What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

নতুন চাকরি খোঁজ করার সময় যে কাজগুলি এড়িয়ে যাওয়া উচিত (1 Viewer)

mashruhan

Expert Member
Joined
Sep 5, 2021
Threads
9
Messages
1,739
Credits
13,871
Euro Banknote
June-14-2019-780x300.jpg

নতুন চাকরি খোঁজ করার সময় যে কাজগুলো করবেন না

গ্র্যাজুয়েশনের পর অনেকদিন হয়ে গেলো চাকরি পাচ্ছেন না। নানাদিকে খোঁজ চালিয়েও কোনো সুবিধা করতে পারছেন না। দিন দিন চারদিক অন্ধকার হয়ে আসছে। ক্রমেই হতাশা বেড়ে চলেছে। অন্যের উপর নির্ভরশীল হয়ে আর কতো দিন? কিন্তু অনেক চেষ্টা করেও একটি চাকরি জোগাড় হচ্ছেই না। আবার অনেকে হয়তো পুরনো চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরির খোঁজ করছেন। কিন্তু কোনোভাবেই গুছিয়ে উঠতে পারছেন না। কিছু একটা ভুল হয়তো বারবার হয়ে যাচ্ছে যা আপনার চোখে পড়ছে না।

ySI63ukg7jHa C ezimdIWn7n8iCPdyurRu2GZjaX5 d2YoEDdmn1qKz9ZeZVqlZsokLo3P6509MErMvBvgL5XmzTLMJrfTtUCMP6AFQPPCXQD641QceYrx9H 0Zo4i2VnGOib3G

ছবিঃ কালেকটেড​

গ্র্যাজুয়েশনের পরপর পছন্দ মতো চাকরি পাওয়ার কাজটা যথেষ্ট কঠিন;

এমন কিছু কাজ রয়েছে, যা কখনই চাকরি খোঁজ করার সময় করা উচিত না। এই ভুল কাজগুলোর জন্যই আপনার অনেক ভালো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। কী এমন সেই সব কাজ? চলুন দেখে নেই সেই কাজগুলো এবং এর সমাধান কী হবে তাও জেনে নেই।
 

Users who are viewing this thread

Back
Top