What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other হাঁটুর বয়সী মেয়েদের নায়ক! (1 Viewer)

niD05un.jpg


'আবার বসন্ত' ছবিতে অর্চিতা স্পর্শিয়া তার প্রেমিকা। দিন কয় আগে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'মেকআপ' ছবিতে তিনি নিপা আহমেদ রিয়েলির নায়ক। গতকাল জানা গেল, 'অন্তরালে' নামের একটি ওয়েব ফিল্মে নায়িকা পরীমনির দূরবয়সী স্বামী হচ্ছেন তারিক আনাম খান। '৭৩-'৭৪ সালে তিনি যখন অভিনয় শুরু করেছিলেন, এই তিনজনের কারোরই তখন জন্মই হয়নি। বাইরে অসম সম্পর্ক নিয়ে চলচ্চিত্র-সিনেমাটা ডালভাত হয়ে গেলেও আমাদের এখানে ট্রেন্ডটা একেবারেই নতুন। নতুন এই ধারায় অপরিহার্য এক নায়ক হয়ে উঠছেন তারিক আনাম খান।

jSzEwo3.jpg


তারিক আনাম খান। ছবি: সংগৃহীত

Nvuiwo8.jpg


'মেকআপ' ছবিতে একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ছবি : সংগৃহীত

বড় শিল্পীর সঙ্গে কাজ করা তরুণদের জন্য সহজ কথা নয়। বড়দের থেকে শিক্ষা নিতেও ন্যূনতম জানা-বোঝার প্রয়োজন। ফলে তারিক আনাম খানের সঙ্গে কাজের এ সুযোগ কি কাজে লাগাতে পারছেন তরুণেরা? তারিক আনাম খান বলেন, 'অনেকে ভয় পায়। ভাবে সিনিয়র আর্টিস্ট, অ্যাওয়ার্ড পাওয়া মানুষ...কিন্তু আমি তাদের সঙ্গে সহজ হতে চেষ্টা করি। '৭৩-'৭৪ সালে আমরা যখন শুরু করেছিলাম, কারও না কারও হাত ধরে শিখেছি। হয়তো এখন কিছুটা পরিশীলিত হয়েছি। তারা যদি কিছুটা শিখে ভালো করে, পুরো প্রোডাকশনটাই ভালো হবে, তাতে সবারই লাভ।'

4Oc6jis.jpg


একটি আইটেম গানের শুটিংয়ে পূর্ণিমা, তারিক আনাম খান ও রাশেদ মামুন অপু

বড় শিল্পীর সঙ্গে কাজ করা তরুণদের জন্য সহজ কথা নয়। বড়দের থেকে শিক্ষা নিতেও ন্যূনতম জানা–বোঝার প্রয়োজন হয়। ফলে তারিক আনাম খানের সঙ্গে কাজের এ সুযোগ কি কাজে লাগাতে পারছেন তরুণেরা? তারিক আনাম খান বলেন, 'অনেকে ভয় পায়। ভাবে সিনিয়র আর্টিস্ট, অ্যাওয়ার্ড পাওয়া মানুষ... কিন্তু আমি তাদের সঙ্গে সহজ হতে চেষ্টা করি। '৭৩–৭৪ সালে আমরা যখন শুরু করেছিলাম, কারও না কারও হাত ধরে শিখেছি। হয়তো এখন কিছুটা পরিশীলিত হয়েছি। তারা যদি কিছুটা শিখে ভালো করে, পুরো প্রোডাকশনটাই ভালো হবে, তাতে সবারই লাভ।'

xYMGAzl.jpg


তারিক আনাম খান ও স্পর্শিয়া 'আবার বসন্ত' ছবিতে। ছবি: সংগৃহীত

নতুন প্রযোজনাটি প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, 'আমাদের লক্ষ্য একটি ভালো টিম গড়া। কারণ, সিনেমা এক যৌথ শিল্প। এখানে পরিচালক বা চিত্রগ্রাহকই সর্বেসর্বা নন। টিমের সবাই যদি মনে করেন যে আমরা একটি মিশনে আছি, জীবনের একটি গল্প সুন্দর করে বলব, তাহলে অনেকাংশে সফল হওয়া যায়। আমাদের উপমহাদেশের অনেক কনটেন্ট দেখলে বোঝা যায় যে তাদের টিমওয়ার্ক কতটা সমৃদ্ধ ও পরিকল্পিত ছিল। আমার নিশ্চয়ই কোনো না কোনো দিকে খামতি আছে, অন্যের নিশ্চয়ই কোনো না কোনো দিকে অভিজ্ঞতা বেশি। সবার সম্মিলিত শেয়ারিংয়ে একটি ভালো কাজ বের হয়ে আসে।'
 

Users who are viewing this thread

Back
Top