What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made গল্পের নাম: আমাদের ঈদ (1 Viewer)

Joined
Apr 9, 2022
Threads
100
Messages
100
Credits
7,417
গল্পের নাম: আমাদের ঈদ

লেখক: মোঃ আব্দুল্লাহ-হিল-মারুফ তামিম

........................................................................................

সুমি: আজ থেকে দুইদিন আগে তোমার অফিস ছুটি দিয়েছে অথচ এখনও আমরা ঢাকাতে বসে আছি। কবে খুলনা যাব? ঈদের মাত্র ৩দিন বাকী আছে।

তামিম: হ্যাঁ যাব সময় হলে। (ফোন চালাতে চালাতে)

সুমি: কবে হবে সেই সময় একটু বলবেন প্লিজ?

তামিম: হ্যাঁ হবে হবে তুমি চিন্তা কর না সব হবে।

সুমি: এই ঘরে শুয়ে বসে থেকে সব হয়ে যাবে তাই না? কত আশা করেছিলাম বিয়ের পর এটাই আমাদের প্রথম ঈদ তাই বাবা-মা,ভাইয়া-ভাবি আর বাবুর (ভাই-ভাবির ছেলে) জন্য কিছু গিফট কিনব। কিন্তু তুমি সারাদিন এই ঘরে শুয়ে শুয়ে ফোন নাহলে ল্যাপটপ চালিয়ে যাচ্ছ। একটু শপিং এ যাব তার কোনো উপায় নেই।

তামিম: এই ঈদের সময় ঢাকায় শপিং এ যে ভীড় তার উপর রয়েছে বৃষ্টি রাস্তা-ঘাট সব পানিতে থইথই করছে।

সুমি: তাহলে কী আমি কোনো শপিং করতে পারব না বাসার জন্য?

তামিম: হ্যাঁ পারবেত আমার ল্যাপটপটি নিয়ে আমার পাশে বস দেখ আমি তোমাকে খুব সহজে শপিং করে দিচ্ছি।

এরপর সুমি ল্যাপটপ নিয়ে তামিমের পাশে বসে। তামিম ল্যাপটপ হাতে নিয়ে সোজা Daraz.com এ ঢুকে যায়।

তামিম: এই দেখ Daraz.com এখানে সব ধরনের পণ্য বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কিনতে পারবে এবং তারা ২৪-৭২ ঘন্টার ভিতর তোমার পণ্য পৌছে দিবে। নাও তোমার পছন্দের পণ্য বেছে বেছে অর্ডার কর ঢাকা শহরের ভিতরে তারা হোম ডেলিভারী করে দিয়ে যাবে। বুঝতে পেরেছ?

সুমি: তা না হয় বুঝলাম কিন্তু আমরা খুলনা যাব কীভাবে এখনও টিকিট কেনা হল না।

তামিম: এই দেখ টিকিট অনেক আগেই কাটা হয়ে গিয়েছে আগামীকাল সন্ধ্যায় আমাদের বাস ছাড়বে।

সুমি: কীভাবে কেটেছ?

তামিম: টিকিট কিনতে হলে রয়েছে Shohoz.com এখান থেকে তুমি ঘরে বসেই যেকোনো জায়গার বাস এবং লঞ্চের টিকিট কিনতে পারবে।

সুমি: হুম তাহলে ঠিক আছে কিন্তু ঘরে বাজার নেই আমি লিস্ট দিচ্ছি তুমি যেয়ে বাজার করে নিয়ে এসো।

তামিম: আমি এখন বাজার করতে যেতে পারব না ছুটিতে আছি তাই এখন ঘরে বসে আরাম করব।

সুমি: তাহলে কী আমি যাব?

তামিম: নাহ কারও যাওয়া লাগবে না বাজার নিজে নিজে চলে আসবে তোমার কাছে আধা ঘন্টার মধ্যে।

সুমি: কীভাবে?

তামিম: এই দেখ Chaldal.com বাজারের দরকার হলে এখানেই সব পেয়ে যাবে কষ্ট করে আর বাইরে যাওয়া লাগবে না।

সুমি: আচ্ছা তাহলে তুমি শুয়ে থাক কিছু করা লাগবে না।

তামিম: হ্যাঁ তাই করছি আমি।

সুমি: এই বলতে ভুলে গিয়েছিলাম তুমি বাবাকে গরু কিনতে টাকা পাঠিয়েছ?

তামিম: ওহ মনে নাই এক্ষুণি পাঠিয়ে দিচ্ছি Bkash এর মাধ্যমে।

সুমি: আচ্ছা ঠিক আছে। এখন আবার কে এসেছে দেখে আসছি।

দরজা খুলে দেখে তার বাজার এসে হাজির। বাজার নিয়ে রান্না করার পর দুজনে একসাথে খেতে বসেছে তখন সুমি বলল-

সুমি: এই আমার বলতে মনে নেই।

তামিম: কী?

সুমি: আমাদের বিদ্যুত বিল দেওয়া দরকার ছিল সময় প্রায় শেষ হয়ে আসছে।

তামিম: আচ্ছা আমি দিয়ে আসছি অপেক্ষা কর।

সুমি: এই খাবার রেখে কোথায় যাচ্ছ আগে খাওয়া শেষ কর তারপর যাও।

তামিম: আমি পাশের ঘরে আমার মোবাইলটি আনতে যাচ্ছি।

মোবাইল নিয়ে আসার পর তামিম বলল-

তামিম: তোমার বিদ্যুত বিল দেওয়া হয়ে গিয়েছে আর কিছু লাগবে?

