What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other অভিযুক্তের ‘মডেল-অভিনেত্রী’ পরিচয়ে সংবাদকর্মীর দায় কতটুকু? (1 Viewer)

EBXWQAr.jpg


কোনো ছাত্র সংগঠনের নেতা বা কর্মী অপরাধ করলে কিন্তু লেখা হয় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরের নেতা এটা করেছে। তখন যুক্তি থাকে তার অপরাধের দায় সংগঠন নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে সে সাংগঠনিক পরিচয়কে কাজ না লাগিয়ে অন্যায় করলেও সংগঠন দায় নেয়। এ কারণে তাকে দেখা যায় শাস্তি দেয়— সাময়িক কিংবা স্থায়ী বহিষ্কার, বিভিন্ন রকম।

luqodoe.jpg


নায়িকা একা

এখন ধরেন, সৈয়দ সালাহউদ্দিন জাকীর কথা বলি। উনি সারাজীবনে ছবি বানিয়েছেন শুধু 'ঘুড্ডি'সহ ২-৩টি। অনেকদিন হতে চললো উনি আর কোনো ছবি বানাননি। এর জন্য কি উনার চলচ্চিত্র পরিচালক মুছে গেছে। দেশের অন্যতম ক্লাসিক নির্মাতা কি তাকে আমরা বলি না?

অদ্বৈত মল্লবর্মণের নাম শুনেছেন নিশ্চয়। তিনি সারা জীবনে উপন্যাস লিখেছেন একটি— তিতাস একটি নদীর নাম। বাংলা সাহিত্যের অন্যতম ক্লাসিক। তাকে কি একটি বই লেখার কারণে ঔপনাসিক বলা যাবে না?

আমাদের দেশের অনেক অভিনয়শিল্পী আগে নিয়মিত অভিনয় করতেন। এখন করেন না, কিংবা করলেও উৎসব-পার্বণে করেন। এর জন্য কি তাদের অভিনয়শিল্পী পরিচয় মুছে গেছে।

পরিষ্কার করে শুধু একটা নামই যদি বলি— শাবানা। উনি তো অভিনয় ছেড়ে দিয়েছেন ২০ বছরের বেশি হয়েছে। এখনো কি উনাকে আমরা নায়িকা শাবানা বলি না?

ভূমিকা বাদ দিয়ে আসল কথায় আসি। মডেল পিয়াসা, মৌ ও চিত্রনায়িকা একা সাম্প্রতিক র‍্যাব ও পুলিশের কাছে বিভিন্ন অভিযোগে ও মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে মিডিয়ায় সরাসরি আইনশৃঙ্খলাবাহিনী নিষিদ্ধ মাদক রাখাসহ নানাবিধ অভিযোগ করেছেন।

এখন সে বিষয়ে আপনারা না গিয়ে, দোষ দেওয়া শুরু করলেন সাংবাদিকদের। দিনশেষে এমন কিছু পেশা আছে যারা কারো কোনোদিন প্রিয় হতে পারে না। দুর্ভাগ্যবশত সাংবাদিকতা তার একটি।

zFhrfoo.jpg


মডেল পিয়াসার করা ওয়ালটন ফ্রিজের বিজ্ঞাপন কি অস্বীকার করা যাবে? যা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। তিনি এনটিভির সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার উপরের দিকের একজন ছিলেন।

এরপর আসি চিত্রনায়িকা একার ব্যাপারে। তিনি প্রথম অভিনয় করেন কাজী হায়াতের 'তেজী' সিনেমায় মান্নার বিপরীতে। পপি মহরতের দিন বেঁকে বসলে তাকে নেওয়া হয়। ওই ছবি সুপারহিট হওয়ার পর মান্নার সঙ্গে প্রায় ২৫টি ছবি করেন। এর মধ্যে ১০-১৫টি ছবি হিট, সুপারহিট। মান্না মারা যাওয়ার পর অন্য নায়কদের সঙ্গে জুটি বাঁধলেও ক্যারিয়ার খুব একটা আর দাঁড়ায়নি। সম্প্রতি তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন। তাকেও কি আপনারা অভিনেত্রী কিংবা নায়িকা কিংবা শিল্পী হিসেবে স্বীকার করবেন না? তাকেও কি চিত্রনায়িকা লেখা ভুল?

বলতে পারেন, একার মতো পিয়াসা বা মৌয়ের কোনো উল্লেখযোগ্য কাজ নেই। তা ঠিক। কিন্তু তারা তো উল্লেখযোগ্য জায়গায় মডেলিং করেছেন— হোক হাতেগোনা, করেছেন তো। আর র‍্যাম্পে কিংবা পোশাকের মডেল হওয়া ব্যক্তিদের মডেল বলা যাবে না?

আর চিত্রনায়িকা একাকে যেখানে সারাদেশের মানুষ চিনে সেখানে আপনাদের বক্তব্যতে অনেকটা এরকম মনে হচ্ছে, তাকেও ভুল বিশেষণ দিচ্ছে সাংবাদিকরা!

পাপ করে মানুষ, তার পেশা না। কিন্তু পাপটা যখন তার পেশাকে সামনে এনে করা হয়, তখন পেশার মানুষের কিছুটা দায়ভার চলে আসে। তারপরও কেউ দায় না দিতে চাইলে নিতেই পারেন।

দায় নিবেন না, তারা আপনাদের সদস্য কিংবা সদস্য না, নামমাত্র কাজ করে মডেল, অভিনেত্রী পরিচয় দিচ্ছে— আপনারা আপনাদের যুক্তি ও অবস্থানের জায়গা থেকে অনেক কথায় বলতেই পারেন। কিন্তু সাংবাদিকদের উপর দায় চাপানো কতটুকু যুক্তিযুক্ত? এটা কি খালি খালি নয় কি? এটা কি পারিস্পরিক সম্পর্ক বিনষ্ট করার কারণ হয়ে দাঁড়াবে না?

* লিখেছেন: আহমেদ জামান শিমুল
 

Users who are viewing this thread

Back
Top