What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios আমার প্রিয় কিছু গান (1 Viewer)

khub shundor collection

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মামা। আশা করি মাঝে মধ্যে এসে থ্রেডের অগ্রগতি দেখে যাবেন...
 
ছায়াছবিঃ লালুভুলু
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
গীতিকারঃ মাসুদ করিম
সুরকারঃ সুবল দাস
পরিচালকঃ কামাল আহমেদ
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা


দোস্তী যদি চাও এসো, কান্না ভুলে আজ হাসো...

দোস্তী যদি চাও এসো, কান্না ভুলে আজ হাসো...
 
সাবিনা ইয়াসমিনের গাওয়া আরেকটি গান আজ শেয়ার করলাম। গানটি নেয়া হয়েছে 'সুন্দরী' ছায়াছবি থেকে। ছবিটি মুক্তি পেয়েছিলো ১৯৭৯ সনে। ববিতা ইলিয়াস কাঞ্চন অভিনীত এই ছবিটি তখনকার সময়ে বেশ আলোচিত একটি ছবি ছিলো। এই ছবির গানগুলোর মাঝে পোস্টকৃত গানটি ছিলো সবথেকে বেশী জনপ্রিয়। গানটির কথা লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যাক্তিত্ব 'আমজাদ হোসেন।' আর গানটির সূর করেছেন 'আলাউদ্দীন আলী'। ছবিটির পরিচালকও ছিলেন আমজাদ হোসেন।

আমি আছি থাকবো, ভালোবেসে মরবো...

আমি আছি থাকবো, ভালোবেসে মরবো...

আমি আছি থাকবো ভালবেসে মরবো
দোহায় লাগে তোমার আমারে পাগল কইরো না।।

আঁচলে ফুল রেখেছি তোমায় দিল বলে
কপালে টিপ দিয়েছি যাব সময় হলে।
দোহায় লাগে তোমার ঘরের বাহির কইরো না।।

আগুনে হাত দিয়েছি পুড়ে যাব বলে
ভালবাসার সুখ নেবো আমি জ্বলে জ্বলে

দোহায় লাগে তোমার কলংকে নাম দিও না।।
 
Amaro
সাবিনা ইয়াসমিনের গাওয়া আরেকটি গান আজ শেয়ার করলাম। গানটি নেয়া হয়েছে 'সুন্দরী' ছায়াছবি থেকে। ছবিটি মুক্তি পেয়েছিলো ১৯৭৯ সনে। ববিতা ইলিয়াস কাঞ্চন অভিনীত এই ছবিটি তখনকার সময়ে বেশ আলোচিত একটি ছবি ছিলো। এই ছবির গানগুলোর মাঝে পোস্টকৃত গানটি ছিলো সবথেকে বেশী জনপ্রিয়। গানটির কথা লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যাক্তিত্ব 'আমজাদ হোসেন।' আর গানটির সূর করেছেন 'আলাউদ্দীন আলী'। ছবিটির পরিচালকও ছিলেন আমজাদ হোসেন।

আমি আছি থাকবো, ভালোবেসে মরবো...

আমি আছি থাকবো, ভালোবেসে মরবো...

আমি আছি থাকবো ভালবেসে মরবো
দোহায় লাগে তোমার আমারে পাগল কইরো না।।

আঁচলে ফুল রেখেছি তোমায় দিল বলে
কপালে টিপ দিয়েছি যাব সময় হলে।
দোহায় লাগে তোমার ঘরের বাহির কইরো না।।

আগুনে হাত দিয়েছি পুড়ে যাব বলে
ভালবাসার সুখ নেবো আমি জ্বলে জ্বলে

দোহায় লাগে তোমার কলংকে নাম দিও না।।
Amaro pryo gun

এবারের গানটি নেয়া হয়েছে "অশ্রু দিয়ে লেখা" ছায়াছবি থেকে।
গানটির শিল্পীঃ সাবিনা ইয়াসমিন।
সূরকারঃ আলী হোসেন
গিতিকারঃ ড. মনিরুজ্জামান
ছবিটি পরিচালনা করেছেনঃ কামাল আহমেদ
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা, সুচন্দা, আনোয়ার হোসেন
ছবিটির মুক্তি সাল হলো- ১৯৭২।


aA99MQL.jpg


অশ্রু দিয়ে লেখা এ গান...

