What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios আমার প্রিয় কিছু গান (8 Viewers)

রুনা লায়লার গাওয়া গান। মনে হয় নিজের কথা নিজে গানের মাধ্যমে বলে দিচ্ছে। যদিও গানটি মূলত আধুনিক গান, তথাপিও পরবর্তীতে গানটি 'শিল্পী' ছবিতে সংযোজিত হওয়ায় আমি যে সময়ের গান আপলোড করছিলাম, সেটা থেকে একটু পরবর্তী সময়ের হয়ে গেছে। কিন্তু গানটির রেকর্ডিং এর সময় ধরলে এটা পুরোনো দিনেরই গান!
ছবির নামঃ শিল্পী
শিল্পীঃ রুনা লায়লা
সুরকারঃ সুবল দাস
গিতকারঃ মাসুদ করিম


শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো...

শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো...

শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো
তোমাদেরই মন ভরাবো
শিল্পী হয়ে তোমাদেরই মাঝে
চিরদিন আমি রবো
শিল্পী আমি শিল্পী।।
আমিও সুখে দুখে মানুষ গড়েছি স্বপ্নের ফানুস
আছে ভাবনা আছে যাতনা
আছে প্রেম ভালবাসা মনে
সেই প্রেম আমি যে আজ বিলাবো।।
কখনো গান থেমে গেলে আমাকে যেয়োনাকো ভুলে
রেখো মনে তে এই আমি যে
তোমাদের কতো কাছে ছিলাম

স্মৃতি হয়ে চিরদিন বেঁচে রবো।
 
ছবির নামঃ নিশান
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
শ্রেষ্ঠাংশেঃ জাভেদ, ববিতা


এ স্মৃতি একদিন ইতিহাস হবে...

এ স্মৃতি একদিন ইতিহাস হবে...

এ স্মৃতি একদিন ইতিহাস হবে
তুমি যে আমার মানসী হবে

হবে তুমি মোর অনুরাগী
ছন্দ হারা মনে ছন্দ জাগাবে।।


ভাল লাগে না মন খুজে তাই
এই ফাগুনে অভিমানিনী।
তোমার দেয়া এই উপহার
হৃদয়ের গভীরে জড়িয়ে রবে।।


যত অভিমান জানি ভুলবে
রাঙ্গা অধরে হাসি ছড়াবে।


চলার পথের ক্ষণিক বিরাম
অনুরাগ হয়ে দেখা যে দেবে।।
 
ছবির নামঃ জিঘাংসা
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও রুনা লায়লা
সুরকারঃ মনসুর আলী
গীতিকারঃ দেওয়ান নজরুল


পাখীর বাসার মতো দুটি চোখ তোমার...

পাখীর বাসার মতো দুটি চোখ তোমার...

ও অনুপমা ও নিরুপমা
পাখির বাসার মত দুটি চোখ তোমার
ঠিক যেন নাটোরের বনলতা সেন।


আমি আজ হারিয়েছি
তোমারই পরশে স্বপ্নীল আবেশে
ও অনুপমা ও নিরুপমা


অনেক আশার সুরভি দিয়ে
পথ বেধেছি তোমায় পেয়ে
তুমি যে আমার ওগো আমি যে তোমার
কাছে কাছে অনুরাগে


সে পথ যেন আলোয় ভরা
একটি বাসর গরবো মোরা
তুমি যে আমার ওগো আমি যে তোমার
কাছে কাছে অনুরাগে


আমি আজ হারিয়েছি
তোমারই পরশে স্বপ্নীল আবেশে
ও অনুপমা ও নিরুপমা


কথার মালা গাথবো এসো
সুরে সুরে মোরে ভালবেসো
তুমি যে আমার ওগো আমি যে তোমার
কাছে কাছে অনুরাগে


দুটি মনের দুটি তাঁরা
রইবো নাকো সাথী হারা
তুমি যে আমার ওগো আমি যে তোমার
কাছে কাছে অনুরাগে


আমি আজ হারিয়েছি
তোমারই পরশে স্বপ্নীল আবেশে

ও অনুপমা ও নিরুপমা।।
 
ছবির নামঃ ঘর সংসার
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
গীতিকারঃ ড. মুহাম্মদ মনিরুজ্জামান
সুরকারঃ আলী হোসেন
পরিচালকঃ সাইফুল আজম কাশেম
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ, নুতন, সুচরিতা
মুক্তির সালঃ ১৯৭৯


হায়রে কি সৃস্টি, দেখে এই দৃস্টি...

হায়রে কি সৃস্টি, দেখে এই দৃস্টি...
 
ছবির নামঃ দি রেইন
শিল্পীঃ রুনা লায়লা
(এই ছবিটিই সম্ভবত বাংলাদেশী সিনেমার প্রথম পূর্ণ রঙ্গীন ছবি।)
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল করিম

মুক্তির সালঃ ১৯৭৬ ইং


চঞ্চলা হাওয়ারে, ধীরে ধীরে চলরে...

চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলরে
গুন গুন গুঞ্জনে ঘুম দিয়ে যারে
পরদেশী মেঘ রে,আর কোথা যাসনে
বন্ধু ঘুমিয়ে আছে, দে ছায়া তারে, বন্ধু ঘুমায় রে
আয়রে মেঘ আয়রে, আয়রে মেঘ আয়রে


ও গো ফুল তুমি আজ ঝরে যাও না
এই মধুক্ষণে বাসর সাজাও না
ও আচল তুমি দূরে সরে যেও না
মুখ ঢেকে রাখ লাজ কেড়ে নিও না
পরশমনিরে আজ মোর কাছে পেয়েছি
পরদেশী মেঘ রে……।।


ওগো মেঘ তুমি এত জোড়ে এসো না
ঝড় হয়ে শেষে ঘুম ভেঙ্গে দিও না
ঘুম ভেঙ্গে গেলে সে তো কাছে রবে না
না বলা কথা আর বলা হবে না
কি যেনো কি দিতে পারে, আরো বাকি রয়েছে
পরদেশী মেঘ রে……।।
Old is gold
 
এবারের গানটি নেয়া হয়েছে বন্দিনী ছবি থেকে।
গানটিতে কন্ঠ দিয়েছেন- সাবিনা ইয়াসমিন।
গানটি লিখেছেন- গাজী মাজহারুল আনোয়ার
আর সূর করেছেন- আনোয়ার পারভেজ।
শ্রেষ্ঠাংশেঃ ওয়াহিদ কাদের, ববিতা।
ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৭৬ সালে...


ইশারায় শিষ দিয়ে আমাকে ডেকো না...

ইশারায় শিষ দিয়ে আমাকে ডেকো না...

ইশারায় শিষ দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ দিয়ে আমাকে দেখো না
লাজে মরি, মরি, মরি গো।।



ষোলটি বছর পার হয়েছে বুঝিনি কখনো আগে
জীবনে প্রথম ফাগুন এলে মনেতে আগুন লাগে
সে আগুন তুমি লাগালে কখন এখন আমি কী করি
লাজে মরি, মরি, মরি গো।।



না পারি রইতে না পারি সইতে
পাগল করে যে দিলে
নেভে না জলে এ কোন জ্বালা
অঙ্গে জড়িয়ে নিলে
সে জ্বালা আমি তাকে প্রেমের সাগরে
দুজনেই ডুবে মরি

লাজে মরি, মরি, মরি গো।।
 
এবার আপনাদের জন্য যে গানটি রয়েছে, সেটি নেয়া হয়েছে 'নিশান' ছায়াছবি থেকে!
একসময় প্রচুর জনপ্রিয় ছিলো গানটি। বলা যায় তখন লোকেদের মুখে মুখে ছিলো গানটি। মিস্টি সূরের গানটি এখনো বেশ ভালো লাগে অনেকের কাছেই। বিশেষ করে একটু বয়স্ক লোকেরা গানটি শুনলে আমার মতো অতীতে ফিরে যায়!
গানটিতে কন্ঠ দিয়েছেনঃ মুহাম্মদ খুরশীদ আলম ও রুনা লায়লা।


ছায়াছবিঃ নিশান
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলাম ও রুনা লায়লা
গীতিকারঃ দেওয়ান নজরুল
সুরকারঃ মুনসুর আহমেদ
পরিচালকঃ ইবনে মিজান
শ্রেষ্ঠাংশেঃ জাভেদ, ববিতা

চুপি চুপি বল কেউ জেনে যাবে...

চুপি চুপি বল কেউ জেনে যাবে...

চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে।


ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই এক সাথে।।



যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কী গো তোমার।
কেউ দেখবে ক্ষতি কী তাতে
কেউ জানবে যে জানে জানবে সে
না হয় ঘুম বরে না আঁখি পাতে
যদি তুমি আমি রই এক সাথে।।



কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সবই এলোমেলো।
অবুঝমনা কিছু বোঝ না
কথা মান না রাখ ছলনা
আবার হবে দেখা কাল রাতে

যদি তুমি আমি রই এক সাথে।।
 
শত্তুর দশকে সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানটি শুনে অনেকেই নীরবে নিভৃতে চোখের পানি ফেলতো। বিশেষ করে যাদের স্বামী পেশাগত কারনে গ্রাম ছেড়ে শহরে উপার্জনের জন্য দীর্ঘদিনের জন্যে চলে যেতেন, সেই সব পল্লীবধূরা! বেশ দরদ মেশানো সূর আর মনের আবেগ মেশানো কথার কারনে তখনকার দিনে অনেকের মুখেই থাকতো এই গানের কিছু কলি। গানটির সাথে তখনকার পল্লীবধূদের মনের বাস্তব অবস্থার যে কতোটুকু মিল ছিলো, সেটা হয়তো আজকের এই ডিজিটাল যুগের অনেকেই কল্পনা করতে পারবেন না। তবে, যারা সেই দিনগুলো আমার মতো পার করে এসেছেন, শুধু তারাই বুঝবেন এই গানের আসল মর্মার্থ! স্বামীর কাছ থেকে একটা চিঠি পাবার সেই যে আকুলতা, সেই যে প্রতীক্ষা সে কেবল ঐ সময়ে ফিরে গেলেই অনুভব করা সম্ভব...
গানটি নেয়া হয়েছে- 'অনুরোধ' ছায়াছবি থেকে।
পরিচালক ছিলেনঃ দিলীপ বিশ্বাস
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন।
গানটিতে সূর করেছেনঃ সত্য সাহা
গানের কথা লিখেছেনঃ গাজী মাজহারুল আনোয়ার
ছবিটির মুক্তি সালঃ ১৯৭৮.

ছবির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন- রাজ্জাক, উজ্জ্বল ও কবরী।

চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও...

চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও...

চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও।
নইলে থাকতে পারবো না।।


চিঠিগুলো অনেক বড় হবে
পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে।



কোথায় থাকো কেমন থাকো
একে একে সবই লিখো
সেই তো হবে মোর সান্তনা
নইলে থাকতে পারবো না।।



যে কটা দিন চোখের আড়াল রবো
শয়নে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাবো।
আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছি
বন্ধু তুমি মোর সাধনা

নইলে থাকতে পারবো না।।
 

Users who are viewing this thread

Back
Top