What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

নওয়াবি সেমাই (1 Viewer)

Welcome! You have been invited by Memphis007 to join our community. Please click here to register.

Maxman

Member
Joined
Jan 10, 2019
Threads
102
Messages
194
Credits
13,739
সেমাই (semai) আমাদের অনেকেরই প্রিয় একটা খাবার। গতানুগাতিক স্টাইলে তো সেমাই বরাবরই খেয়ে থাকেন। এবার দেখে নিন একটু ভিন্ন স্টাইলে রান্না করা নওয়াবি সেমাইয়ের রেসিপি (recipe) টি। এ রেসিপি তে লাচ্ছা সেমাই ব্যবহৃত হয়।





Ingredients
  • ঘিঃ ২ টেঃ চামচ
  • লাচ্ছা সেমাইঃ ২ প্যাকেট
  • চিনিঃ ১ কাপ
  • কর্ণফ্লাওয়ারঃ ৪ টেঃ চামচ
  • ক্রীমঃ ১/২ কাপ
  • মিল্ক পাউডারঃ ১/২ কাপ
  • কনডেন্স্ড মিল্কঃ ১/২ কাপ
  • দুধঃ ১ লিটার
Steps
  • Step 1
    প্রথমে একটি কড়াইয়ে ঘি হালকা গরম করে নিন।
  • Step 2
    এরপর ঘিয়ের মধ্যে সেমাইগুলো দিয়ে হালকা ভেজে নিন।
  • Step 3
    সেমাই হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে এক কাপ চিনি মিশিয়ে নিন।
  • Step 4
    চিনি সেমাইয়ের সঙ্গে মিশে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ মিল্ক পাউডার মিশিয়ে ভালো করে ভেজে নিন।
  • Step 5
    এর পর এক লিটার দুধ জ্বাল দিয়ে ১/২ লিটার করে নিন।
  • Step 6
    এরপর এর মধ্যে ১/২ কাপ কনডেন্সড মিল্ক, ১/২ কাপ ক্রিম, ১/২ কাপ মিল্ক পাউডার ও চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে ১০ মিনিট জ্বাল দিয়ে ক্রিম বানিয়ে নিন।
  • Step 7
    এবার একটি পাত্রে আগে থেকে ভেজে রাখা সেমাইয়ের চার ভাগের এক ভাগ তুলে নিন।
  • Step 8
    এরপর এই সেমাইয়ের ওপরে আগে থেকে বানিয়ে রাখা ক্রিম দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন।
  • Step 9
    পাঁচ মিনিট পর ক্রিমটা হালকা একটু ঠান্ডা হয়ে এলে এর ওপর বাকি সেমাইগুলো ছড়িয়ে দিন।
  • Step 10
    এর পর আপনার পছন্দমতো শুকনো ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার নওয়াবি সেমাই।
 

Users who are viewing this thread

Back
Top