সুমি: কীভাবে দিয়েছ?

তামিম: এই যে Gpay এর মাধ্যমে এটি দিয়ে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় প্রিপেইড ও পোস্টপেইড মিটারের বিল প্রদান করা যায় কোনো ঝামেলা ছাড়ায়।

সুমি: বাব্বাহ মাত্র আড়াই মাস হল তোমার সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু এখনও ভেবে পাচ্ছি না যে আমি কী কোনো মানুষ না কী কোনো ডিভাইসের সাথে সংসার করছি। যা বলি না কেন সব সময় কোনো না কোনো ওয়েবসাইট অথবা এ্যাপস এর মাধ্যমে আমার সেই কাজ করে দাও।

তামিম: এর জন্য তোমার আমাকে নিয়ে গর্ব করা উচিৎ কারণ তোমার স্বামী কত স্মার্ট।

সুমি: হুম অনেক হয়েছে তাহলে কী আমরা আগামীকাল খুলনা যাচ্ছি?

তামিম: জ্বী।

সুমি: খুব খুশি লাগছে কতদিন পর বাবা-মা,আব্বু-আম্মু আর বাকীদের দেখতে পারব।

তামিম: হ্যাঁ আজকে রাত্রেই সব গুছিয়ে নাও আগামীকাল আমাদের বের হতে হবে।

সুমি: হুম।

পরেরদিন সকালে তাদের অর্ডারকৃত পণ্যগুলো চলে আসে। সারাদিন দুজনে ব্যাগ গুছানোর পর। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সুমি তৈরি হয়ে তামিমকে ডাক দেয়-

সুমি: এই এবার উঠ এখন না বের হলে পরে আমাদের বাস স্ট্যান্ডে যেতে দেরী হবে। পথে আবার রিক্সা বা সিএনজি পাওয়া যায় না ঠিকমতো।

তামিম: এসব নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। এখন আমাকে একটু শুয়ে শুয়ে ঈদ উপলক্ষে গল্প লিখতে দাও।

সুমি: তাহলে কী আমরা উড়ে উড়ে যাব?

তামিম: নাহ তা হবে কেন আমি আগে থেকেই Pathao apps এর মাধ্যমে গাড়ি ভাড়া করে রেখেছি আমাদের সময়মতো এসে নিয়ে যাবে তুমি আর একটু সাজুগুজু করে নাও।

অবশেষে তারা দুজনে বাসা থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে যেয়ে পৌছায়।

কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয়।

দুজনে বসে বসে গল্প করতে থাকে। গল্পের মাঝে সুমি বলল-

সুমি: তোমার আবার রাত্রে টিভিতে খবর না দেখলে চলে না এখন কীভাবে দেখবে?

তামিম: মোবাইলেই দেখে নিব গ্রামীনফোনের Bioscope apps এর মাধ্যমে।

সুমি: তুমি আসলেই একটা জিনিস বস।

তামিম: শেষমেশ মেনে নিয়েছ তাহলে।

সুমি: না মেনে যাব কোথায় বল, তারপরও ভালোবাসি তোমায়।

তামিম: আমিও ভালোবাসি তোমাকে অনেক।

এরপর বাস নিজের গতিতে চলতে থাকে।

পরেরদিন সকালে বাস খুলনায় যেয়ে পৌছায়। বাস থেকে নামার পর সুমি বলল-

সুমি: বাবাকে অথবা ভাইয়াকে ফোন করে জানিয়ে দাও আমরা চলে এসেছি নাহলে তারা চিন্তা করবেন।

তামিম: হ্যাঁ আব্বুকে ফোন দিচ্ছি।

সুমি: হু দাও।

তামিম: এই যা ফোনে টাকা নেই আর এখন কোনো ফ্লেক্সিলোডের দোকান খোলা নাই যে রিচার্জ করব।

সুমি: কেন Grameenphone এ *1010*1# ডায়েল করলেই পাচ্ছ ইমার্জেন্সি ব্যালেন্স।

তামিম: হা হা হা তোমারও দেখি আমার সাথে থাকতে থাকতে আমার মত অবস্থা হয়ে গিয়েছে।

সুমি: তোমার মতো একজন যান্ত্রিক মানুষের সাথে থাকতে থাকতে আমিও যান্ত্রিক হয়ে যাচ্ছি।

তামিম: আসলে যান্ত্রিক শহরে থাকতে হলে একটু যান্ত্রিক না হলে হয় না। কথা দিচ্ছি যতদিন এখানে আছি ততদিন আমার ফোন শুধুমাত্র কথা বলা আর বিনোদনের জন্য ব্যবহার করব।

সুমি: মনে থাকে যেন কথাটা।

তামিম: মনে থাকবে চল এখন যাওয়া যাক।

এরপর তারা দুজনে রিক্সা করে তাদের গন্ত্বব্যের দিকে এগিয়ে যায়।

.....

এই ঈদে আমার আপনার সবার সবকিছুতেই একটু বেশি বেশি দরকার তাই বেশি বেশি বিনোদনের জন্য চোখ রাখুন Maruf Tamim (Author) ফেইসবুক পেইজে।

দেশ ও বিদেশের সকলকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে।

.................ঈদ মোবারক.............

Copyright: August 09,2019 at 06:09 PM.

Maruf Tamim (Author).
 

Users who are viewing this thread

Back
Top