What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (5 Viewers)

Status
Not open for further replies.
ভক্ত সমর্থকদেরও দোষ আছে। এক একটা প্লেয়ারকে এমনভাবে মার্ক করে সমালোচনা হচ্ছে তা তার মানসিক স্বাস্থ্যের জন্য সত্যি খারাপ। দুঃসময়ে প্লেয়ারদের সাথে থাকব আমরা, উলটা আমি নিন্দা করি তাদের সতীর্থদের তাদের নিজেদের ডিফেন্ড করে লাগে।
আমি জানি না, এখানে কোনো প্লেয়ারকে মার্ক করে তার উপর দোষারোপ করা হয়েছে কিনা। তবে খেলার সামগ্রীক মান নিয়ে আলোচনা হয়েছে। আর এর প্রতিকার বিষয়ে কিছু করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করা হয়েছে মাত্র। এতে কোনো প্লেয়ারের মনে আঘাত লাগার তো কথা নয়। তবে সোস্যাল মিডিয়াতে বিশেষ করে ফেবুতে অনেক ধরনের মন্তব্যই অনেকে করে থাকেন। তার মাঝে যেমন বোদ্ধা ক্রিকেটপ্রেমী আছেন, তেমনি আছেন বাংলার ঐতিহ্যবাহী হুজুদের দল। এখন সেসব হুজুগে কে কি বললো সেটি ধর্তব্যের মাঝে পড়ে না। তবে এটা ঠিক ক্রিকেটকে ক্রিকেটের মতো ভেবেই মন্তব্য করা উচিৎ। অযথা অতিরিক্ত উচ্চভিলাসী মন্তব্য ক্রিকেটের উন্নয়নে তথা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে কখনো সহায়ক হয় না !
আমরা সব সময়ই ক্রিকেটারদের পাশে থেকে তাদের ভালো খেলতে উৎসাহিত করতে চাই। কাউকে অহেতুক সমালোচনা করে তার খেলার মান খারাপ করতে চাই না। সেক্ষেত্রে বরং ক্রিকেটের কর্তাব্যাক্তিরা যদি আরেকতু সচেতন হন, বিশেষ করে টিম সিলেকশন থেকে টিম কম্বিনেশনের ক্ষেত্রে তবে তা দলের জন্য, তথা দেশের জন্য আরো ভাল কিছু বয়ে আনার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখবে।
 
আচ্ছা কেউ তামিল বা তেলেগু রুমান্টিক মুভির সাজেশন দিতে পারবেন? আমি ইংলিশ, জাপানিজ, বাংলা মভি দেখি মেইনলি। তামিল, তেলেগু মুভি সম্পপরকে অনেক কথা শুনেছি কিন্তু দেখা হয় নাই কখনও। আজ হঠাৎ দেখার খুব ইচ্ছা হচ্ছে।
আগাম ধন্যবাদ।
ভালো একটা তামিল ছবির নাম বলতে পারি Hey Ram, ২০০০ সালে রিলিজ হয় ছবিটা. এটার হিন্দি ভার্সনটা দেখেছি এবং আমার খুবই ভালো লেগেছিলো তখন, আমার জীবনে দেখা অন্যতম একটা শ্রেষ্ঠ ছবি
 
বুঝা গেছে আজকে আপনার মনটা ফুরফুরা...
দুইদিন (আসলে একদিন) মামীর সাথে সময় কাটানোর ফল হাতেনাতে যে পাইয়া গ্যাছেন...

একেই বলে অভিক্ষতা, অনুভবটা অনুভব করা...
ভালো লাগা মামা... :)
 
আড্ডার ঘর ১২০০ পাতা অতিক্রম করলো...
সকল আড্ডাবাজকে অনেক অনেক অভিনন্দন !!
সেইসাথে অভিনন্দন আপনাকেও .............
 
থাকতে পারে... আপনার মন্তব্যে খানিকটা যুক্তিও আছে...

তবে কথা হলো আন্তর্জাতিক পর্যায়ে এক একজন প্লেয়ার দেশ ও দলের প্রতিনিধিত্ব করে । তার ও তাদের মানসিক স্বাস্থ্য এমনটাই হওয়া বাঞ্চনীয় যে প্রতিদন্ধী দলের খেলোয়াড়দের সাথে শারিরীক ও মানসিকভাবে প্রতিদন্ধিতা গড়ে তুলতে পারে । তারা পেশাদার । দেশ ও দলের প্রতি দায়বদ্ধতা তাদের কাছে কাম্য । নিশ্চয়ই লক্ষ্য করেছেন অন্যান্য পেশাজীবিদের তুলনায় তারা অনেক বেশী সুযোগ সুবিধা ভোগ করে...

