What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

এন্ড্রয়েড অ্যাপ ক্লোন করে ডুপ্লিকেট অ্যাপ চালানোর কৌশল (1 Viewer)

gutXwT5.jpg


অ্যান্ড্রয়েড ফোনের সেরা বিষয় হচ্ছে কাস্টমাইজেশনের সুবিধা। অ্যান্ড্রয়েড ফোনসমূহের প্রতিটি বিষয় নিজের মত করে সাজিয়ে নেওয়া যায়। রয়েছে অ্যাপ ক্লোন করে একই অ্যাপের একাধিক ভার্সন ব্যবহারের সুবিধা।

ডুপ্লিকেট অ্যাপ বিভিন্ন কাজে আসতে পারে। একই ফোন একাধিক ব্যক্তি ব্যবহার করলে সেক্ষেত্রে অ্যাপ ক্লোন কাজে আসতে পারে। আবার একই অ্যাপে একাধিক একাউন্ট ব্যবহারের জন্যও অ্যাপ ক্লোন করা যেতে পারে।

তবে হোয়াটসঅ্যাপের মত অনেক অ্যাপে একাধিক একাউন্ট ব্যবহারের সুবিধা নেই। এমন অবস্থায় অ্যাপ ক্লোন করে ব্যবহার করা যেতে পারে। প্রায় সকল ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ক্লোন করার ফিচার বিল্ট-ইন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এন্ড্রয়েডে কিভাবে অ্যাপ ক্লোন করে ডুপ্লিকেট অ্যাপ ইউজ করতে হয়।

স্যামসাং ফোনে ক্লোন অ্যাপ ব্যবহার

স্যামসাং ফোনে "Dual Messenger" নামের ফিচার ব্যবহার করে বেশ সহজে সাপোর্টেড অ্যাপসমূহ ক্লোন করা যাবে। স্যামসাং ফোনে অ্যাপ ক্লোন ব্যবহার করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Advanced Features এ ট্যাপ করুন
  • নিচের দিকে স্ক্রল করে Dual Messenger ফিচারটি খুঁজে নিয়ে ট্যাপ করুন
  • যেসব অ্যাপ ক্লোন করা যাবে সেসব অ্যাপের তালিকা থেকে কাংখিত অ্যাপ সিলেক্ট করুন
  • Disclaimer পড়ে Confirm এ ট্যাপ করুন
  • এরপর Install এ ট্যাপ করলে উক্ত অ্যাপের ডুপ্লিকেট অ্যাপ তৈরী হয়ে যাবে
  • হোমস্ক্রিনে অ্যাপগুলোর আইকন দেখতে পাবেন

ওয়ানপ্লাস ফোনে অ্যাপ ক্লোন করার নিয়ম

ওয়ানপ্লাস ফোনে Parallel Apps ফিচার ব্যবহার করে অ্যাপ ক্লোন করা যাবে। ওয়ানপ্লাস ফোনে অ্যাপ ক্লোন করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • নিচের দিকে স্ক্রল করে Utilities এ ট্যাপ করুন
  • Parallel Apps এ ট্যাপ করুন
  • এরপর সাপোর্টেড অ্যাপসমূহের তালিকা দেখতে পাবেন, যেগুলো ক্লোন করা যাবে
  • যে অ্যাপটি ক্লোন করতে চান, সেটি সিলেক্ট করে ক্লোন অ্যাপের ফিচার On করে দিন
  • এরপর ফোনের অ্যাপ ড্রয়ারে ক্লোন করা অ্যাপ দেখতে পাবেন
  • এরপর পছন্দানুযায়ী ক্লোন এবং অরিজিনাল অ্যাপে লগইন করে ব্যবহার করুন

শাওমি ফোনে ডুপ্লিকেট অ্যাপ ব্যবহার

শাওমি ফোনে অ্যাপ ক্লোন করার ফিচার সফটওয়্যারে বিল্ট-ইন রয়েছে। ফোনে থাকা প্রায় সকল অ্যাপ "ডুয়াল অ্যাপস" ফিচার ব্যবহার করে ক্লোন করা যাবে। সকল শাওমি, মি, রেডমি ও পোকো ব্র্যান্ডের ফোনে এই ফিচারটি ব্যবহার করা যাবে। শাওমি ফোনে অ্যাপ ক্লোন করে ডুপ্লিকেট অ্যাপ ইউজ করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • নিচের দিকে স্ক্রল করে "Apps" এ ট্যাপ করুন
  • "Dual Apps" এ ট্যাপ করুন
  • এরপর হোয়াটসঅ্যাপ, ফেসবুক এর মত সাধারণ কিছু অ্যাপসমূহের পাশাপাশি সকল অ্যাপের তালিকা দেখতে পাবেন
  • উল্লিখিত তালিকা থেকে যে অ্যাপ ক্লোন করতে চান, তার পাশে থাকা বাটন চালু করে দিন

উল্লিখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার শাওমি ফোনে উক্ত অ্যাপের ক্লোন তৈরী হয়ে যাবে। ডুয়াল অ্যাপস সরাসরি সাধারণ অ্যাপের মত রিমুভ করা যাবে। এছাড়াও সেটিংস থেকে Apps > Dual Apps এ প্রবেশ করেও ক্লোন করা অ্যাপ ডিলিট করা যাবে।

