What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সংসদের ২০তম অধিবেশন চলবে ১২ এপ্রিল পর্যন্ত (1 Viewer)

Status
Not open for further replies.

Nirjonmela

Administrator
Staff member
Administrator
Joined
Mar 1, 2018
Threads
2,763
Messages
23,266
Credits
825,345
Pistol
Crown
Thread Title Style (One)
Profile Music
cJEoY6v.jpg


জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন চলবে ১২ এপ্রিল পর্যন্ত । স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। বৈঠকের শুরুতে স্পিকার স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সফলতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। একইসঙ্গে এ দেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

এরআগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের শুরুতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কমিটির পক্ষ থেকে স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকলেই এই অভিনন্দন পাওয়ার যোগ্য বিশেষ করে এ অর্জন বাংলাদেশের জনগণের। তিনি বলেন, বাংলাদেশ পারে এবং কেউ বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত 'কার্য উপদেষ্টা কমিটি'র বিশতম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, ওর্য়াকার্স পার্টিও সভাপতি রাশেদ খান মেনন, চীফ হুইপ আ.স.ম. ফিরোজ, জাসদের নির্বাহী সভাপতি মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন।

সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির সভায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত হয়। তবে স্পিকার প্রয়োজন মনে করলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন। বৈঠকে জানানো হয়, সংসদে পাশের অপেক্ষায় আছে ১টি বিল। কমিটিতে পরীক্ষাধীন আছে ১১টি বিল। সংবিধানের ১৭তম সংশোধনী বিলসহ উত্থাপনের অপেক্ষায় আছে ৪টি বিল। এছাড়া অনিষ্পন্ন ৯টি বেসরকারী বিল এ অধিবেশনে রয়েছে।

সভাপতিমন্ডলী মনোনয়ন:
স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য চলতি অধিবেশনের সভাপতিমন্ডলী মনোনয়ন দেয়া হয় এমপি ড. আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আবদুল মজিদ খান, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও অ্যাডভোকেট নাভানা আক্তারকে।

শোক প্রস্তাব গৃহীত:
এছাড়া স্পিকার সাবেক মন্ত্রী ও এমপিদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উস্থাপন করেন। এরমধ্যে রয়েছেন এম. মতিউর রহমান, আমান উল্লাহ খান, মোহাম্মদ ইউসুফ, সরফুদ্দিন আহমেদ ঝন্টু, আবদুর রব চৌধুরী, মো. মোজাহার আলী প্রধান, একেএম খায়রুজ্জামান ও খন্দকার মফিজুর রহমান। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুল নেসা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মা সায়েরা খাতুন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ছৈয়দুর রহমান, কথাসাহিত্যিক শওকত আলী, ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা কাঁকন বিবি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এএসএম জাকারিয়া স্বপন ও কণ্ঠশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া নেপালে বিমান বিধ্বস্তে হতাহতে, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্য, রাশিয়ার শপিংমলে অগ্নিকাণ্ডে এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক করা হয়। পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াসহ এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top