অবশ্যই সুসময়ে ও দুঃসময়ে প্লেয়ারদের সাথে থাকব আমরা, ভালো পারফর্মেন্সে যেমন মন থেকে প্রশংসা করি, তেমনি খারাপ পারফর্মেন্সে সমালোচনা/নিন্দাও করতে পারি...

খেয়াল করুন - এই প্রশংসা/নিন্দা/সমালোচনা কিন্তু ভালোবাসারই প্রতিফলন...

এক একটা প্লেয়ারকে এমনভাবে মার্ক করে সমালোচনা হচ্ছে, প্রসঙ্গে বলি -
একটা সিরিজের ৩টা ম্যাচে একজন স্পেশালিষ্ট ব্যাটসম্যান যখন ২, ১৯, ০ = মোট ২১ রান করে বা ৯, ৬, ৩ = মোট ১৮ রান করে তখন ভক্ত সমর্থকদের কেমন লাগে তা নিশ্চয়ই আপনার জানা আছে...

আমরা নিশ্চিতভাবে জানি বাংলাদেশে সকল ধরনের পেশাজীবিরা তাদের সতীর্থদের ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সবকিছুতেই ডিফেন্ড করে থাকেন...

মতামতের জন্য আপনাকে ধন্যবাদ...
ঘটনা আসলে এখানেই শেষ নয়, মামা। যখন একজন বোলার ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়, কিংবা একজন ব্যাটসম্যান বোলারের ভূমিকায় ভালো পারফরম্যান্স দেখায় তখন মনে প্রশ্ন জাগে কে আসল ব্যাটসম্যান আর কে আসল বোলার !!
সৌম্যের বোলিং দেখে অন্তত তার বোলিং ফিগার দেখে অনেকে ভাবতেই পারবে না যে সে একজন জেনুইন ব্যাটসম্যান। সৌম্যের এই ধরনের বোলিং ফিগার দেখার পর জেনুইন বোলারদের বোলিং ফিগার দেখলে বেশ আশ্চর্য্যই হতে হয় !
 
এই জায়গায় মেইনলি বোর্ডের দায়িত্ব নেওয়া দরকার ছিলো। আমরা এখন আর দুই-তিনজনের টিম না। ১১টা প্লেয়ারই ভালো খেলে। সো কেউ লাগাতার খারাপ পারফর্ম করলে তাকে বেঞ্চে বসাইলে ক্ষতি তো হতোই না বরং আরও ভালো ভালো প্লেয়ার উঠার সুযোগ বাড়ত।
আপনার সাথে সম্পুর্ণ একমত পোষন করছি, মামা।
তবে কিছু কিছু প্লেয়ার আছেন, যারা যে কোন সময় ফর্মে ফিরতে পারেন। তাদেরকে লাগাতার সুযোগ দেয়াটা অন্যায় কিছু না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কোন প্লেয়ারকে এই সুযোগটা দেয়া যেতে পারে।
ঠিক একইভাবে যদি কোনো খেলোয়াড় কোনো কারনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, তবে তাকে সাময়ীক বিশ্রাম দিয়ে তার মানসিক শক্তি ফিরে পাবার সুযোগ দেয়া যেতে পারে। শচিন টেন্ডুলকারের মতো গ্রেট প্লেয়ারের ক্ষেত্রেও এই থেরাপী প্রয়োগ করা হয়েছিলো। এবং এতে ভালো ফলাফলই হয়েছিলো...
 
আপনাদের অমায়িক ব্যাবহার খুব ভালো লাগছে আমার। আমি কথার শেষে ধন্যবাদ দিতে ভুলে যাই। মাইন্ড করবেন না যেন আবার।
এখানে আমরা এতো সহজে মাইন্ড খাই না। মোটামুটি বলা চলে আড্ডা ঘরে এই খাবারটা খুব একটা চলেই না...
আপনি নিশ্চিন্তে চালিয়ে যান, মামা।
 
আড্ডার ঘর ১২০০ পাতা অতিক্রম করলো...
সকল আড্ডাবাজকে অনেক অনেক অভিনন্দন !!

আপনাকেও অনেক অনেক অভিনন্দন...
চান্সে আমি একটা পোস্ট দিছিলাম... হা হা হা...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top