What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected আধুনিকতার অভিশাপ (1 Viewer)

prince009

Member
Joined
Apr 12, 2019
Threads
2
Messages
102
Credits
576
১৯৯০-২০০০ সালের মানুষগুলো অনেক বেশি লাকি ছিলো... তাঁদের বিয়ে জাকজমকে অহেতুক কৃত্রিমতা ছিলো না... তাদের বিয়ের ছবি তোলা হতো এলবামে রেখে দেয়ার জন্য... সেই এলবাম সব আত্মীয়দের বাসায় ঘুরতো... সবাই একবার একবার করে দেখতো সব ছবি। খুব সুন্দর ছবিটা ফ্রেমে বাঁধিয়ে রাখা হতো নব দম্পতির ওয়ারড্রোবের উপর... ভিডিও ম্যানের এসিস্ট্যান্ট হাতে লাইটস্ট্যান্ড নিয়ে ঘুরঘুর করতো... ভিডিওতে কারো ফানি কোন কান্ড দেখে হাসাহাসি হতো অনেকদিন...!

এখনকার বিয়ে?.....it is all about a matter of prestige and exhibition...অমুক বিয়েতে ৩০০০ লোক খাইয়েছে....আপনার ৪০০০ লোক খাওয়াতে হবে.....নামি দামি কমিউনিটি সেন্টার..... প্রফেশনাল ফটোগ্রাফার তো থাকতেই হবে....না হয় সমাজে মুখ দেখাবে কেমন করে?! সবই আছে.....শুধু আন্তরিকতা টাই খুজে পাওয়া যায় না
 

Users who are viewing this thread

Back
Top