What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ মেমোরি কার্ডে নেয়ার পদ্ধতি (1 Viewer)

DqHebQO.jpg


অ্যান্ড্রয়েড ফোনে "Not Enough Space / Internal Storage Running Out" ইত্যাদি নোটিফিকেশন দেখতে সবচেয়ে বেশি বিরক্তি লাগে। ফোনে থাকা বিশাল গেম, বড় সাইজের ভিডিও এর কারণে ফোনের স্টোরেজ প্রায়ই ফুল হয়ে যায়।

তবে ফোনে একটি মেমোরি কার্ড বা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। বিভিন্ন ফাইলের পাশাপাশি অ্যাপসমূহও মেমোরি কার্ডে মুভ করার সুবিধা রয়েছে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে।

চলুন জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ মেমোরি কার্ডে মুভ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

মেমোরি কার্ড ব্যবহারের আগে

মেমোরি কার্ডে অ্যাপ মুভ করার আগে কিছু বিষয় জেনে রাখা উচিত। ফোনের ইন্টারনাল স্টোরেজ এর চেয়ে মেমোরি কার্ড অর্থাৎ মাইক্রোএসডি কার্ড অনেকটা স্লো হয়ে থাকে।

যার ফলে রিসোর্স-ইনটেনসিভ অ্যাপসমূহ মেমোরি কার্ডে মুভ করার পর কিছুটা খারাপ পারফরম্যান্স চোখে পড়তে পারে। তাই মেমোরি কার্ড কেনার আগে এর স্পেসিফিকেশন, যেমনঃ রিডিং স্পিড, রাইটিং স্পিড, ইত্যাদি দেখে কিনুন।

মেমোরি কার্ড কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো প্রোডাক্ট কেনার বিষয়টি নিশ্চিত করুন। রুট করা ছাড়া ফোনে থাকা প্রি-ইন্সটল অ্যাপসমূহ মেমোরি কার্ডে মুভ করা যায়না। আবার আগের অ্যান্ড্রয়েড ভার্সনে অ্যাপ মেমোরি কার্ডে মুভ করলে সেক্ষেত্রে উইজেটস কাজ না ও করতে পারে।

মেমোরি কার্ডকে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার

অ্যান্ড্রয়েড মার্শমেলো থেকে অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনাল স্টোরেজ থেকে অ্যাপ মুভ করার জন্য মেমোরি কার্ড সাপোর্ট যুক্ত হয়। এসডি কার্ড বা মেমোরি কার্ডসমূহকে ফোনের ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজ ও এক্সটার্নাল স্টোরেজকে আলাদা স্পেস হিসেবে গণনা না করে উভয়কে একই হিসেবে দেখে অ্যান্ড্রয়েড সিস্টেম।

এছাড়াও ডাটা ও অ্যাপসমূহ ব্যবহার করা যায় কোনো সমস্যা ছাড়া। অর্থাৎ কোন অ্যাপ কোথায় ইন্সটল হলো তা নিয়ে ভাবতে হবেনা। তবে এই ফিচার চালু করার প্রক্রিয়ায় মেমোরি কার্ডের সমস্ত ডাটা ফরম্যাট করতে হয়। তাই মেমোরি কার্ডে অ্যাপ মুভ করার আগে অবশ্যই আপনার মেমোরি কার্ড ব্যাকাপ নিয়ে রাখুন।

অ্যান্ড্রয়েড ফোনে মেমোরি কার্ডকে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করতেঃ

  • ফোনে মাইক্রোএসডি কার্ড ইনসার্ট করুন
  • এরপর মেমোরি কার্ড এর নোটিফিকেশন দেখতে পেলে "Set Up" অপশনে ট্যাপ করুন
  • Use as Internal Storage অপশনে ট্যাপ করে মেমোরি কার্ডকে ইন্টারনাল স্টোরেজ হিসেবে সেট করতে পারবেন
  • আবার সেটিংস থেকে Storage সেকশনে প্রবেশ করে স্টোরেজ সেটিংস থেকে মেমোরি কার্ডের "Format as internal" অপশনে মাধ্যমেও মেমোরি কার্ডকে ইন্টারনাল স্টোরেজ হিসেবে পরিণত করা যাবে।

উল্লেখ্য যে পরবর্তী স্ক্রিনে "Format SD Card" / "Erase & Format" অপশন দেখতে পাবেন যা আপনার মেমোরি কার্ডের সকল তথ্য মুছে ফেলবে। এই ফিচারটিকে বলা হয় Adaptable Storage, যা ব্যবহার করলে উক্ত ফোনে মেমোরি কার্ডটি পারমানেন্টলি ব্যবহার করতে হবে। এই অপশন ব্যবহার করলে মেমোরি কার্ড এনক্রিপটেড হয়ে যায়, যার ফলে অনেকে ফোনে উক্ত মেমোরি কার্ড পুনরায় ব্যবহার যায়না।

মেমোরি কার্ডে অ্যাপ মুভ করার নিয়ম

এবার জেনে নেওয়া যাক চলুন কিভাবে বিভিন্ন অ্যান্ড্রয়েড ভার্সনে মেমোরি কার্ডে অ্যাপ মুভ করতে হয়।

