What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

এলো নকিয়া ৬৩০০ এবং নকিয়া ৮০০০ (1 Viewer)

gLVXGyX.jpg


এন্ড্রয়েড ফোনের পাশাপাশি ফিচার ফোনগুলোর মাধ্যমে ধীরে ধীরে নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টা করছে নোকিয়া। এরই অংশ হিসেবে নকিয়া ৬৩০০ ৪জি (6300 4G) ও ৮০০০ ৪জি (8000 4G) মডেলের দুইটি ফিচার ফোন প্রকাশ করেছে এইচএমডি।

৪জি সুবিধাযুক্ত এই ফোন দুইটি চলবে ওয়েব-বেসড কাই ওএস (KaiOS) দ্বারা। কাই ওএস এর কল্যাণে দুইটি ফোনেই চলবে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি গুগল সার্ভিসের প্রয়োজনীয় সকল অ্যাপ।

এছাড়াও কাই ওএস এর অ্যাপ স্টোরে পাওয়া যাবে আরো ১০০টির মত অ্যাপ। এছাড়াও থাকছে ওয়াইফাই হটস্পট সুবিধা।

নকিয়া ৬৩০০ ৪জি ও ৮০০০ ৪জি ফোন দুইটির মধ্যে প্রধান পার্থক্য থাকছে এর ডিসপ্লেতে। ৬৩০০ ৪জি ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে, যেখানে ৮০০০ ৪জি তে থাকছে অপেক্ষাকৃত বড় ২.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে।

আবার ৬৩০০ ৪জি তে ফ্ল্যাশলাইট এর সাথে ভিজিএ ক্যামেরা থাকলেও ৮০০০ ৪জি তে থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

ডিসপ্লে ও ক্যামেরা ছাড়া নোকিয়া ৬৩০০ ৪জি ও ৮০০০ ৪জি ফোন দুইটির মধ্যকার অধিকাংশ স্পেসিফিকেশনই একই।

এক নজরে নোকিয়া ৬৩০০ ৪জি

PPOrfHc.jpg


  • ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ চিপসেট
  • ৫১২ মেগাবাইট র‍্যাম
  • ভিজিএ ক্যামেরা + ফ্ল্যাশলাইট
  • ৪জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ডুয়াল ও সিংগেল সিম ভ্যারিয়েন্ট
  • ৩২জিবি এক্সটার্নাল এসডি কার্ড সাপোর্ট
  • ৪জি কানেক্টিভিটি সুবিধা
  • ১৫০০ মিলিএম্প এর ব্যাটারি
  • মাইক্রো ইউএসবি পোর্ট
  • হেডফোন জ্যাক
  • ওজন ১০৪.৭ গ্রাম
এক নজরে নোকিয়া ৮০০০ ৪জি

6xuzGvR.jpg


  • ২.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ চিপসেট
  • ৫১২ মেগাবাইট র‍্যাম
  • ২ মেগাপিক্সেল ক্যামেরা + ফ্ল্যাশলাইট
  • ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ডুয়াল ও সিংগেল সিম ভ্যারিয়েন্ট
  • ৩২ জিবি এক্সটার্নাল এসডি কার্ড সাপোর্ট
  • ৪জি কানেক্টিভিটি সুবিধা
  • ১৫০০ মিলিএম্প এর ব্যাটারি
  • মাইক্রো ইউএসবি পোর্ট
  • হেডফোন জ্যাক
  • ওজন ১১০.২ গ্রাম
নকিয়া ৬৩০০ ৪জি ও ৮০০০ ৪জি এর দাম

নোকিয়া ৬৩০০ ৪জি ফিচার ফোনটির দাম রাখা হয়েছে ৪৯ইউরো, যা বাংলাদেশী টাকায় রূপান্তর করলে প্রায় ৪৯০০টাকা হয়। অন্যদিকে নকিয়া ৮০০০ ৪জি ফোনটির দাম পড়বে ৭৯ ইউরো বা প্রায় ৭৯০০টাকা। তবে বাংলাদেশে এলে ফোনগুলোর দাম এর চেয়ে কিছুটা কমবেশি হতে পারে।
 

Users who are viewing this thread

Back
Top