What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (7 Viewers)

Status
Not open for further replies.
আড্ডার আসর ১২০০ পাতায় পৌছালো... দারুন...
এই ঘোষনাটা আরন মামাই দেয়...
আজকে আমি চান্সে... :ROFLMAO:
লাঞ্চের পর একটু গড়াগড়ি করতে যাইয়া মনে হয় চোখের পাতা একটু একসাথে হইয়া গেছিলো। ফেরার পথে রাস্তায় এক ঝামেলার কারনে একটু বিলম্বেই ফোরামে ঢুকতে হয়েছে। ঢুকেই দেখি মেলাটুকু আগাইয়া গেছে আড্ডার পাতা। লাঞ্চের আগে ভাবছিলাম লাঞ্চের পরে আইস্যা ঘোষনাটা দিয়া দিতে পারুম।
আড্ডার এই রেসে নিজেকে শামিল রাখতে পাইরা নিজেকে ধন্য ভাবতেছি...
আপনাকে অনেক ধন্যবাদ, মামা। সময় মতো ঘোষনাটা সাটাইয়া দিছেন বলে !
 
আপনার কথামালা চমৎকার...
ফোরামে সবার ক্ষেত্রেই অফেন্সিভ অ্যাটিচুড বা পার্সোনাল অ্যাটাক ছাড়া মাইন্ড করার কিছু নাই...
এখানে নাদেখা কিছু বন্ধুদের সাথে আড্ডা দেই...
আড্ডা হয়, গল্প-গুজব হয়, ফান হয়... চমৎকার সময় কাটে...

নিজের সময় সুযোগ মত আড্ডায় যোগ দিতে পারেন, আশাকরি ভালো লাগবে... ধন্যবাদ... :)
আপনাকেও ধন্যবাদ !
হে হে হে... সুযোগে আমিও দিয়া দিলাম !!
 
মন খুইল্লা কতক্ষণ হাসলাম মামা...
একটা জোক পড়ছিলাম...
পুলিশের গু তে বকের মৃত্যু...

পরদিন কারেকশন দিলো - পুলিশের গুলিতে যুবকের মৃত্যু, পাছার ভুলে আমরা দুঃখিত :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:...
আপনার হাসি থামতে না থামতে এই পোস্ট পইড়া আমার হাসি শুরু হইয়া গেলো...
 
আচ্ছা কেউ তামিল বা তেলেগু রুমান্টিক মুভির সাজেশন দিতে পারবেন? আমি ইংলিশ, জাপানিজ, বাংলা মভি দেখি মেইনলি। তামিল, তেলেগু মুভি সম্পপরকে অনেক কথা শুনেছি কিন্তু দেখা হয় নাই কখনও। আজ হঠাৎ দেখার খুব ইচ্ছা হচ্ছে।
আগাম ধন্যবাদ।
দুঃখিত, মামা। আমার তালিকায় তামিল/তেলেগুর নাম নেই। পুরান আমলের লোক আমি। আমি ফ্রেঞ্চ আর ইটালিয়ান ভিন্তেজের উপরই আছি...
 
সামান্য এই লাইন ক'খানি পাখি মামার বা আরো কারো একটু কাজে লাগলেই আমি কৃতার্থ বোধ করব...
অনেক ভালো লাগা, মামা...
এমন কিছু লোক আছে দুঃসময়ে তাদের একটা কথা কিংবা তাদের মুখদর্শনে মনের অবস্থা পুরো পাল্টে যায়। অন্যের বেলায় এটা কতোটা কার্য্যকর জানি না। তবে আমার বেলায় এরকম অনেকবার ঘটতে দেখেছি...
 
Fahima আড্ডায় অনিয়মিত হলেও Creative Writing সেকশনে বেশ Active...
তার ও যুবি মামার চমৎকার লেখাগুলি পড়ব পড়ব করে দেরী হয়ে যাচ্ছে...
আড্ডায় বড় বেশী মশগুল হয়ে গেছি নাকি...!! :p
এরকম ক্ষেত্রে আমি সাধারণত যে থ্রেডগুলো পড়তে চাই সেগুলো বুকমার্ক করে রাখি। আড্ডার বা অন্য কোনো কাজের পরে সুযোগ পেলেই বুকমার্ক করা থ্রেডের দিকে প্রথম মনোযোগ দেই। তাতে করে পড়তে চাওয়া থ্রেডগুলো মিস হয়ে যায় না। হয়তো একটু সময় লাগে... কিছুটা ঠান্ডা হয়ে আসে থ্রেডের গরমাগরম ভাব...
 
ইস, একটুর জন্য 'খাল কাইট্যা কুমির আনছিলো' হয় নাই... :ROFLMAO:
আসলে খাল কাইট্যা কুমির আনতে গিয়াই খান কাইট্যা কুমার হইছিলো...
 
দাওয়াখানার সামনে ৯৯, ৯৯ বইলা ডাক পাড়লে কৌতুহলি হইয়া কেউ উকি দিতেও পারে, ব্যাস হেকিম মামার শততম রোগী Complit...
এই ডাক কি এখন থাইক্যা ডাকতেছি ? গতো নয় বৎসর ধইরা ডাকতে ডাকতে এখন গলা দিয়া আর স্বর বাইর হয় না...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top