What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আমি পুরুষ ছিলাম (1 Viewer)

debasree

Exclusive Writer
Story Writer
Joined
Apr 1, 2018
Threads
7
Messages
127
Credits
12,848
এখন আমি পাঁচতারা হোটেল এর উনিশ তলায় সমুদ্রের দিকে মুখ করা একটি ঘরে । আমার খোঁপা বাঁধা চলছে । ধবধবে সাদা বিছানায় টানটান করে পরিপাটি করে রাখা নীলাম্বরী শাড়ি ,আর তার ওপর ভাঁজ করে রাখা ম্যাচিং সংক্ষিপ্ত ব্লাউস , এদিকে ওদিকে ছড়ানো গয়না ,এমন কি ৩ ইঞ্চি উঁচু হীল জুতোটি পর্যন্ত কেউ সাজিয়ে রেখেছে বিছানার ওপর । আমার ননদ স্বাগতা একটা একটা করে কাঁটা মেরে যাচ্ছে সদ্য বাঁধা মস্ত খোঁপায় । ওর বন্ধু টুম্পা , টুকটাক ফোটো তুলে যাচ্ছে । আমাকে সাজানোর ফটো । আমার একটু একটু লজ্জা করছে ,তার কারণ ,স্বাগতা আমাকে শুধু মাত্র সায়া আর ব্রেসিয়ার পরিয়ে মিরর সামনে বসিয়েছে ,লজ্জা পাচ্ছিলাম বলে গায়ে জড়িয়ে দিয়েছে একটা সাদা তোয়ালে । এই ছবিগুলো পরে সবাই মিলে দেখবে , রাহুল দেখবে । রাহুলের কথা ভেবে বা দুই পা এর ফাঁকে এক কৃত্তিম শুনত্যা অনুভব করে এই এসি রুমের মধ্যেও বোধহয় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠলো ,যা আমার ননদ স্বাগতার দৃষ্টি এড়ালো না । খোঁপায় কাটা মারতে মারতে সে টুম্পা কে বলল - অরুন থুড়ি অরুণা ঘামছে ,এসি টা আরো কমিয়ে দে -বলে মুচকি হাসলো ।

ও আপনাদের বলতে ভুলেছি । এটা ২০৫০ সাল । আর আমি অরুণা হয়েছি মাত্র এক বছর আগে । যারা এই পর্যন্ত পড়ে একটু থতমত খেলেন ,তাদের কে বুঝিয়ে বলি ,আমি আসলে যৌন রুপান্তরিত নারী ,যার বয়েস ২৭, আর পাঁচটা নারীর মতই চলনে -বলনে -আচারে -ব্যবহারে ক্রমশ নারী হয়ে ওঠা এক পুরুষ যার নাম ছিল অরুন ।

এইবার কিন্তু তোয়ালেটা খুলতে হবে । তোর্ পিঠে গলায় হাতে বুকে সব জায়গায় ফাউন্ডেশন ঘষব । মৃদু হেসে ,একটু লজ্জা লজ্জা মুখে সম্মতি জানাতেই স্বাগতা তোয়ালে হটিয়ে উন্মুক্ত করলো আমার ফর্সা নগ্নতাকে । ক্যামেরা ঝলসে উঠলো । বন্দী হতে থাকলো নীল্ ব্রা এর আড়ালে আমার দুধ সাদা পুরুষ্টু স্তন ও তার মধ্যবর্তী উপত্যকা সমেত সদ্য পরানো মঙ্গল সূত্রের লকেট। সিঁথি ভর্তি করে পরানো লাল টকটকে সিন্দুর ।
 

Users who are viewing this thread

Back
Top