What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Nagar Baul

Board Senior Member
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
1,152
Messages
13,339
Credits
547,766
Pen edit
Sailboat
Profile Music
শরীরের পূজারী – ১

কেউ বলে বুড়ো , কেউ বলে পাজী। কেউ বলে এইবার, বেটা মরলেই বাঁচি। গানটা আমার জন্যই লেখা হয়েছিল কিনা জানি না। তবে বয়সটা নয় নয় করে আমার ৬৫ বছর অতিক্রান্ত। তবুও আমার শখ গেলো না। আমি আসলে একটি সেক্সী বুড়ো। এই বয়সেও রক্ত টগবগ করে ছুটতে আরম্ভ করে যদি কোন যৌবনবতী মেয়ে আমার চোখে পড়ে। স্বভাবতই আমার অফিসের সেক্রেটারী স্বস্তিকাও আমার চোখ এড়ালো না। বেশ সুন্দর দেখতে মেয়েটাকে। ছিপছিপে গড়ন। গায়ের রং ফর্সা। বুকদুটো বেশ পেল্লাই আর ভারী। আমি আদর করে নাম দিয়েছি বিউটি। বিউটিই এখন আমার দিবারাতের স্বপ্ন। এই বয়সেও নতুন করে শখ জেগেছে। ভাবছি বিউটিকে একবার প্রস্তাবটা দিয়েই দেখব কিনা। দেখি না শেষ পর্যন্ত কি হয়?

ভেবেছিলাম ওকে প্রস্তাবটা বার্থডে পার্টিতেই দেব। বিউটি নাচতে পারে খুব ভাল। একাই নেচে গেয়ে বার্থডে পার্টিটাকে মাতিয়ে রাখছিল। আমার বুকে বুক ঠেকিয়েও নাচছিল বিউটি। ওর কোমর জড়িয়ে অনুভব করছিলাম, ওর দুই স্তনবৃন্ত কঠিন হয়ে উঠছে। তালে তালে আমার বুকে আঘাত করছে, সঙ্গে সঙ্গে আমার হৃদয়ও ক্ষতবিক্ষত হচ্ছে। সত্যি বিউটি যেন পুরুষ মানুষের শরীরের প্রতিটি কোষে কোষে দামামা বাজিয়ে দিতে পারে। এ আমার শুধু সেক্রেটারী হয়েই থাকতে পারে না। অন্তত বাকীটা জীবনের জন্য আমার দেওয়া প্রস্তাবটা যদি মেনে নেয় বিউটি। তাহলে? একেবারে সোনায় সোহাগা। আমাকে সত্যি তখন আর পায় কে?

ও একটা কাঁধকাটা ডিপ্ গলার অদ্ভূত ডিজাইনের পোষাক পড়েছিল। বিউটির উর্ধাঙ্গের পোষাক যেন একেবারে মারকাটারি। দুই স্তন রকেটের মতন তীক্ষ্ণ হয়ে বারেবারেই বুকে বিঁধছে। আমার মনে হল, আহা, কতকাল যেন এমন মধুর বুকের আঘাত আমি পাইনি। সত্যি বিউটি তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ। এবার শুধু আমার দেওয়া প্রস্তাবটাকে যদি তুমি মেনে নাও, তাহলে অন্তত আমার থেকে বেশি সুখী পৃথিবীতে আর বোধহয় কেউ হবে না। তাহলে বিউটি, তুমি কি সত্যি সত্যিই?


সেদিন বিউটি আনন্দের চোটে তিন পেগ স্কচও খেয়ে ফেলেছে। কোনদিন যে ড্রিংক করে না। আজ আমার জন্মদিনের পার্টি বলেই খেয়েছে। ওকে যখন ফেরার সময় গাড়ীতে তুলে দিলাম তখন পার্টি প্রায় ভাঙা হার্ট। হঠাৎই গেটের সামনে কায়দা করে আমাকে একটা চুমু খেয়ে বসল বিউটি। এমন ভাবে চুমুটা খেলে যাতে ড্রাইভার দেখতে না পায়। আমি ভাবলাম, বাহ্, এই তো সেরা সময়। এবারে বিউটিকে প্রস্তাবটা দিলে মন্দ হয় না।

পার্টিতে আমার সঙ্গে টানা আধঘন্টা নেচেছে বিউটি। ৬৫ বছরের বুড়ো হয়ে একটা ২৪ বছরের যুবতীর সঙ্গে পাল্লা দিতে পারবো না, এটাই স্বাভাবিক। মাঝে মাঝে একটু দম নিয়ে ওর সাথে পাল্লা দিচ্ছিলাম। মিসেস সেন, আমার পার্টনারের স্ত্রী দূর থেকে আমাকে দেখছিলেন। আমি তখন মাঝে মধ্যেই মিউজিকের তালে তালে বিউটির গলা জড়িয়ে ধরছি, কখনও বা কোমর। মিসেস সেন কাছে এসে বললেন, বাহ্ অনেকদিন পরে আপনাকে বেশ অল্পবয়সী ছোকরার মতন লাগছে। এত প্রাণবন্ত, উচ্ছ্বল। টনিকটা পেলেন কোথাথেকে? সাথে যে রয়েছে, সেই কি? না কি অন্যকেউ?

