বলে কনভিন্স হতে বলছি না।

আমাদের এখানে যে রুলস আছে তার সব বিতর্কের উরধে নয়। কিন্তু ফোরামের জন্য প্রয়োজন।

দেশের আইন যেমন দেশের সাধারন ও সুস্থ মনের জনগনের সমৃদ্ধির জন্য বন্ধু ভাবাপন্ন তেমনি কিছু কিছু আইন আছে যেগুলো দুষ্ট লোকেদের অনিষ্ঠের হাত হতে সাধারন বা ভালো মানুষদের বাঁচানোর জন্য তৈরি করা হলেও সাধারন মানুষরাই মনে করে যে এগুলো তাদের হ্যারাস করছে। বিশেষ করে যখন দেশে ভালো আইন শৃঙ্খলিত পরিস্থিতি বিরাজ করছে তখন বেশী সমালোচিত। যেমন ধরেন পোর্টে কাস্টমস ইমিগ্রেশন চেকিং বা কোন জনসমাবেশ এলাকায় এলাকায় নিরাপত্তা চেকিং, বা কোন গুরুত্ব পূর্ণ স্থাপনায় প্রবেশ করার অনুমতি পদ্ধতি অনেকের কাছেই বাহুল্যতা, বিরক্তিকর বা হ্যারাসিং মনে হতে পারে। কিন্তু বাহুল্য হলেও আইন যখন বিরাজমান তা মানতে হবে। সেটাই শৃঙ্খলা ও তার মধ্যেই নিরাপত্তা নিহিত আছে সেটা বিশ্বাস করতে হবে।

আইন একবার তৈরি হলে সেটা বদলানো যাবে না আমি বা আমরা (স্টাফ প্যানেল) সেটাও বলছি না। অনেক রুলস এর পরিবর্তন বা পরিমার্জন করা হয়েছে আমাদের এই ফোরামের। স্টাফ প্যানেলের যে এক্সক্লুসিভ থ্রেড আছে সেখানে সময়ের প্রয়োজনে ফোরামের উন্নয়নের জন্য অনেক যুক্তি তর্কের আলোচনা হয় যেটা আপনাদের দৃষ্টির বাইরে। আমরা যে মিলনমেলার আয়োনজন করি সেটার মূল উপলক্ষ সাধারন মেম্বারদের সাথে ইন্টার‍্যাকশনের মাধ্যমে সাধারন মেম্বারদের সেন্টিমেন্ট অনুধাবন করা এবং আমরা তা করি।



আপনি আমি বা আমাদের মত আনন্দ পিয়াসিরা অনেক সোশ্যাল মিডিয়া বা এপ্স পেতে আপনার কম্পিউটার বা মোবাইলের [পার্সোনাল ডাটা ছবি ও অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভাণ্ডারে এক্সেস দিতে দ্বিধা করছিনা সেগুলো আমাদের প্রয়োজন ভেবে। আর তাদের রুলস গুলো এগ্রি করে যাচ্ছি না পড়েই। অথচ আমাদের এই ফোরামের সাধারন নিয়মগুলো পর্বত সমান বোঝা বা হ্যারাসমেট বলে বিবেচিত হচ্ছে।

আমারা মনে করি আমারা এখন এমন এক পর্যায়ে আছি সেখানে আমাদের রুলসগুলো অনেক সহনীয় এবং ফোরামের জন্য এর প্রয়োজনীয়তা অনেক।

তারপরেও যদি আপনার কোন নিয়ম বিশেষ খারাপ লাগে সেটা কি কারনে খারাপ লাগছে সেটার বিস্তারিত সাজেশন সহ মতামত সেকশনে উপস্থাপন করুন। আপনার মতামত যদিও আপাততভাবে অগ্রহণযোগ্য হয় তারপরেও সেটা আমাদের বিবেচনায় থাকে এবং সেটা নিয়ে আমরা যথেষ্ট কাজ করি।
বিস্তারিত আলোচনায় অনেক কিছুই স্পস্ট হয়েছে। তারপরেও রুলসের ব্যাপারে যদি কারো কোনো পরামর্শ বা মন্তব্য থাকে, তবে তা সেকশনে দেয়ার পথ তো খোলাই আছে। এই জন্যই অফলাইন আড্ডার কোনো বিকল্প নেই। অফলাইন আড্ডায় এসব ব্যাপারে বসে আরো বিস্তারিত আলোচনা করা যায়। যেগুলো এধরনের ওপেন থ্রেডে আলোচনা করলে হয়তো ভুল বুঝাবুঝি হতে পারে।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top