What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি সংক্রান্ত তথ্য (1 Viewer)

mlpbds

Member
Joined
Sep 13, 2019
Threads
4
Messages
101
Credits
678
২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় ।

আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০১৯
আবেদনের সমাপ্তি: ২৯ অক্টোবর ২০১৯
আবেদন ফি : ৪০০
আবেদন লিংক : 7collegedu.com

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. কবি নজরুল কলেজ
৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ।

বিভিন্ন ইউনিটের আবেদন যোগ্যতা
ক ইউনিট – বিজ্ঞানএসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৭
খ ইউনিট- কলা ও সমাজবিজ্ঞানএসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৬
গ ইউনিট- ব্যবসায় শিক্ষাএসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৬.৫
 

Users who are viewing this thread

Back
Top