অশ্রু দিয়ে লেখা এ গান...

অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।



যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন যেন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইক্ষণে
কখনো দূরে যেওনা।।



ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।



মধু কুমকুমে, নব মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।
Khuboi jonopryo gun

সাবিনা ইয়াসমিনের গাওয়া আরেকটি গান আজ শেয়ার করলাম। গানটি নেয়া হয়েছে 'সুন্দরী' ছায়াছবি থেকে। ছবিটি মুক্তি পেয়েছিলো ১৯৭৯ সনে। ববিতা ইলিয়াস কাঞ্চন অভিনীত এই ছবিটি তখনকার সময়ে বেশ আলোচিত একটি ছবি ছিলো। এই ছবির গানগুলোর মাঝে পোস্টকৃত গানটি ছিলো সবথেকে বেশী জনপ্রিয়। গানটির কথা লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যাক্তিত্ব 'আমজাদ হোসেন।' আর গানটির সূর করেছেন 'আলাউদ্দীন আলী'। ছবিটির পরিচালকও ছিলেন আমজাদ হোসেন।

আমি আছি থাকবো, ভালোবেসে মরবো...

আমি আছি থাকবো, ভালোবেসে মরবো...

আমি আছি থাকবো ভালবেসে মরবো
দোহায় লাগে তোমার আমারে পাগল কইরো না।।

আঁচলে ফুল রেখেছি তোমায় দিল বলে
কপালে টিপ দিয়েছি যাব সময় হলে।
দোহায় লাগে তোমার ঘরের বাহির কইরো না।।

আগুনে হাত দিয়েছি পুড়ে যাব বলে
ভালবাসার সুখ নেবো আমি জ্বলে জ্বলে

দোহায় লাগে তোমার কলংকে নাম দিও না।।
Etao jonopryo gun
 
ছায়াছবিঃ নরম গরম
শিল্পীঃ রুনা লায়লা
অভিনয়েঃ ওয়াসিম, অঞ্জু


RHRcd9X.jpg


এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।...

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।...

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে।
আমায় তুমি ফেলে যেও না।।



এতদিন পরে কাছে এলে
ওগো এখনি কেন যাবে চলে
এ হৃদয় জুড়ে পিয়াসা
ভেঙ্গে দিওনা আমার এ আশা
ভালো যদি আমায় নাই বাসো একটু করো করুণা।।



জীবনের আকাঁবাকাঁ পথে
ও গো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
তুমি ছাড়া জীবনে

আর তো কিছুই চাইবো না।।
 
এবারে রয়েছে 'মা' কে নিয়ে একটি গান। এখনকার সময়ে মা কে নিয়ে প্রচুর গান হয়েছে। অনেক গানই শ্রুতিমধুর না হলেও মা'র প্রতি ভালোবাসার কারনে গানের কথা কিংবা সূরটা ভালো লেগে যায় অনেকের কাছেই। প্রত্যেকটা মায়ের গানই বেশ ভালো। বিশেষ করে গানের কথাগুলো। আগের দিনে মায়ের গানের সাথে ধর্মীয় একটা ভাব থাকতো। আর এই গানটিতে তো সূর আর কথার এক অপূর্ব সমন্বয় ঘটেছে। আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মধ্যে রাতের নীরবে খুব মনোযোগ দিয়ে শুনে কেঁদেছিও...

গানটির শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম।
ছায়াছবির নামঃ শহর থেকে দূরে
গীতিকারঃ মাসুদ করিম
সুরকারঃ সবল দাস
পরিচালকঃ দিলীপ সোম
শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেনঃ ফারুক, জইয়শ্রী, বুলবুল, রোজিনা

মুক্তির সালঃ ১৯৭৯


7sFOB77.jpg


মা তুই বেহেস্তের ফুলের হাসি মা...

মা তুই বেহেস্তের ফুলের হাসি মা...
 

Users who are viewing this thread

Back
Top