রিয়েলমি ও অপো ফোনে অ্যাপ ক্লোন করা

রিয়েলমি ও অপো ফোনে একই নিয়মে অ্যাপ ক্লোন করা যাবে। "Clone Apps" বা "App Cloner" নামে এই ফিচারটি ব্যবহার করে রিয়েলমি ও অপো ফোনে বেশ সহজে অ্যাপ ক্লোন করে ডুপ্লিকেট অ্যাপ ব্যবহার করা যাবে। অপো ও রিয়েলমি ফোনে অ্যাপ ক্লোন করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Clone Apps / App Cloner এ ট্যাপ করুন
  • এরপর প্লে স্টোর এবং অপো বা রিয়েলমি স্টোর থেকে ইন্সটল করা অ্যাপসমূহের তালিকা দেখতে পাবেন। সাইডলোড করা অ্যাপ এই তালিকায় থাকবেনা, তথা ক্লোন করা যাবেনা
  • কাংখিত অ্যাপ সিলেক্ট করে Enable app cloning / Activate app cloning সিলেক্ট করুন
  • এছাড়াও অ্যাপ রিনেম এর অপশন ও দেখতে পাবেন। ক্লোন অ্যাপের নাম না দিলে App Name (Cloned) এইরকম নামে ক্লোন অ্যাপ দেখতে পাবেন

উল্লেখ্য যে অপো এর কালার ওএস এ সকল অ্যাপ ক্লোন করা যায়না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু অ্যাপ ক্লোন করার অনুমতি রয়েছে, যেমনঃ বিবিএম, হাইক নিউজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, ইন্সটাগ্রাম, স্কাইপ, টেলিগ্রাম, জালো ও উইচ্যাট। এসব অ্যাপ ছাড়া অন্যসব অ্যাপ ক্লোন করতে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে পারেন...

3QL2SQW.jpg


থার্ড-পার্টি অ্যাপ ক্লোনার

আপনার ফোনে যদি অ্যাপ ক্লোন করার ফিচার বিল্ট-ইন না থাকে তবে থার্ড-পার্টি অ্যাপ ক্লোনার অ্যাপ ব্যবহার করতে পারেন। অপো ও স্যামসাং এর ফোনসমূহে সকল অ্যাপ ক্লোন করা যায়না। সেক্ষেত্রে থার্ড-পার্টি অ্যাপ ক্লোনার বেশ কাজে আসবে।

গুগল প্লে স্টোরে অসংখ্য অ্যাপ ক্লোন করার অ্যাপ রয়েছে। এর মধ্যে আমরা পরীক্ষা করে সেরা দুইটি অ্যাপ ক্লোন করার অ্যাপ খুঁজে বের করেছি, যা অন্যান্য অ্যাপ ক্লোনার অ্যাপগুলো থেকে অধিক নিরাপদ। চলুন জেনে নেওয়া যাক অ্যাপ ক্লোন করার অ্যাপ দুইটি সম্পর্কে।

প্যারালাল স্পেস

Parallel Space অ্যাপ ক্লোন করার জন্য একটি জনপ্রিয় টুল, যা অ্যান্ড্রয়েড ভার্চুয়ালাইজেশন সিস্টেম, মাল্টিড্রয়েডের উপর ভিত্তি করে নির্মিত।। প্যারালাল স্পেস ব্যবহার করে যেকোনো অ্যাপের ডাটা সেপারেট রেখে একই সাথে উভয় অ্যাপ ব্যবহার করা যায়।

অ্যাপের ডাটা প্রটেক্ট করার পাশাপাশি ডুপ্লিকেট অ্যাপ লক করার অপশনও রয়েছে প্যারালাল স্পেস ব্যবহার করে। খুব সহজে ক্লোন অ্যাপে সুইচ করা যায় এক ক্লিকে। এছাড়াও অ্যাপ সুইচিং স্পিড বাড়ানো যাবে Speed Mode ব্যবহার করে।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, টুইটার, ইত্যাদি অ্যাপ ক্লোন করা যাবে প্যারালাল স্পেস ব্যবহার করে। এছাড়াও ক্লোন অ্যাপ এর থিম কাস্টমাইজ করা যাবে থিম স্টোর ব্যবহার করে।

প্যারালাল স্পেস ব্যবহার করে একই অ্যাপের একাধিক ভার্সন ব্যবহার করতেঃ

  • প্লে স্টোর থেকে প্যারালাল স্পেস ইন্সটল করে ওপেন করুন
  • এরপর যে অ্যাপ ইন্সটল করতে চান, সেটি সিলেক্ট করুন
  • ট্যাপ করার পর প্যারালাল স্পেস থেকে ক্লোন করা অ্যাপে প্রবেশ করতে পারবেন

ডুয়াল স্পেস

আরেকটি জনপ্রিয় অ্যাপ ক্লোন করার অ্যাপ হচ্ছে ডুয়াল স্পেস। এই অ্যাপ অনেক কম সিপিইউ ব্যবহার করে অ্যাপ ক্লোন করতে পারে। এছাড়াও সোশ্যাল মিডিয়া একাউন্টের পাশাপাশি গেমসমূহ পর্যন্ত বেশ সহজে ক্লোন করা যায় ডুয়াল স্পেস ব্যবহার করে।

হোয়াটসঅ্যাপ সহ প্রায় যেকোনো ধরনের সোশ্যাল অ্যাপ ক্লোন করা যায় ডুয়াল স্পেস দ্বারা। কোনো সমস্যা ছাড়া আসল ও ক্লোন করা অ্যাপ ব্যবহার করা যায় ডুয়াল স্পেস অ্যাপ এর মাধ্যমে।

অ্যাপ ইন্সটল করে সরাসরি অ্যাপে প্রবেশ করে যেকোনো অ্যাপ ক্লোন করা যাবে ডুয়াল স্পেস ব্যবহার করে খুব সহজে। ডুয়াল স্পেস অ্যাপে প্রবেশ করে যেকোনো অ্যাপ সিলেক্ট করে উক্ত অ্যাপের ক্লোন ভার্সন ব্যবহার করা যাবে।
 

Users who are viewing this thread

Back
Top