আমি আর বিউটি অবশ্য কোন রিয়াক্ট করিনি। শুধু মিসেস সেনের কথা শুনে মুচকি হেসেছিলাম দুজনে। নয় নয় করে বয়সটাও যেমন ৬৫ পার হয়ে গেল। তেমন সুচরিতার সাথে আমার ডিভোর্সও ২৫ বছর অতিক্রান্ত। ডিভোর্স সেলিব্রেশনেরও সিলভার জুবিলি করা যেতে পারে। শেষ বয়সে আবার একটু নতুন উদ্যম ফিরে পাচ্ছি এবং সেটা অবশ্যই বিউটির জন্যই। কথাটা মিসেস সেন ভুল কিছু বলেননি।
সুচরিতার সঙ্গে আমার বিয়ে হয় ৩৫ বছর বয়সে। চারবছর ঘর করার পরেই মিউচাল ডিভোর্স নিতে বাধ্য হই। আসলে ও আমার গাড়ীর পুরোন ড্রাইভার শিবুকে নিয়ে এমন জড়াজড়ি করে শুয়েছিল, আমার ডিভোর্স নেওয়া ছাড়া সত্যি কোন উপায় ছিল না। তাও প্রায় ২৫-২৬ বছর হয়ে গেল বৈকি।


এরপরে বাকীটা জীবন একাকীত্মে ভুগিনি। চুটিয়ে নারীসঙ্গ করেছি। কয়েকশো ফ্ল্যাটিং। কোন জাতবিচার নেই। বয়স নেই। বুড়ি থেকে ছুঁড়ি। আত্মীয়-অনাত্মীয়। সুযোগ পেলে কোন মেয়েকেই ছাড়ব না। এই ছিল আমার নীতি।

সুচরিতা প্রমান করে দিয়েছে প্রেম টেম এসব অর্থহীন। শরীরই সব। সেক্সের কাছে সবই তুচ্ছ। লাভ- প্রেমের মাথায় ঝাড়ু। মনের কোণে প্রেম নিয়ে যে দূর্বলতাটা ছিল, কোথায় যেন উবে গেল ডিভোর্স হওয়ার পর। এক ফোটাও তার চিহ্ন রইল না। আমি যেন শরীরেরই পূজারী হয়ে গেলাম। বুড়ো। নারীর শরীর দেখলেই আমার মধ্যে কামভাব এখনও জাগ্রত হয়।
আজ থেকে বছর তিনেক আগে স্বস্তিকা অর্থাৎ বিউটিকে সেক্রেটরী হিসেবে আমি অ্যাপোয়েন্টমেন্টটা দিই। ইন্টারভিউটা আমিই নিয়েছিলাম। বিউটির চেহারাটা তখনই পছন্দ হওয়াতে ওকে সিলেক্ট করেছিলাম। ইন্টারভিউতে কিছু অনাবশ্যক প্রশ্ন ছিল। বিউটি অবশ্য একবারের জন্যও বিচলিত বোধ করেনি।


-তুমি প্রেমে বিশ্বাস করো?
-করি।
-কারুর সঙ্গে প্রেম করো?
-না।
-কেন?
-তেমন কাউকে ভাললাগেনি এখনও পর্যন্ত।
-সেক্স সন্মন্ধে তোমার কি মতামত?
-ফাইন।
-তুমি কি ভার্জিন?
-মোটেই নয়।


-যে কোন পুরুষের সঙ্গে শুতে রাজী আছো?
-যদি দরকার পড়ে এবং যদি তাকে আমার ভাল লাগে।
এই তো পথে এসো মাই বেবী। ওকে বললাম, চাকরিটা তোমার যেমন দরকার, আমারো সিনসিয়ার একজন কাজের মেয়ে দরকার। এখন যা মাইনে দেবো, পরে নিশ্চই আরো বাড়াবো। তবে সবই নির্ভর করবে, তোমার ওবিডিয়েন্স আর বিহেভিয়রের ওপর। আর ইউ রেডী টু ডু দ্য জব?
সামনে অ্যাপোয়েন্টমেন্ট লেটারটা টাইপ করা রয়েছে। বিউটি ওরফে স্বস্তিকা তখন চাকরিটা নেবে কি নেবেনা তাই বোধহয় ভাবছে। আমাকে স্মার্টলি একটা প্রশ্ন করে বসলো, -আপনার কি মেয়েমানুষের প্রতি কোন দূর্বলতা আছে?


-তা একটু আছে বৈকি।
-আপনি কি আমাকেও?
-তোমাকে মানে?
-মানে আমাকেও সেভাবে দেখার চেষ্টা করছেন?


ওর কথা শুনে বুড়ো, আমি হাসতে লাগলাম। ওকে বললাম, বসের জন্য কাজ ছাড়াও অতিরিক্ত যদি কিছু করে দেখাতে পারো, সেটা তো অলওয়েজ অ্যাকসেপ্টেবল। তুমি কতটা ফ্রী। তার ওপর সবকিছু নির্ভর করছে। তবে শুরুতেই আমি তো তোমাকে জোর করতে পারি না। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল।
 

Users who are viewing this thread

Back
Top