What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একান্তে আপন (1 Viewer)

0qkS5l0.jpg


করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ঘরের চেয়ে নিরাপদ জায়গা আর হয় না। পৃথিবী স্তব্ধ হয়ে গেলে ঘরই আমাদের আশ্রয়। তাই এই আশ্রয়স্থল সাজাতে হবে এমনভাবে, যাতে জায়গাটি একান্ত নিজের মনে হয়। আবার যাঁদের একই পরিবেশে বেশি দিন একঘেয়ে লাগে, তাঁরা চাইলে কিছুদিন পরপর ঘরের পরিবেশে পরিবর্তন আনতে পারেন। এ জন্য বেছে নিতে পারেন এমন কিছু কৌশল, যাতে অন্দরসজ্জায় পরিবর্তন আনা যায় সহজেই।

* প্রথমেই চাইলে আসবাবগুলো সরিয়ে অন্য জায়গায় অন্যভাবে রাখতে পারেন। খুব ভারী আসবাব না সরানোই ভালো। যেগুলো একটু হালকা বা সহজেই সরানো যায়, সেগুলো সরানোই ভালো। যেমন সোফা বা সেন্টার টেবল।

H6xbpjM.jpg


* নিজের ঘরে এমন একটা জায়গা তৈরি করুন, যেখানে অনেকটা সময় থাকতে ভালো লাগবে। সেখানে বই পড়া, সিনেমা দেখা, গান শোনা বা অবসর সময়টুকু কাটাতে পারেন। ছোট গদি বা কার্পেট পেতে হাউসপ্ল্যান্ট, বই, ফুলদানি দিয়ে সাজিয়ে রাখতে পারেন। আশপাশে রাখতে পারেন সুগন্ধি মোম বা নরম আলোর ল্যাম্পশেড।

* বাড়িতে রাখতে পারেন পোর্টেবল ছোট ছোট কার্পেট। সেগুলো যদি কালারফুল হয়, তবে তো কথাই নেই। একটা নির্দিষ্ট সময় পরপর তা পরিবর্তন করতে পারেন।

mhqiIaJ.jpg


* জানালার পর্দাও পরিবর্তন করা যায়। অনেকের বাড়িতেই এক্সট্রা সেটের পর্দা রাখা থাকে। আবহাওয়া অনুযায়ী পবিবর্তন করলে ঘরের পরিবেশন ও মন—দুই–ই ভালো থাকবে।

* সপ্তাহে অন্তত তিনবার বেডকভার বদলান। ঘর দেখতে পরিচ্ছন্ন লাগবে আর মনের ওপরও একটা পজিটিভ প্রভাব পড়বে। কুশনেও রাখুন কালারফুল কভার।

GW22hwb.jpg


* মেঝেতে একটা স্পেস তৈরি করুন, যেখানে বাচ্চাদের নিয়ে বসে খেলা করা যায় কিংবা বাচ্চাদের পড়াতেও পারেন।

* আমাদের এখন আকাশ দেখার একমাত্র জায়গা জানালা বা ব্যালকনি। তাই ব্যালকনির আশপাশটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা ছোট বসার জায়গা বা চেয়ার রাখা যেতে পারে। ঘরের মধ্যে ভালো না লাগলে মাঝেমধ্যে ওই জায়গায় এসে বসতে পারেন।

* যাঁদের গাছ পছন্দ, তাঁদের জন্য এই কাজ আরও সহজ। ব্যালকনি, ছোট ছাদ কিংবা বড় ছাদ, যা-ই হোক না কেন, এসব জায়গায় নানা ধরনের গাছ রাখুন। অবসরে বা কাজের ফাঁকে নিয়ম করে সেসব গাছের নিয়মিত যত্ন নিন। যাঁরা গার্ডেনিং করতে ভালোবাসেন, তাঁদের কাছে গার্ডেনিংয়ের উপকরণ থাকেই। এতেও অনেকটা ভালো সময় কেটে যাবে। সঙ্গে পুরো বাড়িরই একটা ফ্রেশনেস তৈরি হয়। মনে রাখতে হবে, গাছ আমাদের শরীর ও মনের জন্য স্বাস্থ্যকর।

dCgxDte.jpg


* ব্যালকনিতে যাঁদের গাছ রাখা অসুবিধাজনক বা জায়গা নেই, তাঁরা জানালা বা কিচেনের জানালায় ছোট ছোট গাছ লাগাতে পারেন। ঘরের মধ্যে একটুকরা সবুজকে নিয়ে আসা আরকি! এ ছাড়া ঘরের কোণেও রাখতে পারেন ইনডোর প্ল্যান্টস। এতে ঘর দেখতে সুন্দর লাগে।
 

Users who are viewing this thread

Back
Top