What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

রামু রাবার বাগান, কক্সবাজার (1 Viewer)

Massanik

Member
Joined
Jan 4, 2022
Threads
1
Messages
113
Credits
708


১৯৬০-৬১ সালে অনাবাদি জমি জরিপ করে গবেষণার মাধ্যমে রামুতে রাবার চাষাবাদ শুরু করা হয় । রামুর ঐতিহ্যবাহী এ
রাবার বাগান আজ দেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে দখল করে নিয়েছে। বর্তমানে বাগানের বিস্তৃতি ২ হাজার ৬৮২
একর | এর মধ্যে ১ হাজার ১৩০ একর এলাকা থেকে লিকুইড বা কষ সংগ্রহ করা হয়৷ রামুর রাবার বাগানে উৎপাদনক্ষম
গাছ আছে প্রায় ৫৮ হাজার এসব গাছ থেকে বছরে প্রায় আড়াই লাখ কেজি রাবার উৎপাদন হয়।

'রামু রাবার বাগানের জন্য বিখ্যাত' এ বাক্যটি পাঠ্যপুস্তকেও পড়ানো হয়। প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক রামু রাবার
বাগান (30110 91591 50161) পরিদর্শন করতে আসেন । পাহাড় আর সমতলের অপূর্ব মিলনের দৃশ্য উপভোগ করে
মুগ্ধ হন ভ্রমন পিপাসুরা। এখানে বাগান কর্তৃপক্ষের একটি দৃষ্টিনন্দন বিশ্রামাগার রেষ্ট হাউস) রয়েছে। রাবার গাছের সবৃজ
পাতাগুলো বাতাসে দুলছে। ঘন কালো এসব গাছের মাঝখান দিয়ে হেটে গেলে সবুজের সমারোহে হারিয়ে যাবে মন। গাছের
ছায়ায় বসলে জুড়িয়ে যাবে শরীর ও প্রাণ। ছোট-বড় অসংখ্য পাহাড়, টিলা ও বিস্তৃত সমতল পাহাড়ের মধ্যে এ রাবার
বাগানের চারপাশে তাকালেও দেখা মিলবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ।

বারা রামুর বৌদ্ধ মন্দির দেখতে বাবেন তারা চাইলে এক সাথে রাবার বাগানও ঘুরে আসতে পারেন!

কিভাবে যাবেন?

কক্সবাজার মহাসড়কের পার্শ্ববতী এ রাবার বাগান এ রিক্সা, টেক্সী বা
অন্যান্য যানবাহন নিয়ে যাওয়া যাবে। অথবা ঢাকা থেকে
কক্সবাজারগামী যেকোন বাস থেকেই কক্সবাজারের ১৮ কিলোমিটার
আগে নেমে যেতে হবে।

124868289_724501034822219_256205764265380178_n.jpg
 

Users who are viewing this thread

Back
Top