অ্যান্ড্রয়েড ৯ ও এর পরের সকল অ্যান্ড্রয়েড ভার্সনে প্রি-ইন্সটলড অ্যাপ ছাড়া সকল অ্যাপ মেমোরি কার্ডে মুভ করা যাবে। অ্যান্ড্রয়েড ৯ বা নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে মেমোরি কার্ডে অ্যাপ মুভ করতেঃ

  • সেটিংসে প্রবেশ করুন
  • "Apps & Notifications" মেন্যুতে প্রবেশ করুন
  • এরপর Apps সেকশনে প্রবেশ করুন ও কাঙ্খিত অ্যাপ সিলেক্ট করুন
  • উক্ত অ্যাপের Storage অপশন সিলেক্ট করে চেক করুন মেমোরি কার্ডে মুভ করা যাবে কিনা
  • যদি অ্যাপটি মেমোরি কার্ডে মুভ করা যায় তাহলে Change অপশন পাবেন, সেটিতে ট্যাপ করে SD Card অপশন সিলেক্ট করুন

উপরোক্ত উপায়ে "Change" অপশন সিলেক্ট করে "Internal Storage" সিলেক্ট করে পুনরায় যেকোনো অ্যাপকে ইন্টারনাল স্টোরেজে ফিরিয়ে আনা যাবে। মেমোরি কার্ড বা পরিবর্তনের ক্ষেত্রে সবসময় অ্যাপ ইন্টারনাল স্টোরেজে মুভ করে রাখা উচিত।

অ্যান্ড্রয়েড ৮

অ্যান্ড্রয়েড ৮ এর মেমোরি কার্ডে অ্যাপ মুভ করার নিয়ম প্রায় অ্যান্ড্রয়েড ৯ এর মতই। অ্যান্ড্রয়েড ৮ এ মেমোরি কার্ডে অ্যাপ মুভ করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • "Apps & Notifications" মেন্যুতে প্রবেশ করুন
  • এরপর Apps / App info সেকশনে প্রবেশ করুন ও কাঙ্খিত অ্যাপ সিলেক্ট করুন
  • এরপর Storage অপশন সিলেক্ট করুন ও উক্ত অ্যাপ মেমোরি কার্ডে মুভ করা যাবে কিনা চেক করুন
  • মুভ করা গেলে Change অপশনে ট্যাপ করে মেমোরি কার্ড সিলেক্ট করুন।

অ্যান্ড্রয়েড ৭

অ্যান্ড্রয়েড ৭ এর সেটিংস থেকে অ্যাপসমূহ মেমোরি কার্ডে মুভ করা যাবে। অ্যান্ড্রয়েড ৭ এ মেমোরি কার্ডে অ্যাপ মুভ করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Apps মেন্যুতে প্রবেশ করুন
  • যে অ্যাপটি মেমোরি কার্ডে মুভ করতে চান সেটি সিলেক্ট করুন
  • এরপর Storage অপশন সিলেক্ট করুন ও Change সিলেক্ট করুন
  • এরপর SD Card সিলেক্ট করুন
  • অ্যাপের সাইজের উপর নির্ভর করে কিছুক্ষণের মধ্যে অ্যাপ মেমোরি কার্ডে মুভ হয়ে যাবে

অ্যান্ড্রয়েড ৬

অ্যান্ড্রয়েড ৬ এ অ্যাপ মেমোরি কার্ডে মুভ করার নিয়ম অন্য সব অ্যান্ড্রয়েড ভার্সনের মতোই। অ্যান্ড্রয়েড ৬ এ মেমোরি কার্ডে অ্যাপ মুভ করতেঃ

  • ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Apps অপশন সিলেক্ট করুন ও কাঙ্খিত অ্যাপ সিলেক্ট করুন
  • এরপর Storage অপশন সিলেক্ট করুন, তারপর Change এ ট্যাপ করুন
  • এরপর SD Card সিলেক্ট করে অ্যাপ মেমোরি কার্ডে মুভ এর প্রক্রিয়া সম্পন্ন করুন

মেমোরি কার্ডে অ্যাপ মুভ করার অ্যাপ

আপনার ফোনে যদি মেমোরি কার্ডে অ্যাপ মুভ করার অপশন না থাকে, সেক্ষেত্রে থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে মেমোরি কার্ডে অ্যাপ মুভ করা যাবে। অ্যাপ মেমোরি কার্ডে মুভ করার জন্য অনেক অ্যাপ রয়েছে, তবে LINK2SD এই ক্ষেত্রে অনেক জনপ্রিয়। অ্যাপটি ব্যবহার করে রুট করা ছাড়াও অ্যাপ মেমোরি কার্ডে মুভ করা যাবে।

ডিভাইস রুট করা না থাকলে সেক্ষেত্রে প্রি-ইন্সটলড অ্যাপ ছাড়া প্রায় সকল অ্যাপ মেমোরি কার্ডে মুভ করা যাবে লিংক২এসডি অ্যাপ ব্যবহার করে। অ্যাপটি ব্যবহার করে রুট ছাড়াই মেমোরি কার্ডে অ্যাপ মুভ করা যাবে। ব্যবহারকারী চাইলে একই সাথে একাধিক অ্যাপ মেমোরি কার্ডে মুভ করতে পারবেন।
 
আর এদিকে এখন মেমোরি কার্ড এই থাকে না ফোনে😁
 

Users who are viewing this thread

Back
Top